ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ২০২৫ | দেখুন বিমানের সময়সূচি

এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য যানবাহনের সাহায্য নিতে হয়। বিশেষ করে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য বাস অথবা ট্রেনের সাহায্য নিতে হয়। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহন তৈরি করার কারণে দ্রুত কাঙ্খিত স্থানে …

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত

এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য যানবাহনের সাহায্য নিতে হয়। বিশেষ করে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য বাস অথবা ট্রেনের সাহায্য নিতে হয়। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহন তৈরি করার কারণে দ্রুত কাঙ্খিত স্থানে পৌঁছানো যায়। যারা ভ্রমণ করে অভ্যস্ত, কক্সবাজার ভ্রমণ করে থাকে। তারা জানে বাসে বসে থাকা কতটা কষ্টদায়ক। যাতায়াতের ক্ষেত্রে বিমান উন্নত মাত্রা এনে দিয়েছে। ফলে কক্সবাজারে ভ্রমণ করা আরো সহজ হয়ে উঠেছে। বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আন্তর্জাতিকভাবে বিমানব্যাবস্থা চালু হয়েছে।

আপনি চাইলে অল্প টাকায় খুব সহজেই ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন। আপনারা অনেকেই বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিটের ভাড়া এবং যাতায়াতের সময়সূচি জানতে চাচ্ছেন। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কক্সবাজার কয়েকটি এয়ারলাইন্সের বিমান চলাচল করে। সেই অনুযায়ী আজকে এই পোস্টে কক্সবাজার যেতে বিমান ভাড়া কত এবং সময়সূচী এখান দেখে নিতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার যেতে বিমান ভাড়া কত দেখে নিন।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া

ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ। এই প্রত্যেকটি এয়ারলাইন্সের বিমানের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। বিমান ভিত্তিক টাকা কমবেশি হতে পারে। আরেকটি বিষয়ে খেয়াল রাখা উচিত যেহেতু যানবাহনে যাতায়াতে অনেক সময় লাগে প্রায় ১০ ঘন্টার কাছাকাছি। অপরদিকে বিমানের মাধ্যমে পৌছাতে পারবেন দুই ঘন্টার মধ্যে। যেহেতু বিমানে অনেকেই শখের বসে ভ্রমণ করবে। তাই যানবাহনের থেকে বিমান ভাড়া অনেক বেশি দিতে হবে।

ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচি

কক্সবাজার যাওয়ার পূর্বে বিমানবন্দরে পৌঁছাতে হবে টিকিট সংগ্রহ করতে হবে এবং সময়সূচি জানতে হবে। বিমানে ভ্রমণ করার ক্ষেত্রে সময়সূচি জানা অবশ্যই জরুরী। কারণ যে কোন যানবাহনের মাধ্যমে যাতায়াতের পূর্বে এর সময়সূচি সম্পর্কে জানতে হয়। ঢাকা থেকে কক্সবাজার বিমানের যাতায়াতের সময়সূচী এখান থেকে দেখে নিতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সময়সূচী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদিন ১টি ফ্লাইট ও সপ্তাহে ৬ টি ফ্লাইট। ঢাকা থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে ঢাকা প্রতিদিন যাতায়াত করে। এখানে বিমানের সময়সূচি দেওয়া হয়েছে।

  • ফ্লাইট নং BG:433 ঢাকা থেকে টেক অফের সময় ১১:০০ (সকাল),
  • ফ্লাইট নং BG:434 কক্সবাজার থেকে টেক অফের সময় ১২:৩৫ (দুপুর)

রিজেন্ট এয়ারওয়েজ এর সময়সূচী

রিজেন্ট এয়ারওয়েজ অনেক জনপ্রিয় হওয়াতে। এই এয়ারওয়েজের মাধ্যমে অনেকেই ভ্রমণ করে থাকে। নিয়মিত দুইটি ফ্লাইট ও সপ্তাহে মোট ১৪ টি ফ্লাইট পরিচালনা করে। ঢাকা থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে থাকে।

  • ফ্লাইট নং RX:0741 ঢাকা থেকে টেক অফ এর সময় ১০:১৫ (সকাল),
  • ফ্লাইট নং RX0742 কক্সবাজার থেকে টেক অফের সময় ১১:৪৫ (সকাল)
  • ফ্লাইট নং RX:0741 ঢাকা থেকে টেক অফের সময় ১:২০ (দুপুর),
  • ফ্লাইট নং RX:0742 কক্সবাজার থেকে টেক অফের সময় ২:৫০ (দুপুর)

বিমানের টিকেটের তারিখ পরিবর্তন | অনলাইনে টিকেট তারিখ পরিবর্তন

ইউএস বাংলা এয়ারলাইন্স এর সময়সূচি

ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিয়মিত দুটি ফ্লাইট এবং সপ্তাহে ১৪ টি ফ্লাইট। ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে থাকে। রিজেন্ট এয়ারওয়েজ এর মত প্রতিদিন দুটি ফ্লাইট চলাচল করে।

  • ফ্লাইট নং BS:141 ঢাকা থেকে টেক অফের সময় ১০:৪০ (সকাল),
  • ফ্লাইট নং BS:142 কক্সবাজার থেকে টেক অফের সময় ১২:০৫ (দুপুর)
  • ফ্লাইট নং BS:145 ঢাকা থেকে টেক অফের সময় ২:৪৫ (দুপুর),
  • ফ্লাইট নং BS:146 কক্সবাজার থেকে টেক অফের সময় ৪:১০ (বিকাল)

নভোএয়ার বিমান এর সময়সূচি

নভোএয়ার এয়ারলাইন্সের নিয়মিত ৮ টি ফ্লাইট এবং সপ্তাহে ৫৬ টি ফ্লাইট চলমান রয়েছে। এই এয়ারলাইন্স এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার টেক অফের সময় দেখে নিন।

  • ফ্লাইট নং VQ:921 ঢাকা থেকে টেক অফের সময় ৭:৩০ (সকাল),
  • ফ্লাইট নং VQ:922 কক্সবাজার থেকে টেক অফের সময় ৯:০৫ (সকাল)
  • ফ্লাইট নং VQ:923 ঢাকা থেকে টেক অফের সময় ৮:২০ (সকাল),
  • ফ্লাইট নং VQ:924 কক্সবাজার থেকে টেক অফের সময় ৯:৫৫ (সকাল)
  • ফ্লাইট নং VQ 925 ঢাকা থেকে টেক অফের সময় ৯:১০ (সকাল),
  • ফ্লাইট নং VQ:926 কক্সবাজার থেকে টেক অফের সময় ১০:৪৫ (সকাল)
  • ফ্লাইট নং VQ:927 ঢাকা থেকে টেক অফের সময় ১০:২০ (সকাল)’
  • ফ্লাইট নং VQ:928 কক্সবাজার থেকে টেক অফের সময় ১১:৫৫ (সকাল)
  • ফ্লাইট নং VQ:929 ঢাকা থেকে টেক অফের সময় ১২:৩০ (দুপুর),
  • ফ্লাইট নং VQ:930 কক্সবাজার থেকে টেক অফের সময় ২:০৫ (দুপুর)
  • ফ্লাইট নং VQ:931 ঢাকা থেকে টেক অফের সময় ১:২০ (দুপুর),
  • ফ্লাইট নং VQ:932 কক্সবাজার থেকে টেক অফের সময় ২:৫৫ (দুপুর)
  • ফ্লাইট নং VQ:933 ঢাকা থেকে টেক অফের সময় 2:00 (দুপুর),
  • ফ্লাইট নং VQ:934 কক্সবাজার থেকে টেক অফের সময় ৩:৩৫ (দুপুর)
  • ফ্লাইট নং VQ:935 ঢাকা থেকে টেক অফের সময় ৫:৩০ (বিকাল),
  • ফ্লাইট নং VQ:936 কক্সবাজার থেকে টেক অফের সময় ৬:০৫ (সন্ধ্যা)

ঢাকা থেকে কক্সবাজার যে সকল এয়ারলাইন্স এর বিমান যাতায়াত করে। উল্লেখযোগ্য যে এই এয়ারলাইন্স গুলো তাদের সময় অনুযায়ী এবং পরিস্থিতির উপর নির্ভর করে যাতায়াতের সময়সূচী সম্ভবনা পরিবর্তন করতে পারে।

ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া কত

ঢাকা থেকে আপনি কক্সবাজারে কয়েকটি মাধ্যমে যেতে পারবেন। যেমনঃ যানবাহন, ট্রেন ও বিমান। বিমান ভাড়া থেকে যানবাহন ও ট্রেনের ভাড়া অনেক কম। তবে পর্যটক মৌসুম অনুযায়ী বাস ভিত্তিক ও ট্রেন ভিত্তিক ভাড়া কম বেশি হয়ে থাকে। কারণ পর্যটক মৌসুমে পর্যটকদের যাতায়াত বেশি থাকে। তখন ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। তখন বাস অথবা ট্রেনের মাধ্যমে যাতায়াত অনেক কষ্টদায়ক। এক্ষেত্রে আপনি চাইলে বিমানের মাধ্যমে ভ্রমণ করতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার বিমান ৪৫০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

রিজেন্ট এয়ারওয়েজ বিমান ভাড়া কত

রিজেন্ট এয়ারওয়েজ প্রতিনিয়ত দুটি করে ফ্লাইট রয়েছে। ঢাকা থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে ঢাকা। এই এয়ারওয়েজের সর্বনিম্ন জনপ্রতি ৪০০০ টাকা ও সর্বোচ্চ জন প্রতি ৯৮০০ টাকা।

নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ

কক্সবাজার যাওয়ার জন্য অনেকেই এই এয়ারলাইন্সের সাহায্য নেয়। যারা বিমানে যাতায়াত করতে চান নভোএয়ার মাধ্যমে। প্রতিনিয়ত ৮ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা যাতায়াত হয়। এই এয়ারলাইন্সের সর্বনিম্ন ৩৯০০ টাকা জনপ্রতি ও সর্বোচ্চ ৯০০০ টাকা।

ইউএস বাংলা ঢাকা টু কক্সবাজার প্যাকেজ

ঢাকা থেকে কক্সবাজার ইউ এস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো প্রতিনিয়ত ২ টি যাতায়াত করে। এই এয়ারলাইন্স এর মাধ্যমে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন। সর্বনিম্ন জনপ্রতি ৪২০০ টাকা এবং সর্বোচ্চ ১০,৫০০ টাকা।

ঢাকা টু কক্সবাজার বিমানের টিকিট কত

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার যে সকল এয়ারলাইন্স রয়েছে তার মধ্যে আরেকটি অন্যতম এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাধারণত ঢাকা থেকে কক্সবাজার বিমানের মাধ্যমে যেতে হলে ৪০০০ থেকে ৬০০০ পর্যন্ত টিকিটের দাম হয়ে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কত

অন্যান্য এয়ারলাইন্সের অনুযায়ী এই এয়ারলাইন্সের টাকা একটু বেশি লাগে। এই এয়ারলাইন্স এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন। প্রতিনিয়ত ২ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা যাতায়াত করে। এই এয়ারলাইন্স এর সর্বনিম্ন জনপ্রতি ৩,৫০০ টাকা এবং সর্বোচ্চ ১১,০০০ টাকা।

ঢাকা থেকে কক্সবাজার বিমানে যেতে কি কি লাগে

অনেকের ধারণা ঢাকা থেকে কক্সবাজার যেতে হলে নিজস্ব পাসপোর্ট থাকতে হয়। আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি সকল ধরনের ডমেস্টিক ফ্লাইটে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মাধ্যমে যেতে পারবেন। সে জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে। ঢাকা থেকে কক্সবাজার বিমানের টিকিট ক্রয় করার সময় আপনার এন আই ডি অনুযায়ী তথ্য দিবেন। অন্যদিকে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যাদের মাধ্যমে টিকিট ক্রয় করলে, ডিসকাউন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

  • আপনার ভোটার আইডি কার্ড
  • বিমানে যাওয়ার টিকিট

তবে ব্যাগে এমন কিছু নিবেন না, যেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিষেধ করেছে।

বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে। কক্সবাজার যেতে কত টাকা লাগে এবং সময়সূচি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আরও দেখুনঃ

Leave a Comment