ঈদুল ফিতরের শুভেচ্ছা, উক্তি, ছন্দ ও পোস্ট

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল রোজ বুধবার। অন্যদিকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে রমজানের ঈদ পালন করা হবে ১১ এপ্রিল রোজ বৃহস্পতিবার। সকল মুসলমান দীর্ঘ একটি মাস রোজা রাখে …

ঈদুল ফিতরের শুভেচ্ছা, উক্তি, ছন্দ ও পোস্ট

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল রোজ বুধবার। অন্যদিকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে রমজানের ঈদ পালন করা হবে ১১ এপ্রিল রোজ বৃহস্পতিবার। সকল মুসলমান দীর্ঘ একটি মাস রোজা রাখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।রমজান মাস শেষ হলে শাওয়াল মাসের প্রথম দিন সকল মুসলমানের বড় উৎসবের দিন ঈদুল ফিতর। এই দিন সবাই ঈদের নামাজ পড়ে থাকে। অন্যদিকে ঈদ উপলক্ষে ইতিমধ্যে সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করছে। আপনারা চাইলে আপনাদের কাছের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে দারুন সব স্ট্যাটাস ও ক্যাপশন সংগ্রহ করে।

ঈদের ছন্দ

  • ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
  • আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য এই ঈদ আনন্দ, সমৃদ্ধি এবং বরকত নিয়ে আসুক।
  • এই পবিত্র দিনে, আসুন আমরা সকলে মিলে দরিদ্র ও অভাবীদের পাশে দাঁড়াই এবং তাদের সুখ-শান্তিতে ভাগ বসাই।
  • আল্লাহ্‌ আমাদের সকলের গোনাহ মাফ করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নবী করীম (সাঃ) এর সান্নিধ্যে বাস করার তৌফিক দান করুন। ঈদ মোবারক!

ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
  • এই পবিত্র দিনটি আপনার জীবনে আনন্দ, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক!
  • চাঁদের আলোয় ঝলমলে এই ঈদে আপনার জীবন হোক আলোকিত।
  • ঈদের আনন্দে আপনার জীবন হোক পরিপূর্ণ।
  • ঈদের শুভেচ্ছা রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য।
  • ঈদের আনন্দে মেতে উঠুক সকলের মন।
  • ঈদের শুভেচ্ছা জানাই সকলকে।

ঈদের দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ

  • ঈদের নামাজ আদায় করা।
  • একে অপরের সাথে ঈদের আলিঙ্গন বিনিময় করা।
  • ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় করা।
  • গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা।
  • পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ-উৎসব পালন করা।

আশা করি এই ঈদ আপনার জন্য হবে সুখের ও আনন্দের। ঈদ মোবারক!

ঈদ নিয়ে উক্তি

  • ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
  • এই ঈদ আপনার জীবনে আনন্দ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসুক।
  • আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করি। ঈদ মোবারক!
  • বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
    আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
    আসতে যদি নাও পারো,
    ঈদের দাওয়াত গ্রহন করো
    “ঈদ মোবারাক”

ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
    ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
    ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
    ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
    “ঈদ মোবারাক “
  • রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
    তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে ।
    “ঈদ মোবারাক”
  • ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
    তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
    তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
    তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
    “ঈদ মোবারাক”

ঈদের শুভেচ্ছা পোস্ট

নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
“ঈদ মোবারাক”

ঈদুল ফিতরের স্ট্যাটাস

আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও।

ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারাক

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
“ঈদ মোবারাক”

ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশীর দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
“ঈদ মোবারাক”

সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
“ঈদ মোবারক”

আপনার কাছের মানুষদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ভুলবেন না। ঈদ মোবারক সম্পর্কিত নতুন সব স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি পাবেন আমাদের ওয়েবসাইটে। সবার ঈদ ভালো কাটুক এই আশায় সবাইকে ঈদ মোবারক। ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস সংগ্রহ করুন।

আরও দেখুনঃ

ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা বার্তা

Leave a Comment