কানাডা ভিসা আবেদন ফরম 2024 | কানাডা ভিসা কত টাকা

উন্নত যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের মধ্যে কানাডা একটি। কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে আগ্রহী প্রকাশ করে অনেকেই। কাজের জন্য, পড়াশোনা করার জন্য, বসবাস করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, ভ্রমণ করার জন্য, …

কানাডা ভিসা আবেদন ফরম

উন্নত যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের মধ্যে কানাডা একটি। কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে আগ্রহী প্রকাশ করে অনেকেই। কাজের জন্য, পড়াশোনা করার জন্য, বসবাস করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, ভ্রমণ করার জন্য, কর্মসংস্থান গড়ে তোলার জন্য। কানাডা ভিসা আবেদন করার জন্য জানতে হবে কি প্রয়োজন এবং কোন ক্যাটাগরের ভিসা লাগবে। এখানে ভিসার ক্যাটাগরি, ভিসা করতে কত টাকা লাগবে এবং ভিসা কেন্দ্র তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশ এজেন্ট এর তথ্য প্রকাশ করা হয়েছে।

তাই আপনি যদি কানাডা ভিসা আবেদন করতে চান। হতে পারে তা কর্মসংস্থানের উদ্দেশ্যে বা স্টুডেন্ট ভিসার জন্য। এখানে কানাডা আবেদন করার নিয়ম দেখানো হয়েছে। আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। তাদের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কানাডা ভিসা আবেদন করার নিয়ম দেখে নিন।

কানাডা ভিসা আবেদন ফরম

কানাডা ভিসা আবেদন করার জন্য। আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর, যে সকল তথ্য প্রদান করতে হবে। তা হয়তো আপনার জানা নেই। এজন্য জানতে চাচ্ছেন কানাডা ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। তার আগে জেনে নেওয়া যাক। কানাডার যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। সেই ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবেন।

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৪

কানাডা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে। এরপর সার্চ বক্সে লিখুন canada.ca এবং অনুসন্ধান করুন। অথবা আপনি চাইলে আমাদের এই পোস্টে থাকা canada.ca লিংকে ক্লিক করতে পারেন। তাহলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ইংলিশ ভাষা সিলেক্ট করুন। তাহলে খুব সহজেই বুঝতে পারবেন।

কানাডা ভিসা আবেদনের জন্য কি কি লাগে

কানাডা ভিসা আবেদন করার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন হবে। এ সকল কাগজপত্র ও কিছু যোগ্যতা থাকলে। কানাডা ভিসা আবেদন করতে পারবো। কি প্রয়োজন হবে তা উল্লেখ করা হলো।

  • ভিসা তৈরির নির্দিষ্ট ফি দিতে হবে।
  • সর্বনিম্ন ৬ মাসের বৈধ পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
  • ভিসা আবেদনের প্রিন্ট কপি লাগবে।
  • মেডিকেল রিপোর্ট লাগবে।
  • পরিচয় পত্র জমা দিতে হবে।
  • IELTS/TOEFL সার্টিফিকেট লাগবে। যার স্কোর সর্বনিম্ন ৬ থাকতে হবে।
  • ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বে ফিরে আসার প্রতিশ্রুতি পত্র দিতে হবে।
  • কানাডিয়ান কনসুলেট থেকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি।
  • আর্থিক উৎসের প্রমাণ দিতে হবে।

এছাড়াও আরো কিছু তথ্য প্রদান করতে হতে পারে। যা ভিসার কেন্দ্র থেকে সহজেই জানতে পারবেন।

কানাডা ভিসা আবেদন করার নিয়ম

ভিসা আবেদন করতে যা করতে হবে তা এখান থেকে দেখে নিন।

  • ভিসা আবেদন করতে এখানে https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/work-canada.html প্রবেশ করুন। তাহলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আবেদন করার পূর্বে যে সকল কাগজপত্র লাগবে তা সংগ্রহ করে নিন।
  • এরপর আপনার ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া হবে।
  • এখানে work in canada ক্লিক করুন তাহলে একটি ফর্ম আসবে এই ফর্মটি পূরণ করতে হবে।
  • এখন meenu লক্ষ্য করুন এবং ক্লিক করুন। Immigration and citizenship এ যান।
  • এখন ডান দিকে লক্ষ্য করুন। এখানে উল্লেখিত sign in or create an account to apply online এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • একাউন্ট তৈরিতে ইমেইল ব্যবহার করতে হবে। ইমেইলে কোড এর মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করুন।
  • এরপর find and application form এ ক্লিক করে। আপনার পছন্দের ভিসা জন্য আবেদন করুন।
  • এরপর পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র উক্ত ফর্মটি আপলোড করতে হবে।
  • এখন আবেদন সম্পূর্ণ করার পর। তাদের নির্দিষ্ট ফি দিতে হবে। এজন্য pay your fees এখানে ক্লিক করুন। ইন্টারন্যাশনাল ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিন।

কানাডা শ্রমিক ভিসা আবেদন

কানাডা বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রমিক ভিসা। অনেকেই এই ভিসায় কাজের জন্য আগ্রহী প্রকাশ করে। বাংলাদেশ থেকে যারা কানাডায় এই ভিসায় যেতে আগ্রহী। তারা চাইলে অনলাইন এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবে। অথবা কোন এজেন্সি বা দালালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কানাডা কৃষি ভিসা আবেদন

অধিকাংশ দেশেই কৃষি কাজের প্রতি বেশি গুরুত্ব থাকে। যারা কানাডা কৃষি কাজের জন্য আবেদন করতে চান। আবেদন করতে পারবেন। কৃষি কাজের জন্য কানাডা থেকে ভিসা দেয়া হয়। আপনি যদি কৃষি কাজের জন্য ভিসা আবেদন করতে চান। তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা কোন এজেন্সি বা দালালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কানাডা ভিসা ক্যাটাগরি

কানাডায় যেতে ভিসার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসার ক্যাটাগরি হল ভিসার ধরন। কোন কাজের ভিসা সংগ্রহ করতে চাচ্ছেন, তা বাছাই করে। ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভিসার প্রকারভেদে, কানাডার ভিসা পাঁচ ধরনের হয়ে থাকে। যেমন;

  1. কানাডা ওয়ার্ক পারমিট ভিসা।
  2. কানাডা টুরিস্ট বা ভিজিট ভিসা।
  3. কানাডা স্টুডেন্ট ভিসা।
  4. কানাডা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা।
  5. কানাডা ফ্যামিলি স্পন্সারসিভ ভিসা।
ভিসার ধরন উদ্দেশ্য বিবরণ আনুমানিক ভিসা খরচ (CAD)
টুরিস্ট ভিসা কানাডায় ভ্রমণ করা কানাডায় ৯০ দিন পর্যন্ত অবস্থান করার অনুমতি দেয়। $100 থেকে $200
স্টাডি পারমিট কানাডায় পড়াশোনা করা কানাডায় নির্দিষ্ট সময়ের জন্য পড়াশোনা করার অনুমতি দেয়। $150 থেকে $250
ওয়ার্ক পারমিট কানাডায় কাজ করা কানাডায় নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি দেয়। $150 থেকে $250
স্থায়ী বসবাস ভিসা কানাডায় স্থায়ীভাবে বসবাস কানাডায় স্থায়ীভাবে বসবাস, কাজ করার, এবং নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেয়। $1,000 থেকে $2,000

এ সকল ক্যাটাগরিতে আরও বেশ কিছু ভিসা রয়েছে। যেমন বাংলাদেশ থেকে অনেকেই কানাডায় কর্মসংস্থান গড়ে তুলেছে। যে সকল ভিসা রয়েছে।
যেমন;

  • শ্রমিক ভিসা।
  • কৃষি ভিসা।
  • ড্রাইভিং ভিসা।
  • ইমিগ্রেশন ভিসা।
  • জব ভিসা।
  • বিজনেস ভিসা।
  • ফ্রি ভিসা।

কানাডা ভিসা আবেদন কেন্দ্র

কানাডা ভিসা অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে করতে পারেন। অথবা সরাসরি আবেদন কেন্দ্রে গিয়ে আবেদন করতে চান তাও করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আবেদন করে আসতে পারবেন। বাংলাদেশের তিনটি কানাডা ভিসা আবেদন কেন্দ্র আছে যা উল্লেখ করা হলো।

কানাডা ভিসা কত টাকা

বিভিন্ন ক্যাটাগরি ভেদে ভিসার দাম নির্ধারণ করা হয়। আপনি কোন উদ্দেশ্যে ভিসা তৈরি করছেন। তার উপর নির্ভর করে ভিসা টাকা লাগবে। যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই কর্মসংস্থান গড়ে তুলেছে। আপনি যদি কর্মসংস্থানের জন্য ভিসা করতে চান। তাহলে করতে পারবেন। কানাডা ভিসা টাকা সহ কানাডায় যেতে চার লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। যদি কারো মাধ্যমে ভিসা তৈরি করে নেওয়া যায়। তাহলে আরো কম লাগবে। ভিসা তৈরি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।

এখানে কানাডা ভিসা আবেদন ফরম সম্পর্কে উল্লেখ করা হয়েছে, আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে।

আরও দেখুনঃ

মালয়েশিয়া ভিসা আবেদন করার নিয়ম ২০২৪ | ভিজিট ভিসা, ফ্যাক্টরি ভিসা ও কলিং ভিসা

কাতার ভিসা চেক করার নিয়ম 2024

Leave a Comment