পোলাও রান্নার জন্য অনেক ধরনের চাউল রয়েছে। যার মধ্যে বিরিয়ানি ও পোলাও রান্নার জন্য বাসমতি চাল অন্যতম। বাসমতি চাউলের ধরন ভিন্ন থাকায় দাম কমবেশি হয়। খোলা বাসমতি চাউল এবং প্যাকেটের চাউলের ধামের পার্থক্য রয়েছে। যে ধরনের পোলাওয়ের চাউল আছে। এর মধ্যে কহিনুর বাসমতি চাউলের দাম বেশি। তবে প্যাকেটজাত বাসমতি চাউলের থেকে খোলা চাউলের দাম কম হওয়ায় অনেকেই ক্রয় করে। উন্নত মানের ও নিম্নমানের বাসমতি চাউলের দাম।
বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত বাসমতি চাউলের দাম। এক থেকে ৫০ কেজি বাসমতি চাউলের দাম পূর্বের থেকে বেড়েছে। আপনি যদি এই পর্যায়ে এসে ক্রয় করতে চান। তাহলে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে। বাংলাদেশী এবং পাকিস্তানের বাসমতি চালের দাম কত উল্লেখ করা হয়েছে।
বাসমতি চালের দাম কত
সকল ধরনের খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে অন্যতম পোলাও এবং বিরিয়ানির চাউল। বিরিয়ানির চাউল দাম বৃদ্ধি পেলেও ক্রয় করতে হয়। হতে পারে তা ব্যবসার জন্য অথবা অন্য কোন প্রয়োজনে। বাংলাদেশ এবং পাকিস্তানি বাসমতি চাউলের দামের মধ্যে পার্থক্য রয়েছে। খোলা প্রতি কেজি বাসমতি চাউলের দাম ২০০ টাকা থেকে ২৫০ টাকা। অন্যদিকে পাকিস্তানি বাসমতি চাউল ৩০০ থেকে ৩৫০ টাকা।
এক কেজি বাসমতি চালের দাম
বাসমতি চাউল ক্রয়ের পূর্বে আপনি জেনে নিন আপনি কোন ধরনের চাউল কিনবেন। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বাসমতি চাউল আছে। কোহিনুর বাসমতি চাউল, ফরচুন বাসমতি চাউল, প্রাণ বাসমতি চাউল, খোলা বাসমতি চাউল, পাকিস্তানি বাসমতি চাউল।
- ১ কেজি কহিনুর বাসমতি চাউল ৩০০ থেকে ৩১০ টাকা।
- ১ কেজি ফরচুন বাসমতি চাউল ৩০০ থেকে ৩২৫ টাকা।
- ১ কেজি প্রাণ বাসমতি চাউল ৩০০ থেকে ৩২০ টাকা।
- ১ কেজি খোলা বাসমতি চাউল ২০০ থেকে ২৫০ টাকা।
- ১ কেজি পাকিস্তানি বাসমতি চাউল ৩০০ থেকে ৩২০ টাকা।
আপনি জেনে নিন কোন ধরনের চাউল আপনার প্রয়োজন এবং কি রান্না করবেন। এর উপর নির্ভর করে কিনতে পারেন।
বাসমতি চালের দাম ২৫ কেজি ২০২৪
বাংলাদেশে বিভিন্ন কোম্পানি চাউলের মধ্যে। কহিনুর বাসমতি চাউলের দাম সবচেয়ে বেশি। এক কেজি বা ২ কেজি খোলা অথবা প্যাকেটজাত চাউলের থেকে। ২৫ কেজি ক্রয় করলে কিছুটা কম দামে ক্রয় করা যায়। সাধারণত খোলা বাসমতি চালের দাম ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে এবং প্যাকেটজাত বাসমতি চালের দাম ৩০০ থেকে ৩২৫ টাকার মধ্যে পাওয়া যায়।
তাহলে বিভিন্ন কোম্পানির ২৫ কেজি চাউলের দাম কত? খোলা বাসমতি ২৫ কেজি চাউলের দাম ৫০০০ টাকা। যেহেতু ২৫ কেজি চাউল এক্ষেত্রে কিছু কম দামে ক্রয় করতে পারবেন। প্যাকেটজাত বাসমতি ২৫ কেজি চাউলের দাম বিভিন্ন কোম্পানি অনুযায়ী এবং পাকিস্তানি বাসমতি চাউল ৭৫০০ টাকা। যেহেতু ২৫ কেজি চাউল ক্রয় করবেন। তাহলে অনেকটাই কম দামে কিনতে পারবে।
বাসমতি চালের দাম ৫০ কেজি
যদি ৫০ কেজি বাসমতি চাল ক্রয় করতে চান। তাহলে কম দামে অর্থাৎ খোলা চাউল ২০০ থেকে ২২০ টাকার থেকে কম দামে ক্রয় করতে পারবেন। খোলা বাসমতি চাউল ২০০ টাকা ধরে ৫০ কেজির চাউলের দাম ১০ হাজার টাকা। বিভিন্ন কোম্পানির এবং পাকিস্তানি চাউল ৩০০ টাকা ধরে ৫০ কেজির দাম ১৫০০০ টাকা।
প্রাণ বাসমতি চালের দাম
বাংলাদেশের জনপ্রিয় কোম্পানির মধ্যে প্রাণ কোম্পানি একটি। এই কোম্পানি বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন পণ্যের মাধ্যমে। ভালো মানের বাসমতি চাল ক্রয়ের ক্ষেত্রে প্রাণ কোম্পানি অন্যতম। প্রাণ কোম্পানির এক কেজি প্যাকেটজাত বাসমতি চাউলের দাম ৩০০ টাকা। চাউলের দাম বেড়ে গেলে ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে পাওয়া যায়।
বাসমতি চালের দাম প্রতি কেজি
বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বাসমতি চাউল রয়েছে। প্রত্যেক কোম্পানির চাউল এর দাম ভিন্ন। আপনি নিম্নমানের এবং উন্নত মানের চাউল পাবেন। আপনি যে চাউল কিনবেন তার উপর নির্ভর করবে। ভালো মানের চাউল দাম নিম্নমানের চাউল এর থেকে বেশি লাগবে। সাধারণত খোলা এক কেজি বাসমতি চাউল ২০০ থেকে ২৫০ টাকা। এবং প্যাকেটজাত বাসমতি চাউল ৩০০ থেকে ৩২০ টাকা।
পাকিস্তানি বাসমতি চালের দাম
বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বাসমতি চাউল আমদানি করা হয়। এরমধ্যে পাকিস্তানি বাসমতি চাউল অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। চাহিদা বেশি হওয়ায় অনেক ব্যবসায়ী সঠিক মূল্যের থেকে বেশি দাম রাখে। এর ফলে ক্রেতাদের বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে। পাকিস্তানের এক কেজি চাউল বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। জায়গা ভেদে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা। তবে ৩০০ থেকে ৩২০ টাকায় ক্রয় করতে পারবেন।
- পাকিস্তানি ১ কেজি বাসমতি চাউল ৩০০ টাকা।
- পাকিস্তানি ২ কেজি বাসমতি চাউল ৬০০ টাকা।
- পাকিস্তানি ৪ কেজি বাসমতি চাউল ১২০০ টাকা।
- পাকিস্তানি ৫ কেজি বাসমতি চাউল ১৫০০ টাকা।
পাকিস্তানি বাসমতি চালের দাম ২০২৪
ভালো মানের পাকিস্তানি বাসমতি চাউল ক্রয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করে কিনুন। কেননা অনেক অসাধু ব্যবসায়ী সঠিক মূল্যের থেকে বেশি দামে বিক্রি করে থাকে এবং নিম্নমানের চাউল দেয়। পাকিস্তানি বাসমতি চাউলের বিরিয়ানি এবং পোলাও রান্নায় অনেকটাই সুস্বাদু এবং ঘ্রাণ হয়। যা প্রতি কেজি চাউল ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা চাউলের দাম ২০০ থেকে ২২০ টাকায় পাওয়া যায়। খোলা চাউলের মধ্যেও নিম্নমানের এবং উন্নত মানের আছে। চাউলের উপর নির্ভর করে দাম কম বেশি হয়ে থাকে।
বাংলাদেশি বাসমতি চালের দাম
বাংলাদেশে বাসমতি চাউলের চাহিদা থাকায়। বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এর মধ্যে অন্যতম পাকিস্তানি বাসমতি চাউল। বাংলাদেশের খোলা চাউলের দাম ২০০ থেকে ২৫০ টাকা। এবং প্যাকেট জাত চাউল ৩০০ থেকে ৩২০ টাকা। জায়গা বেদে এর থেকে কম বেশি বিক্রি করা হয়।
এখানে বাংলাদেশের খোলা বাসমতি চাউল এবং পাকিস্তানি বাসমতি চাউল এর দাম উল্লেখ করা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন।
আরও দেখুনঃ