বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে ভ্রমণ করে। বাংলাদেশের পর্যটকদের অন্যতম জায়গা হচ্ছে কক্সবাজার। এই সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য প্রতিবছর বহু পর্যটক আসে। বিশেষ করে মৌসুমে পর্যটকদের আনাগোনা বেশি হয়। কক্সবাজার যাতায়াতে অনেকেই বিভিন্ন মাধ্যম অবলম্বন করে। ঢাকা থেকে কক্সবাজার যেতে বিভিন্ন মাধ্যম রয়েছে। এর মধ্যে বাসের মাধ্যমে যাতায়াত করা হয়। যেহেতু ঢাকা থেকে কক্সবাজার অনেকেই ভ্রমণ করে থাকে। অনেকেই চেষ্টা ভালো বাসে যাতায়াত করার। এসি বাসের ভাড়া এবং নন এসি বাসের ভাড়া পার্থক্য রয়েছে। এখানে যে সকল বাস উল্লেখ করা হয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী যেতে পারবেন। কক্সবাজার যাওয়ার পূর্বে বাস ভাড়া এবং সময়সূচী জেনে নেওয়া উচিত। ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া কত দেখে নিন এখান থেকে।
ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া
আপনি যদি অল্প ব্যয়ে কক্সবাজার যেতে চান। তাহলে বাসে যেতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে এসি এবং নন এসি বাস রয়েছে। স্বাভাবিকভাবে এসি বাসের থেকে নন এসি বাসে ভাড়া কম হবে। যদি আরামদায়ক ভ্রমণ করতে চান এক্ষেত্রে স্লিপার বাস। অথবা ডাবল ডেকার বাসে যেতে পারেন। এক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে। সাধারণত নন এসি বাসে ১০০০ টাকার মধ্যে যেতে পারবেন। এসি বাসে ২০০০ টাকার মধ্যে যেতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার সকল বাসের সময়সূচী
সাধারণত ঢাকা থেকে কয়েকটি কোম্পানি এসি এবং নন এসি বাস কক্সবাজারে যাতায়াত করে। নন এসি এবং এসি বাস ভাড়ার পার্থক্য রয়েছে। হয়তো কেউ এসি বাসে যাতায়াত করতে পছন্দ করে। অনেকের সামর্থ্য না থাকায় নন এসি বাসে যেতে পছন্দ করে। এক্ষেত্রে বাসের ভাড়া ব্যতিক্রম হবে। এছাড়াও বাসের সময়সূচী জেনে রাখা প্রয়োজন।
ক্রমিক নং | বাসের নাম | এসি বাস এর ভাড়া | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
০১ | শ্যামলী পরিবহন (এসপি) | ২০০০ | রাত ০৮ঃ৩০ ও ১০:০০ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ৩০ |
০২ | শ্যামলী পরিবহন(এন আর) | ১০০০ | রাত ০৭ঃ৩০ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ৪৫ |
০৩ | দেশ ট্রাভেলস | ১৮০০ | সকাল ০৮ঃ০০ ও রাত ১১ঃ১৫ | সকাল ০৬ঃ০০ ও ০৮ঃ০০ |
০৪ | সোহাগ পরিবহন | ১৭০০ | রাত ১০ঃ১৫ ও ১১ঃ১৫ | সকাল ০৭ঃ৩০ ও ০৮ঃ৩০ |
০৫ | গ্রীন লাইন পরিবহন(স্লিপার) | ২৫০০ | রাত ০৯ঃ১৫ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ১৫ |
০৬ | গ্রীন লাইন পরিবহন | ১২৫০ | রাত ০৭ঃ৪৫ ও ১১ঃ২০ | সকাল ০৫ঃ৩০ ও ০৮ঃ৩০ |
০৭ | সেন্টমার্টিন পরিবহন | ১৮০০ | রাত ০৯ঃ১৫ ও ১০ঃ ০০ | সকাল ০৬ঃ১৫ ও ০৭ঃ৪৫ |
০৮ | সেন্টমার্টিন হুন্ডাই | ১২৫০ | রাত ০৮ঃ১৫ ও ১১ঃ৪৫ | সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ১৫ |
০৯ | সেঁজুতি ট্রাভেলস | ১২০০-১৩৫০ | রাত ০৭ঃ৪৫ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৫০ ও ০৭ঃ৪৫ |
১০ | হানিফ এন্টারপ্রাইজ | ২০০০ | রাত ১০ঃ০০ ও ১০ঃ৩০ | সকাল ০৮ঃ০০ ও ০৮ঃ৩০ |
১১ | মিয়ামি এয়ার কন | ১৩৫০ | সন্ধ্যা ০৬ঃ৩০ ও ০৮ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৪৫ |
১২ | স্টার লাইন | ১০০০ | সন্ধ্যা ০৬ঃ৫০ ও ০৭ঃ৪৫ | সকাল ০৬ঃ১০ ও ০৭ঃ০০ |
১৩ | ঈগল পরিবহন | ১৫০০ | রাত ০৮ঃ০০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৪৫ ও ০৭ঃ৪৫ |
১৪ | এনা পরিবহন | ১২০০-১৬০০ | রাত ০৮ঃ৪০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৬ঃ৪৫ ও ০৭ঃ৩০ |
১৫ | সৌদিয়া কোচ সার্ভিস | ১০০০ | বিকাল ৫ঃ৩০ ও রাত ১০ঃ০০ | সকাল ০৪ঃ৩০ ও ০৭ঃ৪৫ |
১৬ | রয়েল কোচ | ১৫০০-১৭০০ | রাত ০৭ঃ০০ ও ১০ঃ৩০ | সকাল ০৫ঃ০০ ও ০৭ঃ ৪৫ |
১৭ | শিথিল পরিবহন | ১৮০০ | রাত ০৮ঃ৪৫ ও ০৯ঃ৪৫ | সকাল ০৭ঃ০০ ও ০৭ঃ৫০ |
ঢাকা টু কক্সবাজার নন এসি বাসের ভাড়া
বাসে ভ্রমণের ক্ষেত্রে সাধারণত নন এসি বাস বেশি দেখা যায়। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য নন এসি এবং এসি বাস রয়েছে। নন এসি বাসের থেকে এসি বাসে ভাড়া বেশি হয়ে থাকে। যাদের সামর্থ্য রয়েছে তারা চাইলে ঢাকা থেকে কক্সবাজার এসি বাসের মাধ্যমে যেতে পারবে। অল্প ব্যয়ে যাওয়ার জন্য নন এসি বাসের ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকা।
ক্রমিক নং | বাসের নাম | এসি বাস এর ভাড়া | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
০১ | শ্যামলী পরিবহন (এসপি) | ৮০০ | রাত ০৭ঃ০০ ও ০৮ঃ৩০ | সকাল ০৫ঃ০০ ও ০৬ঃ৩০ |
০২ | শ্যামলী পরিবহন(এন আর) | ৮০০ | রাত ০৮ঃ৩০ ও ০৯ঃ১৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ১৫ |
০৩ | দেশ ট্রাভেলস | ৮০০ | সকাল ০৭ঃ০০ ও রাত ১০ঃ১৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৩০ |
০৪ | সোহাগ পরিবহন | ৮০০ | রাত ০৮ঃ১৫ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ০০ |
০৫ | গ্রীন লাইন পরিবহন(স্লিপার) | ৮০০ | রাত ০৮ঃ১৫ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫ |
০৬ | গ্রীন লাইন পরিবহন | ৮০০ | রাত ০৮ঃ৪৫ ও ১০ঃ০০ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ০০ |
০৭ | সেন্টমার্টিন পরিবহন | ৯০০ | রাত ০৮ঃ১৫ ও ১০ঃ ৩০ | সকাল ০৫ঃ৪৫ ও ০৮ঃ০০ |
০৮ | সেন্টমার্টিন হুন্ডাই | ৯০০ | রাত ০৭ঃ১৫ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ১৫ |
০৯ | সেঁজুতি ট্রাভেলস | ৮০০ | রাত ০৮ঃ৪৫ ও ১০ঃ৪৫ | সকাল ০৬ঃ০০ ও ০৮ঃ০০ |
১০ | হানিফ এন্টারপ্রাইজ | ৮০০ | রাত ০৮০০ ও ১০ঃ০০ | সকাল ০৫ঃ০০ ও ০৭ঃ৩০ |
১১ | মিয়ামি এয়ার কন | ৮০০ | সন্ধ্যা ০৭ঃ৩০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ০০ ও ০৮ঃ০০ |
১২ | স্টার লাইন | ৮০০ | সন্ধ্যা ০৭ঃ০০ ও ০৮ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ০০ |
১৩ | ঈগল পরিবহন | ৮০০ | রাত ০৭ঃ০০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৪৫ |
১৪ | এনা পরিবহন | ৮০০ | রাত ০৭ঃ৩০ ও ০৬ঃ১৫ | সকাল ০৫ঃ৪৫ ও ০৫ঃ৩০ |
১৫ | সৌদিয়া কোচ সার্ভিস | ৮০০ | বিকাল ০৬ঃ৩০ ও রাত ০৯ঃ০০ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫ |
১৬ | রয়েল কোচ | ৮০০ | রাত ০৮ঃ০০ ও ০৯ঃ৩০ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫ |
১৭ | শিথিল পরিবহন | ৮০০ | রাত ০৭ঃ৩০ ও ০৯ঃ২৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৫০ |
ঢাকা টু কক্সবাজার এসি বাসের ভাড়া
ঢাকা থেকে কক্সবাজার নন এসি ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকা। অন্যদিকে এসি বাসের ভাড়া ১২০০ থেকে ২২০০ টাকা। এসি বাসে সুবিধা থাকায় নন এসি বাসের ভাড়া এবং এসি বাসের ভাড়া বেশ পার্থক্য রয়েছে। যে সকল কোম্পানির বাস ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে তার মধ্যে উল্লেখযোগ্য।
বাস কোম্পানি | নন-এসি ভাড়া | এসি ভাড়া |
---|---|---|
সৌদিয়া পরিবহন | ৮০০ টাকা | ১২০০ টাকা |
হানিফ পরিবহন | ৮০০ টাকা | ১৩০০ টাকা |
এস আলম পরিবহন | ৮০০ টাকা | ১৪০০ টাকা |
শ্যামলী পরিবহন | ৮৫০ টাকা | ১৫০০ টাকা |
মার্সিডিজ বেঞ্জ | ৯০০ টাকা | ১৬০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসের ভাড়া
নন এসি বাসের থেকে এসি বাসের ভাড়া বেশি। এসি বাসের ভাড়া থেকে স্লিপার বাসের ভাড়া বেশি। এসি বাসে যে সকল সুবিধা রয়েছে। তার থেকে বেশি স্লিপার বাড়ছে দেওয়া হয় এজন্য এই বাসের ভাড়া বেশি। তবে এ বাসের ভাড়া বেশি হওয়ার কারণে সকলে যাতায়াত করতে পারে না। এই বাসের জন্য ২০০০ থেকে ২৫০০ টাকা লাগে। যদি ভাড়া অসুবিধা না হয় এক্ষেত্রে স্লিপার বাস ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে।
ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া কত
বাংলাদেশের সবচেয়ে পর্যটকদের জনপ্রিয় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজার প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করতে আসে। ঢাকা থেকে যারা কক্সবাজার যায়। তাদের মধ্যে অনেকেই বাসে ভ্রমণ করে থাকে। যাতায়াতের জন্য নন এসি এবং এসি বাস রয়েছে। নন এসি বাসে ১০০০ টাকার মধ্যে যাওয়া যায়। এসি বাসে ১২০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে যাওয়া যায়। এখানে উল্লেখিত যে সকল বাস রয়েছে বাসের ভাড়া অল্প টাকায় যাওয়া যায়।
এখানে ঢাকা থেকে কক্সবাজার বাসের ভাড়া কত উল্লেখ করা হয়েছে। আশা করা যায় এ পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। এই পোস্ট থেকে জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।