কাশি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। অনেকের অনেক ধরনের কাশি রয়েছে। কাশির সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এ ব্লগ।আশা করি ব্লগটি পড়ে কাশির রোগীরা কাশি রোগ থেকে নিরাময় পাবেন এবং যাদের কাশি নেই তারাও সতর্ক হতে পারবেন। কাশি হলেই আমাদের মাথায় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খায়। কাশি বেশিদিন যাবত হলে যক্ষা হলো কিনা? কাশি নিরাময়ের জন্য কোন ঔষধ খেলে ভালো হবে, কাশির ঔষুধের ফলে সাইড ইফেক্ট আছে কিনা আরো অনেক কিছু। চলুন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক।
কাশি হওয়ার কারণ
কাশি হওয়ার নানা কারণ রয়েছে। অতিরিক্ত গরম, ধুলাবালি, ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে কাশি হতে পারে। অতিরিক্ত গরম গা ঘেমে ঠান্ডা জ্বর কাশিও হতে পারে যা বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে। এজন্য আমাদের উচিত ঘামা শরীরে গোসল না করা। হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য কাশি হতে পারে।
দীর্ঘদিনের ধূমপানের জন্য কাশি হয়। দীর্ঘদিন তামাদ্রব্য ব্যবহারের ফলে ধূমপাইদের শ্বাসনালী ও ফুসফুসে যে সমস্ত রাসায়নিক প্রবেশ করে তার থেকে মুক্তি পেতে শরীর স্বাভাবিক প্রতিক্রিয়া করে যার ফলে সুষ্ক কাশি দেখা দেয়।
কাশির ঔষধ এর নাম
আমাদের অনেকের মনে প্রশ্ন কাশি হলে কি ওষুধ খাব? নিচে কাশির ওষুধের নাম গুলো উল্লেখ করা হলো:
- Keto A 100
- Sendo 5mg
- Ambrox 75SR
- Fexo 120
- Encilor 10mg
- Klarix
- Brolyt 3mg
- Askorel SR 50mg
স্কয়ার কাশির ঔষধের নাম
স্কয়ার কোম্পানি বিভিন্ন ধরনের কাশির ঔষধ বাজারে প্রকাশ করেছে। আপনারা চাইলে নিম্নে উল্লেখিত কাশির ওষুধগুলো কিনে খেতে পারেন।
- Keto A 100
- Fexo 120
- Ambrox
- Klarix
- Axodin 180
- Encilor 10mg
কাশির সিরাপ এর নাম ও মূল্য
বাংলাদেশ কাশির সিরাপ ও বড়দের কাছে সিরাপের নামগুলো হল :
পিউরিসাল সিরাপ: পিউরিসাল সিরাপ খুবই কার্যকরি। সিরাপটি বড় ছোট ভাই খেতে পারবে। তবে গর্ভবতী নারীরা এই সিরাপ খেতে পারবেন না।
এডোভাস সিরাপ: স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর সরাপ হলো এই এডোভাস সিরাপ। স্কয়ার কোম্পানি শুনলেই মনে হয় ও সত্যি খুব ভালো হবে। এডোভাস সিরাপটি খুবই ভালো মানের একটি সিরাপ।সিরাপ কি সম্পূর্ণ ভেজো সুদ বৃদ্ধি দ্বারা তৈরি। সিরাপের মূল্য ১০০ মিলি ৭০ টাকা ও ২০০ মিলি ১১০ টাকা।
অফকফ সিরাপঃ সিরাপটি সাধারণত ঠান্ডা, জ্বর, কাশির জন্য ব্যবহার করা হয়। শুকনো কফ দূর করতে এই সিরাপের জুরি নেই।
তুসকা প্লাস সিরাপঃ তুসকা প্লাস সিরাপটি স্কায়ার কোম্পানির একটি ওষুধ। শুষ্ক কাশি, গলা ব্যথা, বুকে কফ জমাট বাধা এ ধরনের সমস্যার জন্য তুসকা প্লাস সিরাপটি সাজেশন করা হয়। বর্তমানে এর বাজার মূল্য ১০০ মিলি ৮০ টাকা।
আরও জানুনঃ বড়দের কাশির সিরাপ এর নাম বাংলাদেশ | শুষ্ক কাশির ঔষধের নাম
টমিফেন সিরাপঃ টমিফেন সিরাপটি যাদের শুষ্ক কাশি ও তীব্র কাশি হয়ে থাকে তাদের জন্য। টমিফেন সিরাপ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। শরীর ঝিমঝিম ভাব, বমি বমি ভাব, অস্থিরতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সিরাপটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই সর্বোত্তম।
বাচ্চাদের কাশির সিরাপের নাম
বর্তমানে ছোট ছেলেমেয়েদের জন্য বাজারে বিভিন্ন ধরনের কাশির সিরাপ পাওয়া যাচ্ছে। নিচে উল্লেখ করা হয়েছে কি ধরনের কাশির সিরাপ বাচ্চাদের জন্য বাজারে পাওয়া যাবে।
- Remocof
- Adolef
- Adovas
- Ecof
- Tusca plus
শুকনো কাশির সিরাপের নাম
কাশির বিভিন্ন ধরনের মধ্যে শুকনাকাশি অনেক বির*ক্ত কর। আপনাদের যাদের শুকনো কাশি রয়েছে, আপনারা চাইলে নিচে উল্লেখিত সিরাপ গুলো বাজার থেকে কিনে খেতে পারেন।
- Abex
- Madhuvas
- Ocof
- Nectar
কাশি দূর করার উপায়
কাশি হলেই যে আপনাকে এন্টিবায়োটিক খেতে হবে এমন নয়। খুশখুসে কাশি, শুষ্ক কাশি, বুকে কফ জমার এ ধরনের সমস্যার জন্য ঘরোয়া কিছু উপাদান রয়েছে।
- মধু: মধু হলো অনেক রোগের মহা ঔষধ। এক গ্লাস গরম দুধের সাথে দুই চামচ পরিমাণ মধু মিক্সড করে রাতে ঘুমানোর আগে পান করলে কাশি কমে যায় গরম দুধের ব্যবস্থা না হলে গরম পানিতে এক চামচ গোলমরিচের গুড় ও এক চামচ মধু মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।
তুলসী পাতা: তুলসী পাতা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। তুলসী পাতা রস করে সাথে দুই তিন ফোঁটা মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে কাশি ভালো হয়।
বাসক পাতা: বাসক পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে উক্ত সিদ্ধ পানি কুসুম গরম থাকা অবস্থায় খেলে কাশি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।
লবঙ্গ: খুশখুসে কাশি দূর করতে লবঙ্গ অনেক ভালো কাজে দেয়। লবঙ্গ মুখের মধ্যে রেখে দিন মাঝে মাঝে দাঁত দিয়ে হালকা চেপে রস খেয়ে ফেলুন। এতে খুশখুসে কাশি দূর হয়ে যাবে।
জিজ্ঞাসা ও উত্তর
প্রশ্নঃ কাশি হলে কি ঔষধ খাব
উত্তরঃ Keto A 100, Sendo 5mg, Ambrox 75SR, Fexo 120, Encilor 10mg ও Klarix খেতে পারেন। চাইলে কাশির সিরাপও খেতে পারেন।
প্রশ্নঃ কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম?
উত্তরঃ ইতিমধ্যে উত্তর দেওয়া হয়েছে জানতে এখানে প্রবেশ করুন।
প্রশ্নঃ শুষ্ক কাশির ঔষধের নাম?
উত্তরঃ দারুণ কিছু শুষ্ক কাশির ঔষধের নাম জানতে এখানে প্রবেশ করুন।
প্রশ্নঃ শুকনো কাশির জন্য কোন সিরাপ ভালো?
উত্তরঃ অনেক গুলো ভাল সিরাপ রয়েছে। যেমনঃ পিউরিসাল সিরাপ, এডোভাস সিরাপ, অফকফ সিরাপ ও তুসকা প্লাস সিরাপ। আরও সিরাপ এর নাম জানতে এখানে প্রবেশ করুন।
প্রশ্নঃ এডোভাস সিরাপ কি কাজ করে?
উত্তরঃ শুকন কাশি, বুকে সর্দি, কফ জমা দূর করার জন্য কাজ করে।
আজকের ব্লগটি থেকে জানতে পারলাম কাশি কিভাবে ছড়ায়, কাশির অনেক ধরনের ওষুধের নাম। কোন ঔষধ কিভাবে খেতে হবে ঔষধের মূল্য। এছাড়াও জেনেছি কিছু ঘরোয়া পদ্ধতি কাশি দূর করার। আশা করি ব্লগটি পরে আপনার উপকৃত হবেন, ধন্যবাদ।
আরও দেখুনঃ
টনসিল এর ঔষধ | গলা ব্যাথার ঔষধের নাম ও ঘরোয়া চিকিৎসা
চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর নাম
Fexo 120 এর কাজ কি? খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ও সর্তকতা
সুন্দর আর্টিকেল 🤍 ধন্যবাদ tipspoka.com