17 ই মার্চের কবিতা | বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ২০২৪

প্রতিবছর মার্চ মাসের ১৭ তারিখ বাংলাদেশের জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়। এই দিন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে …

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা

প্রতিবছর মার্চ মাসের ১৭ তারিখ বাংলাদেশের জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়। এই দিন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে জাতীয় শিশু দিবসে শিশুদের প্রতি আমাদের করণীয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। এই বছর বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আপনারা যারা ১৭ ই মার্চের কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তাদের জন্য নতুন সব 17 মার্চের কবিতা আজকের এই পোস্টে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ছোট কবিতা

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ছোট ছোট কবিতা এখানে দেওয়া হয়েছে। আপনারা যারা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ছোট কবিতা সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করবেন। তাদের জন্য জন্মদিনের ছোট কবিতা ভাল ভূমিকা রাখবে। এখানে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কবিতা দেওয়া হয়েছে।

১৯২০ সালের ১৭ ই মার্চ ফরিদপুরে
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার এক গ্রামে,
জন্মেছিলো বজ্রকণ্ঠি অসাধারন এক ছেলে
দল মতের বহুউর্ধ্বে নিরপেক্ষ অনন্য তিনি
সাহসী সন্তান হাজার বছরের শ্রেষ্ট বাঙালী ।

শেখ লৎফুর রহমান ছিলেন তাহার পিতা
মোসাম্মৎ সায়রা বেগম তাহার গর্বিত মাতা
আদর করে তাহারা ডাকিতেন “খোকা”
তাহার স্ত্রী মহীয়সী এক নারী ফজিলাতুন্নেসা।

তাহার জন্মদিনে জানাই শ্রদ্ধা ও সম্মান
তিনিই জাতির নেতা শেখ মুজিবর রহমান ,
তাহার একটি ডাকে জেগেছিল বীর বাঙালী
তাহারই কন্যা শেখ হাসিনা যোগ্য উত্তরসুরী।

বাঙালি পেয়েছিলো এক মহান নেতা
তাহারই ডাকে নেতৃত্বে মিলেছে স্বাধীনতা ,
দেশটা ছিলো বঙ্গবন্ধুর ভালবাসার প্রাণ
মহান নেতার জন্ম দিনে জানাই কোটি সম্মান।

অতি সম্মানে পালিত হয় বঙ্গবন্ধুর জন্মদিন
সর্বশ্রেণীর বাঙালির ভালবাসায় সিক্ত এ দিন,
তাহার আত্মার মাগফিরাতের কামনায়

দোয়া মাহফিল হয় সর্বত্রই সোনার বাংলায়,
তাহার স্মৃতি অমর গাঁথা রইবে যুগে যুগে
তিনি বঙ্গবন্ধু স্বরনীয় বরনীয় জাতির অন্তরে ॥

বঙ্গবন্ধুর জন্মদিনের কবিতা

জাতির পিতা অবিসংবাদিত নেতার শুভ জন্মদিন,
বাংলার মানুষের হৃদয় থেকে মুছবেনা কোনদিন।
জাতী আজ স্মরণ করিছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,
তুমি থাকবে চিরঅমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন,
শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন।
পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,
ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,
তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।
তুমি না হলে বাংলাদেশ হতোনা হে চিরঞ্জীব নেতা,
তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা।

পাকিস্থানের শাষক গোষ্টির ২৪বছরের দুঃশাসন,
দিয়েছিলে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষন।
পরাধীনতার শিকল ভেঙে লিখে গেছো ইতিহাস,
আর যেন তাকে বিকৃত করার পায়না দুঃসাহস।

সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,
আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।
তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।।

১৭ ই মার্চের কবিতা

সূর্যোদয়ের আলোয় ঝলমল করে,
বাংলার আকাশে রঙিন রুপ,
আজকের দিনটি বিশেষ করে,
ঊনবিংশতি মার্চের অভিষেক।

টুঙ্গিপাড়ার মাটিতে জন্ম নেওয়া,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জাতির জনক, স্বাধীনতার সূর্য,
তার জন্মদিন আজ, আনন্দের দিনমান।

শিশুদের মুখে হাসি ফুটে,
আনন্দে মাতোয়ারা দেশ,
বঙ্গবন্ধুর স্মৃতি ধারণ করে,
শিশু দিবস পালন আজ সকলেই।

তার নীতি আদর্শে অনুপ্রাণিত,
আমরা এগিয়ে যাব সোনার দিকে,
স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব,
এই প্রতিজ্ঞা করি বারবার মনে মনে।

ঊনবিংশতি মার্চ, ঐতিহাসিক দিন,
স্বাধীনতার পথ দেখায়,
বঙ্গবন্ধুর জন্মদিন, শিশু দিবস,
এই দিনটি পালন করি আনন্দে।

17 ই মার্চের কবিতা

টুঙ্গিপাড়ার মাটিতে জন্মেছিলেন এক খোকা,
নাম তার শেখ মুজিবুর রহমান, বাংলার নবজাগরণের ঝোঁকা।

ছোট থেকেই সাহসী, ন্যায়পরায়ণ,
অত্যাচারের বিরুদ্ধে লড়াই, ছিল তার ধর্মীয় কর্মণ।

ভাষা আন্দোলনের ঝড়ে,
তিনি ছিলেন অগ্রণী,
বাংলার ভাষার জন্য,
তিনি করেছিলেন প্রাণ উৎসর্গী।

ছয় দফা দাবির গর্জন,
স্বাধীনতার সুর,
মুজিবের বক্তৃতায়,
উত্তাল ছিল বাংলার বুক।

স্বাধীনতার যু*দ্ধে

মুজিবের নেতৃত্বে,
বাঙালি ঝাঁপিয়ে পড়ে,
নয় মাসের র*ক্তক্ষয়ী যু*দ্ধে,
স্বাধীন বাংলাদেশ করে গড়ে।

বাংলার জনক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাংলার জনক হিসেবে,
চিরকাল থাকবেন গর্বের মানুষ,
তার নাম উচ্চারিত হবে,
প্রতিটি বাঙালির হৃদয়ের আঙিনায়।

১৭ মার্চ

আজ ১৭ মার্চ,
জাতির জনকের জন্মদিন,
আমাদের গৌরব,
আমাদের অহংকার।

শিশু দিবস

এই দিনটি,
শিশু দিবস হিসেবেও পালিত হয়,
মুজিবের ভালোবাসা,
শিশুদের প্রতি ছিল অপরিসীম।

আসুন আমরা

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে,
সোনার বাংলা গড়ে তুলি,
সকলের জন্য,
ন্যায়, স্বাধীনতা, ও সমৃদ্ধি বয়ে আনি।

১৭ মার্চ এর কবিতা

বাংলাদেশের শিশুদের মুখ উজ্জ্বল করে
জন্মদিন আজ বঙ্গবন্ধুর, ধন্য এই দিনটি মনে করে।

টুঙ্গিপাড়ার মাটিতে ফুটেছিলেন এক নক্ষত্র,
জাতির জনক, মুক্তিযু*দ্ধের অবিচল সৈনিক, বীর মুক্তিদাতা।

তার নীতি, আদর্শ, ভাবনা আজও আমাদের পথপ্রদর্শক,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তার স্মৃতি আমাদের অনুপ্রেরণা।

শিশুদের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা,
তাদের জন্যে তিনি করেছিলেন স্বাধীন দেশের সৃষ্টি।

তার জন্মদিন আজ আমাদের শিশু দিবস,
আসুন আমরা সকলে মিলে শিশুদের অধিকার রক্ষা করি।

তাদের মুখে হাসি ফোটাই, আলোকিত করি ভবিষ্যৎ,
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

শিশুদের জন্যে সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ করি,
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাই।

17 March Kobita

বঙ্গবন্ধুর জন্মদিন

হে বঙ্গবন্ধু তোমার শুভ জন্মদিন,
কেমনে শুধি তব ভালবাসার ঋন।
উনিশশত বিশে জন্ম টুঙ্গীপাড়ায়,
বঙ্গের স্বাধীকার রক্ষায় জেলে যায়।
ভাষা আন্দোলনের অগ্রপথের নেতা,
কত শত প্রতিরোধ হেথা আর হোথা।
জীবনের মোহ ছাড়ি বিদ্রোহের রণ,
সাত মার্চ কন্ঠে তোমার শ্রেষ্ট ভাষন।

জন্মে তোমার পেলাম বাংলা স্বাধীন,
মোরা নই আজ হেথা কারোর অধীন।
কিছু কুলাঙ্গার নিলো তোমার জীবন,
শোক মুহ্যমান মোর হৃদয়ে ক্রন্দন।
জন্মদিনের প্রার্থনা খোদা তুমি নাও,
বাংলায় আর একটি মুজিব দাও।

আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা উল্লেখ করার। এই কবিতাগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন কবিতা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। আরো নতুন নতুন বঙ্গবন্ধু শেখ মুজিবর কে নিয়ে কবিতা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ

বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

Leave a Comment