বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মসংস্থান গড়ে তুলেছে অনেকেই। যারা ওমানে কাজ করে যাচ্ছে। দেশে আসার পূর্বে স্বর্ণের অলংকার কিনতে আগ্রহী প্রকাশ করে। যেহেতু বিশ্বে সোনার দাম বেড়েছে। এজন্য ওমানেও দাম বেড়েছে। যদি ওমান ও বাংলাদেশের মধ্যে দামের পার্থক্য বলা হয়। তাহলে বলতে হবে বাংলাদেশ ও ওমানে স্বর্ণের দামের ব্যবধান রয়েছে।
দামের পার্থক্য থাকায় চেষ্টা করা হয়, ওমান থেকে স্বর্ণ ক্রয় করার। যারা ওমান থেকে স্বর্ণ ক্রয় করতে পারবে। তারা বাংলাদেশের থেকে অনেক কম দাম দিয়ে কিনতে পারবে। স্বর্ণ কয় পারার ক্ষেত্রে কোন ক্যারেটের স্বর্ণ সব থেকে ভালো জানতে হয়। যেহেতু বিভিন্ন ক্যারাটে স্বর্ণ রয়েছে। এর মধ্যে বেশি ব্যবহৃত হয় ১৮ থেকে ২৪ ক্যারেট স্বর্ণের। স্বর্ণের বিশুদ্ধতার উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। তাই ১৮ ক্যারেট থেকে ২৪ ক্যারেট স্বর্ণের মধ্যে পার্থক্য রয়েছে। ওমান সোনার দাম কত এখান থেকে দেখে নিন।
ওমান সোনার দাম কত
ওমান উন্নত একটি রাষ্ট্র। এদেশেও স্বর্ণের ক্রয় বিক্রয় হয়। অন্যান্য দেশের অনুযায়ী স্বর্ণের দাম অনেকটাই কম। বাংলাদেশে যেমন সোনার দাম ওঠানামা করে। তেমনি ওমানেও স্বর্ণের দাম ওঠারানা করে। তবে স্বর্ণের আমদানি উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। যেহেতু ওমানে স্বর্ণের উত্তোলন করা হয়। তাই এদেশে বাংলাদেশের থেকে সোনার দাম অনেকটাই কম। বাংলাদেশে এক ভরি স্বর্ণ এক লক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা। অপরদিকে ওমানে ১ লক্ষ টাকার কমে ক্রয় করা যায়।
১ গ্রাম স্বর্ণের দাম কত ওমান
স্বর্ণ কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হয়। এক আনা, একরতি, এক গ্রাম, এক ভরি। ১১.৬৬ গ্রাম স্বর্ণে ১ ভরি। স্বর্ণের অলংকার কিনার ক্ষেত্রে। যদি এক গ্রাম স্বর্ণের দাম জানা থাকে। তাহলে খুব সহজে জানা যাবে ১১.৬৬ গ্রাম স্বর্ণের দাম কত। অর্থাৎ এক ভরি স্বর্ণের দাম কত।
- ওমান ১৮ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ১৯ রিয়াল। বাংলাদেশর প্রায় ৫,৮০৯ টাকা।
- ওমান ২১ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ২২ রিয়াল। বাংলাদেশর প্রায় ৬,৭২৬ টাকা।
- ওমান ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ২৪ রিয়াল। বাংলাদেশর প্রায় ৭,৩৩৮ টাকা।
- ওমান ২৪ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ২৬ রিয়াল। বাংলাদেশর প্রায় ৭,৯৫০ টাকা।
ওমান সোনার দাম কত আজকে
বাংলাদেশে সোনার দাম নির্ধারিত হয় বাজুস কর্তৃক অনুযায়ী। যেহেতু বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ টাকার উপরে। অল্প দামের মধ্যে যদি স্বর্ণ কেনা যায়। তাহলে ওমান থাকে এক ভরি স্বর্ণ কেনা যায়। স্বর্ণ অলংকার কেনার ক্ষেত্রে কোন ক্যারাটে স্বর্ণ ভালো হবে। এবং দাম কত হবে জানা দরকার। জানা থাকলে সামর্থ্য অনুযায়ী স্বর্ণ কেনা যাবে। জেনে নিন কোন ক্যারেটের স্বর্ণ ভালো এবং দাম কত।
ওমান ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত
অলংকার তৈরি করতে স্বর্ণে কিছু ধাতব মিশ্রিত করা হয়। স্বর্ণে নির্দিষ্ট ধাতব মিশ্রিত করে বিভিন্ন ক্যারেট তৈরি হয়। এর মধ্যে বেশি ব্যবহৃত হয় ১৮ থেকে ২৪ ক্যারেট স্বর্ণ।
- ওমান ১৮ ক্যারেট ১ গ্ৰাম স্বর্ণের দাম ১৯ রিয়াল। বাংলাদেশর ৫,৮০৯ প্রায় টাকা।
- ওমান ১৮ ক্যারেট ২ গ্ৰাম স্বর্ণের দাম ৩৮ রিয়াল। বাংলাদেশর প্রায় ১১,৬১৯ টাকা।
- ওমান ১৮ ক্যারেট ৪ গ্ৰাম স্বর্ণের দাম ৭৬ রিয়াল। বাংলাদেশর প্রায় ২৩,২৩৮ টাকা।
- ওমান ১৮ ক্যারেট ৮ গ্ৰাম স্বর্ণের দাম ১৫২ রিয়াল। বাংলাদেশর প্রায় ৪৬,৪৭৬ টাকা।
- ওমান ১৮ ক্যারেট ১০ গ্ৰাম স্বর্ণের দাম ১৯০ রিয়াল। বাংলাদেশর প্রায় ৫৮,০৯৬ টাকা।
ওমান ২১ ক্যারেট স্বর্ণের দাম কত
২১ ক্যারেট স্বর্ণে ধাতব মিশ্রিত কম হওয়ায় ১৮ ক্যারেটের থেকে খাঁটি। এজন্য দাম একটু বেশি। অলংকার তৈরির জন্য ২১ ক্যারেটের স্বর্ণের ব্যবহার অনেকটাই।
- ওমান ২১ ক্যারেট ১ গ্ৰাম স্বর্ণের দাম ২২ রিয়াল। বাংলাদেশর প্রায় ৬,৭২৬ টাকা।
- ওমান ২১ ক্যারেট ২ গ্ৰাম স্বর্ণের দাম ৪৪ রিয়াল। বাংলাদেশর প্রায় ১৩,৪৫৩ টাকা।
- ওমান ২১ ক্যারেট ৪ গ্ৰাম স্বর্ণের দাম ৮৮ রিয়াল। বাংলাদেশর প্রায় ২৬,৯০৭ টাকা।
- ওমান ২১ ক্যারেট ৮ গ্ৰাম স্বর্ণের দাম ১৭৬ রিয়াল। বাংলাদেশর প্রায় ৫৩,৮১৫ টাকা।
- ওমান ২১ ক্যারেট ১০ গ্ৰাম স্বর্ণের দাম ২২০ রিয়াল। বাংলাদেশর ৬৭,২৬৯ প্রায় টাকা।
ওমান আজকে সোনার দাম কত ২২ ক্যারেট
যেহেতু বিভিন্ন ধরনের অলংকার তৈরি করা হয়। কিছু অলংকার তৈরি করার ক্ষেত্রে সতর্কতার জন্য মজবুত করতে হয়। যে অলংকার একটু মজবুত হয় ভেঙে যাওয়ার আশঙ্কা কম থাকে। মজবুত অলংকার তৈরি ক্ষেত্রে ১৮ ক্যারেট অন্যতম। কেননা ১৮ ক্যারেট স্বর্ণে ২১ ক্যারেট ও ২২ ক্যারেট স্বর্ণের যতটুকু ধাতব মিশ্রিত হয়। তার থেকে বেশি ১৮ ক্যারেটে মিশ্রিত করা হয়। এজন্য ১৮ ক্যারেটের থেকে ২১ ক্যারেট স্বর্ণ খাঁটি ২১ ক্যারেটের থেকে ২২ ক্যারেট স্বর্ণ খাঁটি এবং ২২ ক্যারাটে থেকে ২৪ ক্যারেট খাঁটি। এজন্য দামের মধ্যে পার্থক্য রয়েছে। ১৮ ক্যারেটের থেকে ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেশি। এভাবে ক্যারেটের ভিন্নতায় দাম কম বেশি হয়ে থাকে।
ওমান ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- ওমান ২২ ক্যারেট ১ গ্ৰাম স্বর্ণের দাম ২৪ রিয়াল। বাংলাদেশর প্রায় ৭,৩৩৮ টাকা।
- ওমান ২২ ক্যারেট ২ গ্ৰাম স্বর্ণের দাম ৪৮ রিয়াল। বাংলাদেশর প্রায় ১৪,৬৭৬ টাকা।
- ওমান ২২ ক্যারেট ৪ গ্ৰাম স্বর্ণের দাম ৯৬ রিয়াল। বাংলাদেশর প্রায় ২৯,৩৫৩ টাকা।
- ওমান ২২ ক্যারেট ৮ গ্ৰাম স্বর্ণের দাম ১৯২ রিয়াল। বাংলাদেশর প্রায় ৫৮,৭১৭ টাকা।
- ওমান ২২ ক্যারেট ১০ গ্ৰাম স্বর্ণের দাম ২৪০ রিয়াল। বাংলাদেশর ৭৩,৩৮৪ প্রায় টাকা।
ওমান ২৪ ক্যারেট স্বর্ণের দাম কত
- ওমান ২৪ ক্যারেট ১ গ্ৰাম স্বর্ণের দাম ২৬ রিয়াল। বাংলাদেশর প্রায় ৭,৯৫০ টাকা।
- ওমান ২৪ ক্যারেট ২ গ্ৰাম স্বর্ণের দাম ৫২ রিয়াল। বাংলাদেশর প্রায় ১৫,৯০০ টাকা।
- ওমান ২৪ ক্যারেট ৪ গ্ৰাম স্বর্ণের দাম ১০৪ রিয়াল। বাংলাদেশর প্রায় ৩১,৮০০ টাকা।
- ওমান ২৪ ক্যারেট ৮ গ্ৰাম স্বর্ণের দাম ২০৮ রিয়াল। বাংলাদেশর প্রায় ৬৩,৬০০ টাকা।
- ওমান ২৪ ক্যারেট ১০ গ্ৰাম স্বর্ণের দাম ২৬০ রিয়াল। বাংলাদেশর ৭৯,৫০০ প্রায় টাকা।
১ ভরি সোনার দাম কত ওমান
ওমানে যারা কাজ করে যাচ্ছে দেশে আসার পূর্বে স্বর্ণ ক্রয় করে। এক ভরিতে ১১.৬৬ গ্রাম স্বর্ণ থাকে। ১১.৬৬ গ্রাম স্বর্ণের অলংকার কিনতে ওমানের ২২০ রিয়াল থেকে ২৯৫ রিয়াল লাগে। সামর্থ্য অনুযায়ী এক গ্রাম থেকে ১০ গ্রাম বা এক ভরি স্বর্ণ ক্রয় করা যাবে। ওমানের ১৮ ক্যারেট থেকে ২৪ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম।
- ওমান ১৮ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ২২১ রিয়াল। বাংলাদেশের প্রায় ৬৭,৫৭৫ টাকা।
- ওমান ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২৫৬ রিয়াল। বাংলাদেশের প্রায় ৭৮,২৭৬ টাকা
- ওমান ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২৭৯ রিয়াল। বাংলাদেশের প্রায় ৮৫,৩০৯ টাকা
- ওমান ২৪ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ৩০৩ রিয়াল। বাংলাদেশের প্রায় ৯৪,৪৮২ টাকা
উপরে উল্লেখিত দাম সর্বশেষ আপডেট অনুযায়ী। দাম কমে বা বেড়ে যেতে পারে। সর্বশেষ আপডেট জানতে আমাদের এই পোস্ট খেয়াল রাখুন। এখানে ওমানের স্বর্ণের দাম তুলে ধরা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।
আরও দেখুনঃ
মালয়েশিয়া স্বর্ণের দাম কত ২০২৪ | আজকের সর্বশেষ সোনার দাম
সিঙ্গাপুর সোনার দাম কত ২০২৪ | সকল ক্যারেটের আজকের দাম
আজকের স্বর্ণের দাম বাংলাদেশ ২০২৪ | 22 ক্যারেট স্বর্ণের দাম কত Today