আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলব খুবই পরিচিত একটি মেডিসিন Fexo 120 mg নিয়ে।আমরা ফার্মেসিতে গেলেই এ মেডিসিনটির নাম শুনে থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা fexo কি? এটা কিসের মেডিসিন, কিভাবে আমাদের দেহে কাজ করে, কোন বয়সে মানুষ মেডিসিনটি ব্যবহার করতে পারবে আর কে করতে পারবে না, আমরা আরো জানবো fexo এর গুনাগুন অপ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে।
Fexo 120 mg কি
ফেক্সোফেনাডিন গোত্রের একটি মেডিসিনের নাম হল fexo।এটি টেবলেট জাতীয় ওষুধ। এর একটি ট্যাবলেট 100mg হাইড্রোক্লোরাই ইউএসপি থাকে। Fexo কে এন্টিহিস্টামিন বলা হয় কারণ এটি এলার্জির লক্ষণগুলির জন্য হিস্টামিন নামক শরীরের রাসায়নিক পদার্থগুলোকে ব্লক করে দেয়। এর প্রধান উপাদান হলো ফেক্সোফেনাডিন।
Fexo 120 কোন কোন রোগের ঔষধ
আসুন আমরা জেনে নেই কি কি সমস্যার জন্য Fexo ব্যবহার করতে পারবো। এলার্জি জাতীয় সমস্যা, নাক দিয়ে পানি, পড়া চোখ লাল হওয়া, চোখের ভিতর চুলকানি, হিচকি ওঠা, শরীর চুলকানো, ঠান্ডা জাতীয় সমস্যা, গলা ব্যথা ইত্যাদি সমস্যা সমাধানের জন্য fexo 120mg ব্যবহার করা হয়।
Fexo 120 এর কাজ কি?
Fexo Fenadine আইডোক্লোরাইড শুনিস তো ভাবে পেরিফেরাল H1কার্যকারিতা রোধ তার একটি এন্টি হিস্টামিন। এটি সেবনের দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা করতে পৌঁছায়। অর্থাৎ fexo খাওয়ার ২-৩ ঘণ্টার মধ্যে প্লাজমার ঘনত্বে পৌঁছে তার কার্যক্রম শুরু করে যার ফলে আমরা এলার্জি জাতীয়, ঠান্ডা জাতীয়, গলা ব্যথা ইত্যাদি রোগ থেকে পরিত্রান পাই।
Fexo 120 খাওয়ার নিয়ম
Fexo বা এন্টিহিস্টামিন ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। এক এক বয়সের মানুষের জন্য এক এক ধরনের ব্যবহার বিধি। চলুন জেনে নেওয়া যাক কোন বয়সের মানুষ কিভাবে এই এন্টিহিস্টামিন ব্যবহার করবে।Fexo ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সর্বোত্তম। কারণ ডাক্তার আপনার রোগ এবং শরীরের কার্যক্ষমতা সবকিছু বিবেচনা করে মেডিসিন সেবনের বিধি দিবেন। আমি শুধু আপনাদের সাধারণ কিছু ধারণা দিতে পারি। যাদের বয়স ৬ থেকে ১১ বছর পর্যন্ত তারা ৩০ মিলিগ্রাম করে দিনে দুইবার সর্বোচ্চ খেতে পারবেন। আর যাদের বয়স ১১ বছরের উপরে তারা দিনে একটি ট্যাবলেট আর অবস্থা বুঝে সর্বোচ্চ দুটি ট্যাবলেট খেতে পারবে। আমি আবারো আপনাদের সতর্ক করে দিচ্ছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই সর্বোত্তম।
Fexo এর পার্শ্ব প্রতিক্রিয়া
Fexo 120mg এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যদিও সব রোগের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক এগুলো দেখা দেয়নি। তবু আপনাদের জানিয়ে রাখছি কারণ এর পার্শ্বপ্রতিক্রিয়া হলে আপনারা যেন ঘাবড়ে না যান। অর্থাৎ এর সাইড ইফেক্ট হলে আপনারা বিচলিত না হয়ে যেন এর সঠিক ব্যবস্থা নিতে পারেন।
সর্তকতা
Fexo 120mg ব্যবহারের আগে কিছু কিছু মানুষকে সতর্ক করা হয়েছে। যারা রেগুলার এলার্জিক মেডিসিন ব্যবহার করেন, যাদের কিডনি বালির বর্জনিত সমস্যা রয়েছে এবং বিশেষ করে গর্ভবতী নারীদের fexo ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে বলা হয়েছে।
Fexo কোথায় পাবেন ও দাম কত
আপনার নিকটস্থ দোকানে পেতে পারেন অথবা আপনার আশেপাশের ফার্মেসিতে একটি পেয়ে যাবেন। ইদানিং অনলাইনেও fexo 120mg অর্ডার করে পেয়ে যাবেন।
Fexo 120mg এর দাম প্রতিপিস মাত্র ৮ টাকা।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: Fexo 120 কি অ্যালার্জি প্রতিরোধ করে?
উত্তর: হ্যাঁ, Fexo 120 অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। এটি শরীরে হিস্টামিন নামক পদার্থের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। হিস্টামিন শরীরের বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়া, যেমন অ্যালার্জি, সর্দি-কাশি, হাঁচি, চোখের চুলকানি, নাকের জ্বালাপোড়া ইত্যাদির জন্য দায়ী।
প্রশ্ন: Fexo 120 কতক্ষণ কাজ করে?
উত্তর: Fexo 120 এর কার্যকারিতা সাধারণত 24 ঘন্টা পর্যন্ত থাকে।
প্রশ্ন: Fexo 120 কি ঘুমের সমস্যা সৃষ্টি করে?
উত্তর: হ্যাঁ, Fexo 120 কিছু কিছু ক্ষেত্রে ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। যদি আপনি ঘুমের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার ডাক্তারকে জানান।
প্রশ্ন: Fexo 120 কি শিশুদের জন্য নিরাপদ?
উত্তর: 6 বছরের কম বয়সী শিশুদের জন্য Fexo 120 নিরাপদ নয়। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য Fexo 60 এর মাত্রা ব্যবহার করা উচিত।
প্রশ্ন: Fexo 120 কি গর্ভাবস্থায় নিরাপদ?
উত্তর: গর্ভাবস্থায় Fexo 120 সেবনের আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন।
প্রশ্ন: Fexo 120 কি স্তন্যদানকালে নিরাপদ?
উত্তর: স্তন্যদানকালে Fexo 120 সেবনের আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন।
উপরোক্ত আলোচনায় আমরা জানলাম fexo কি, কিভাবে কাজ করে, কোন বয়সের রোগীরা কিভাবে খাবেন, এর সাইট সম্পর্কে জানতে পেরেছি এবং জানতে পেরেছি এর সতর্কতার বিষয়টি। আমার আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আরো কোন তথ্য জানার থাকলে কমেন্ট করবেন, ধন্যবাদ।
আরও জানুনঃ
এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৩ | এলার্জির সবচেয়ে ভালো ঔষধ