ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা বার্তা

সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। দীর্ঘ ৩০ দিন পরে রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। রমজান মাসের পরে আসে শাওয়াল মাস, শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়। ঈদুল ফিতর সকল …

ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা বার্তা

সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। দীর্ঘ ৩০ দিন পরে রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। রমজান মাসের পরে আসে শাওয়াল মাস, শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়। ঈদুল ফিতর সকল মুসলমান অনেক যাক জমক করে পালন করে। এই ঈদ সকল মুসলমানের কাছে আনন্দের। তাই আপনারা যাতে এই ঈদে কাছের মানুষকে ঈদ মোবারক স্ট্যাটাস শেয়ার করতে পারেন। যার জন্য এখানে ঈদ মোবারক ক্যাপশন ও ছবিসহকারে পোস্ট করার জন্য ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছে। আপনারা নিজের ভালবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুলবেন না।

ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদের আনন্দে আপনাদের জীবন হোক আলোকিত, সুখে-শান্তিতে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত। ঈদের শুভেচ্ছা!

চাঁদের আলোয় ঝলমলে ঈদের দিন,
আপনার জীবন হোক সুখে-শান্তিতে রঙ্গিন। ঈদ মোবারক!

ক্ষমা ও সহানুভূতির এই পবিত্র দিনে,
আমাদের মনে পুষ্পিত হোক ভালোবাসার বীজ। ঈদ মোবারক!

আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে,
আমরা সকলে মিলে গড়ে তুলি সুন্দর পৃথিবী।

ঈদ মোবারক!

ঈদের আনন্দে মুখরিত হোক প্রতিটি ঘর,
সুখে-শান্তিতে ভরে উঠুক আপনার জীবন।

ঈদ মোবারক!

এই ঈদে আল্লাহ আপনার সকল প্রার্থনা কবুল করুন।

ঈদ মোবারক!

ঈদের আনন্দ আপনার জীবনে ছড়িয়ে পড়ুক,
আপনার সকল দুঃখ-কষ্ট দূর হোক।

ঈদ মোবারক!

ভালোবাসায় ভরা ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য। ঈদ মোবারক!

এখানে দেখুনঃ ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও বাংলা নিয়ত 2024

ঈদ মোবারক ক্যাপশন

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
ঈদ মোবারক

সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।
খুশির এই দিনে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
“ঈদ মোবারাক”

ঈদ মোবারক স্ট্যাটাস

দিনে গরম রাতে শীত
সামনে আসছে কুরবানি ঈদ।
সাদা রুটি মাংসের ঝোল,
খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি খুশি
তোমাকে চাই পাশাপাশি

বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন কর

ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
*ঈদ মোবারাক*

রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক

আমার হ্রদয়ের অন্তস্থল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

ঈদ মোবারক ক্যাপশন

আজকে খুশীর বাদ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।
শাওয়াল মাসের চাঁদ দিয়েছে উঁকি,
সবার ঘরে আজ এল খুশির ঈদ।

বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”

ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস

  • সর্বদা থেকো হাসিখুশি, ভুলে যাও খারাপ স্মৃতি,
    চতুর্দিকে ছড়িয়ে দাও খুশির গান,
    এই আশা নিয়েই জানাই তোমায় ঈদের শুভেচ্ছা।
    ঈদ মোবারক
  • ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন, সকলের ঈদ মোবারক!
  • এই ঈদে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হই।
  • ঈদের আনন্দে ভরে উঠুক ঘর-বাড়ি, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে কাটুক আনন্দের এই দিন।
  • ঈদের চাঁদ দেখার সাথে সাথে আপনাদের জীবনে আলো নিয়ে আসুক, ঈদ মোবারক!
  • আছে মাত্র কয়েকদিন ঈদ মোবারক শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিন। আমরা সবাই ভাই ভাই ঈদ মোবারক এর শুভেচ্ছা জানাই।
  • ধনী-গরিব সবাই মিলে একসাথে ভাই, ঈদের আনন্দ উদযাপন করিব এই কামনা করে যাই।
  • পবিত্র মাহে রমজানের পরে ঈদুল ফিতরের ও ঈদুল আযহার সবাইকে জানাই ঈদ মোবারক শুভেচ্ছা।
  • ঈদের উৎসব চলছে সারাদেশে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। “ঈদ মোবারক”

আমরা চেষ্টা করেছি পবিত্র ঈদুল ফিতর নিয়ে দারুন সব স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা বার্তা উপস্থাপন করা। নিজের প্রিয় মানুষদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুলবেন না। কাছের মানুষদের ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাতে ভুলবেন না।

Leave a Comment