আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করা হয়। তাই আপনি যদি সেখানে অমর একুশ নিয়ে কবিতা আবৃত্তি করতে চান। তাহলে আপনাকে অবশ্যই দারুণ কিছু শব্দ ব্যবহার করে একুশে ফেব্রুয়ারি কবিতা তৈরি …

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করা হয়। তাই আপনি যদি সেখানে অমর একুশ নিয়ে কবিতা আবৃত্তি করতে চান। তাহলে আপনাকে অবশ্যই দারুণ কিছু শব্দ ব্যবহার করে একুশে ফেব্রুয়ারি কবিতা তৈরি করতে হবে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তি একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা রচনা করে গেছেন। আপনাদের জন্য আজকের এই পোস্টে আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতা দেওয়া হয়েছে। আরও জানতে পারবেন বিভিন্ন নতুন নতুন ফেব্রুয়ারি কবিতার বিস্তারিত তথ্য।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কবিতা

কবি: আবদুল গাফফার চৌধুরী (প্রকাশ: ১৯৫২ সালে ‘কবিতা’ পত্রিকায়)

কবিতা:

আমার ভাইয়ের র*ক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?

শহীদ তোমাদের র*ক্তে
বাংলার মাটি ফুলে ফলে,
শোষণের শৃঙ্খল ভেঙে
জাগে নবজাগরণ।

ভাষার জন্য জীবন দান
করেছ তুমি যে,
সেই তোমার আত্মত্যাগ
চিরদিন হবে স্মরণীয়।

তোমাদের আত্মত্যাগ
নিষ্ফল হবে না,
বাংলা ভাষা হবে
বিশ্বের সকল ভাষার সমান।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ( নতুন কবিতা )

কবিতা:

আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমার দেশের ভাষা দিবস, আমার গর্বের দিন।

সেই দিনে
বুকে গুলি খেয়ে
শহীদ হয়েছিল
অনেক নবীন যুবক।

তাদের বলিদান
আমাদের দেখিয়ে দিয়েছে
ভাষার মূল্য
এবং গুরুত্ব।

আজ
আমরা সকলে
শ্রদ্ধা সহকারে
স্মরণ করি
সেই শহীদ বীর যোদ্ধাদের।

আমরা শপথ করি
তাদের আদর্শ ধারণ করে
আমাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করবো।

একুশে ফেব্রুয়ারি
শুধু একটি দিন নয়,
এটি একটি অনুপ্রেরণা,
একটি আত্মত্যাগের প্রতীক।

আসুন আমরা সকলে
এই দিনটি উদযাপন করি
গর্ব ও সম্মানের সাথে।

জয় বাংলা! জয় ভাষা! শুভ একুশে ফেব্রুয়ারি!

এখানে দেখুনঃ ২১ শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্য ও ভাষণ ২০২৪

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

এখানে আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি সম্পূর্ণ কবিতা দেওয়া হয়েছেঃ

আমার ভায়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র,

শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

  • গানঃ আমার ভাইয়ের র*ক্তে রাঙানো
  • শিল্পীঃ সমবেত সংগীত
  • সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
  • গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী

একুশে ফেব্রুয়ারি কবিতা

আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমার দেশের ভাষা দিবস, অমর একুশে।

বুকের র*ক্তে লিখেছিলেন তারা ভাষার দাবি,
স্বাধীনতার গান গেয়েছিলেন, ছিনিয়ে নেওয়া বাঁশি।

শহীদদের র*ক্তে রাঙানো মাটি,
স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যারা, অমর এই দিনটি।

বাংলার ভাষা, আমার গর্ব,
এই ভাষায় লিখি, এই ভাষায় গাই, এই ভাষায় বলি।

একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি,
তাদের ত্যাগের স্মরণে, আমরা চিরকৃতজ্ঞ।

ভাষা আমাদের অধিকার,
ভাষা আমাদের জীবন,
ভাষা আমাদের মুক্তি।

একুশে ফেব্রুয়ারি, অমর একুশে,
বাংলার ভাষা, আমার গর্ব।

এই কবিতাটিতে আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। তাদের ত্যাগের কথা স্মরণ করেছি ও বাংলা ভাষার প্রতি আমার গর্ব প্রকাশ করেছি। আরও নতুন নতুন একুশে ফেব্রুয়ারি কবিতা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ

২১ শে ফেব্রুয়ারি কবিতা | ভাষার ছোট কবিতা | একুশে ফেব্রুয়ারি কবিতা

Leave a Comment