বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়াদী পাসপোর্ট দেওয়া হয়। ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠা। এবং ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠা। পূর্বে এমআরপি পাসপোর্ট চালু ছিল। বর্তমানে ই পাসপোর্ট প্রচলন বেশি থাকায় এর কার্যক্রম বেশি, এ কারণে ফি বেশি দেওয়া লাগে। ই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কোন ভিত্তিতে পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন। অর্থাৎ রেগুলার পাসপোর্ট, এক্সপ্রেস পাসপোর্ট, সুপার এক্সপ্রেস পাসপোর্ট। রেগুলার ও এক্সপ্রেস পাসপোর্টের থেকে সুপার এক্সপ্রেস পাসপোর্ট এর ফি বেশি দেওয়া লাগে। সাধারণত পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে রেগুলার পাসপোর্ট ও এক্সপ্রেস পাসপোর্ট সাহায্য নিতে হয়। যদি ১০ বছর মেয়াদী পাসপোর্ট তৈরি করতে চান, অথবা পাসপোর্ট রিনিউ করতে চান। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে। ই পাসপোর্ট করতে কত টাকা লাগে এখান থেকে দেখে নিন।
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে
যারা নতুন পাসপোর্ট তৈরি করতে চান। তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোন মেয়াদী এবং কত পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে চান। অর্থাৎ আপনি যদি ১০ বছর মেয়াদি পাসপোর্ট তৈরি করতে চান। এক্ষেত্রে ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠা উল্লেখ করতে হবে। সাথে খেয়াল রাখতে হবে আপনি কোন ভিত্তিতে পাসপোর্ট তৈরি করতে চান। এর পূর্বে আপনাকে জানতে হবে, রেগুলার পাসপোর্ট কি, এক্সপ্রেস পাসপোর্ট কি, সুপার এক্সপ্রেস পাসপোর্ট কি।
- রেগুলার পাসপোর্ট/ নিয়মিত অথবা সাধারণ পাসপোর্ট। সাধারণ পাসপোর্টের ফি কম দিতে হয় তবে পাসপোর্ট ডেলিভারি সময় ১৫ থেকে ২১ দিন। নতুন পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে।
- এক্সপ্রেস পাসপোর্ট/ জরুরী পাসপোর্ট। যা সাধারন পাসপোর্ট থেকে ফি বেশি দিতে হয়। তবে ডেলিভারি সময় ৭ থেকে ১০ দিন। জরুরী পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে।
- সুপার এক্সপ্রেস পাসপোর্ট/ অতি জরুরী পাসপোর্ট। সাধারণ এবং জরুরী পাসপোর্ট এর থেকে ফি বেশি দিতে হয়। তবে সময় কাল কম হয় ২ দেখে ৩ দিনের মধ্যে পাওয়া যায়। পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে।
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত লাগে
পাসপোর্ট করতে কত টাকা লাগে তা জানা প্রয়োজন। যেহেতু এখানে দীর্ঘ মিয়াদি পাসপোর্ট তৈরির জন্য কত টাকা লাগে তা উল্লেখ করা হয়েছে। আপনি জানতে পারবেন ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কত দিনে পাওয়া যায়। ১০ বছর মেয়াদি ৪৮ পাতা পাসপোর্ট করতে ৫৭৫০ টাকা লাগবে (রেগুলার ডেলিভারি)। অন্যদিকে ১০ বছর মেয়াদি ৪৮ পাতা পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি নিতে ৮০৫০ টাকা লাগবে। সুপার এক্সপ্রেস ডেলিভারি ৪৮ পাতা পাসপোর্ট নিতে হলে ১০, ৩৫০ টাকা লাগবে। ৬৪ পাতা পাসপোর্ট ১০ বছরের জন্য রেগুলার ডেলিভারি ৮, ০৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারি ১০, ৩৫০ টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি ১৩, ৮০০ টাকা।
১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট এর ফি কত
১০ বছর মেয়াদী পাসপোর্ট এর ক্ষেত্রে পৃষ্ঠা এবং সময়ের উপর নির্ভর করে টাকা করা হয়। আপনি যদি সাধারণ পাসপোর্ট তৈরি করেন ,এক্ষেত্রে টাকা কম লাগবে এবং ডেলিভারি সময় বেশি লাগবে। আপনি যদি জরুরী পাসপোর্ট তৈরি করতে চান। টাকা বেশি লাগবে সময় কম লাগবে। আপনি যদি অতি জরুরি পাসপোর্ট করতে চান। তাহলে সাধারণ ও জরুরী পাসপোর্ট এর থেকে টাকা বেশি লাগবে এবং সময় কম লাগবে।
- ১০ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে ৫,৭৫০ টাকা লাগে। সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। এই পাসপোর্টটি আপনি ১৫ থেকে ২১ দিনের মধ্যে পেয়ে যাবেন।
- ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে ৮,০৫০ টাকা লাগে। জরুরী পাসপোর্ট করার ক্ষেত্রে। এ পাসপোর্টটি আপনি ৭ থেকে ১০ দিনের মধ্যে পেয়ে যাবেন।
- ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট তৈরি করতে ১০, ৩৫০ টাকা লাগে। অতি জরুরী পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে। এ পাসপোর্টটি আপনি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন।
১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ২০২৪
আপনি যদি দীর্ঘমেয়াদী পাসপোর্ট তৈরি করতে চান তা যদি হয় ৬৪ পৃষ্ঠার। তাহলে ৪৮ পৃষ্ঠার থেকে বেশি টাকা লাগবে। আপনি কোন ভিত্তিতে পাসপোর্ট তৈরি করতে চান তার ওপর নির্ভর করে টাকা নির্ধারণ করা হয়।
e-Passport with 48 pages and 10 years validity
- Regular delivery: TK 5,750
- Express delivery: TK 8,050
- Super Express delivery: TK 10,350
e-Passport with 64 pages and 10 years validity
- Regular delivery: TK 8,050
- Express delivery: TK 10,350
- Super Express delivery: TK 13,800
১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট এর ফি কত
- ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা সাধারণ পাসপোর্ট তৈরি করতে ৮,০৫০ টাকা লাগে। পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন ১৫ থেকে ২১ দিনের মধ্যে।
- ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা জরুরী পাসপোর্ট তৈরি করতে ১০, ৩৫০ টাকা লাগে। পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন ৭ থেকে ১০ দিনের মধ্যে।
- ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা অতি জরুরী পাসপোর্ট করতে ১৩, ৮০০ টাকা লাগে। পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন ২ থেকে ৩ দিনের মধ্যে।
পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪ | পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
১০ বছর মেয়াদি পাসপোর্ট ফি
বাংলাদেশ থেকে যে পাসপোর্ট দেয়া হয় স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী। ১০ বছর মেয়াদী পাসপোর্ট এর ধরন অনুযায়ী ফ্রি নির্ধারণ করা হয়। পাসপোর্ট তৈরি করার সময় উল্লেখ করা হয় কোন ক্যাটাগরিতে পাসপোর্ট আবেদন করতে হবে। সাথে উল্লেখ করা হয় ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠা। আপনি যদি ৪৮ পৃষ্ঠা সাধারণ পাসপোর্ট তৈরি করেন ৫০০০ টাকা লাগবে তা সর্বনিম্ন। এবং সর্বোচ্চ ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা নির্ধারণ করা হয় অতি জরুরী পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
বাংলাদেশে বর্তমানে ই পাসপোর্ট এর ব্যবহার বেশি হয়ে আসছে। এজন্য ফ্রি বেশি দিতে হয়। ই পাসপোর্ট এর মেয়াদ, পাতার সংখ্যা, ডেলিভারি সময়ের উপর নির্ভর করে ফি আলাদা হয়। সাধারণত ৫ বছর মেয়াদী পাসপোর্ট এবং ১০ বছর মেয়াদী পাসপোর্ট ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার উপর নির্ভর করে ফি নির্ধারণ করা হয়।
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে। পাসপোর্ট সম্পর্কিত তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন। এই পোস্টটি আপনাদের উপকার এসেছে। পাসপোর্ট সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আরও দেখুনঃ