মালয়েশিয়া অনেকেই কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমায়। মালয়েশিয়া থেকে বিভিন্ন ধরনের ভিসা প্রদান করা হয়। অনেকেই বিভিন্ন ধরনের কাজের ভিসা সংগ্রহ করে মালয়েশিয়ায় যায়। বাংলাদেশের জন্য কলিং ভিসা উন্মুক্ত থাকলেও তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বন্ধ করে দেয়। অনেকেই মালয়েশিয়ার কলিং ভিসার আবেদন করে। ভিসা আবেদন করার জন্য বিভিন্ন এজেন্সি এবং দালালের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হয়। বাংলাদেশের এমন অনেক মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট ও দালাল রয়েছে। তারা গ্রাহকদের সাথে প্রতারণা করে ঠকিয়ে থাকে। ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রতারণা থেকে সতর্কতার জন্য ভিসা চেক করা জরুরী।
বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যাচ্ছেন দালাল অথবা এজেন্সির মাধ্যমে। যে ভিসা পেয়েছেন তা সঠিক কিনা যাচাই করা উচিত। কারণ ভিসা সংক্রান্ত জটিলতা দেখা গেলে এয়ারপোর্টে আটকে দেওয়া হবে। তাই আপনি যদি ভিসার জন্য আবেদন করে থাকেন অথবা ভিসা পেয়ে থাকেন। এখানে মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতি দেখানো হয়েছে। এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই ভিসা চেক করে নিতে পারবেন। মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম দেখে নিন।
মালয়েশিয়া ভিসা চেক
প্রত্যেকটি দেশের ভিসা ভিন্ন, মালয়েশিয়া সহ যে সকল দেশে ভ্রমণ করা যায়। ঐসব দেশের ভিসা চেক করার মাধ্যম আলাদা এবং ওয়েবসাইট আলাদা। অন্যান্য দেশের মতো মালয়েশিয়া বিভিন্ন ধরনের ভিসা পাওয়া যায়। কলিং ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ভিজিট ভিসা, টুরিস্ট ভিসা সহ আরো অন্যান্য ভিসা।
মালয়েশিয়া কলিং ভিসা চেক
মালয়েশিয়া কলিং ভিসার আবেদন করে অনেকেই মালয়েশিয়া কাজ করে যাচ্ছে। বাংলাদেশ হতে মালয়েশিয়ায় অনেক কলিং ভিসায় প্রবাসী রয়েছে। আপনি যদি ইতিমধ্যে কলিং ভিসার জন্য আবেদন করে থাকেন। কোন এজেন্সি অথবা দালালের মাধ্যমে। দালাল অথবা এজেন্সি থেকে কলিং ভিসার জন্য আপনাকে কি কাজের জন্য ভিসা দিয়েছে। এক্ষেত্রে ভিসা সঠিক কিনা জানতে, অবশ্যই ভিসাটি চেক করে নিন। ভিসা পাওয়ার পর চেক করা নিয়া জরুরি।
মালয়েশিয়া ভিসা চেক অনলাইন
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করার পর। কয়েকটি মাধ্যমে ভিসা চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। এই তিনটি মাধ্যমে ভিসা চেক করার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন ভিসা বৈধ নাকি অবৈধ। ভিসা চেক করার জন্য তিনটি পদ্ধতি দেখানো হয়েছে। এখান থেকে দেখে নিন।
মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বার প্রয়োজন । পাসপোর্ট নাম্বার সংগ্রহ করে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করার জন্য। আমাদের ওয়েবসাইটে থাকা লিংকে প্রবেশ করে প্রবেশ করুন। এই লিংকে https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp প্রবেশ করুন।
- ওয়েব সাইটে প্রবেশ করার পর। মালয়েশিয়ান ভাষায় একটি ফর্ম আসবে। যদি মালয়েশিয়া ভাষা বুঝতে পারেন তাহলে রেখে দিন। অথবা ওয়েবসাইটের address শেষ অংশে ?lang=en যুক্ত করুন তাহলে ইংলিশ ভাষায় দেখাবে।
- এখন পাসপোর্ট নাম্বার, দেশের নাম এবং আপনার নাম প্রয়োজন হবে।
- এখানে (passport no ) এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার দিন। এরপর বাংলাদেশ সিলেক্ট করুন।
- উক্ত ফর্মটি পূরণ করার পর search অপশনটিতে ক্লিক করুন।
আপনার পাসপোর্ট অনুযায়ী ভিসা সঠিক হলে তথ্য দেখাবে। অন্যথায় কোন প্রকার তথ্য আসবে না। এক্ষেত্রে যার মাধ্যমে ভিসা তৈরি করেছেন তার সাথে যোগাযোগ করুন।
কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানিতে অনেকেই কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে ভিসা প্রদানে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকে। উল্লেখিত নাম্বার দিয়ে ভিসা সঠিক কিনা তা জানা যায়। কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করবেন দেখে নিন।
- প্রথমে এই লিংকে প্রবেশ করুন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en&module=pra। এরপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করুন।
- এখন একটি ফর্ম দেখতে পারবেন। এখানে উল্লেখিত রয়েছে company registration no এই বক্সে রেজিস্ট্রেশন নাম্বার বসান এবং সার্চ করুন
আপনি যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন। এই নাম্বার ব্যবহার করে কর্মীদের তালিকা বের করুন। এই তালিকায় আপনার পাসপোর্ট নাম্বার দেখাবে । ভিসার তথ্য সঠিক হলে PRINT লিখা আসবে।
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক
প্রথমে এপ্লিকেশন নাম্বার সংগ্রহ করুন। এরপর যে ফর্মটি আসবে অর্থাৎ এই লিংকে ক্লিক করুন, পূর্বের ফর্মটিই আসবে।
- এখন যে ফর্মটি এখন দেখতে পারছেন। উক্ত অ্যাপ্লিকেশন নাম্বার এর জায়গায় (application number) বসিয়ে সার্চ করুন।
- ভিসা যদি সঠিক হয় তাহলে ভিসা তথ্য দেখে নিতে পারবেন।
মালোশিয়া ই ভিসা চেক অনলাইন
মালয়েশিয়া ই ভিসা চেক করবেন কিভাবে? বাংলাদেশে যাদের মালয়েশিয়ান ই ভিসা রয়েছে। ভিসা চেক করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করুন। ই ভিসা চেক করার জন্য Verify Malaysia eVISA এই লিংকে ক্লিক করুন। লিংকে প্রবেশ করার পর যে ফর্মটি দেখতে পারবেন। এখানে কিছু তথ্য প্রদান করতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার ও ই ভিসায় থাকা স্টিকার নাম্বার বসাতে হবে।
- Passport number এখানে পাসপোর্ট নাম্বার বসান।
- Sticker number ই ভিসায় থাকা স্টিকার নাম্বার বসান
- eVISA / eNTRI এখান থেকে ই ভিসা সিলেক্ট করুন।
- ক্যাপচা পূরণ করুন
- I have obtained my eVISA এই খালি বক্সে টিক দিন।
- এখন CHECK এ ক্লিক করুন।
এ সকল তথ্য প্রদান করার মাধ্যমে ভিসা প্রসেসিং তথ্য চেক করতে পারবেন।
মালয়েশিয়া ভিসা চেক করব কিভাবে
মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসী রয়েছে। তারা অর্থ উপার্জনের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। অর্থ উপার্জনের জন্য বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা আবেদন করে। ভিসা আবেদন করে, বিভিন্ন এজেন্সি ও দালালের মাধ্যমে ভিসা সংগ্রহ করে। এজন্য ভিসা চেক করা জরুরী।
মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতি
মালয়েশিয়া ভিসা চেক করার মাধ্যমে ভিসা সঠিক কিনা জানা যায়। অন্যদিকে জানা যায় ভিসার তথ্য। কেন ভিসা চেক করবেন ও ভিসা চেক করলে যে সব বিষয় জানতে পারবেন যেমন:
- ভিসা আবেদন হয়েছে কিনা।
- আবেদন প্রত্যাখ্যান হয়েছে কিনা।
- আবেদন বাতিল করা হয়েছে কিনা
- আবেদন ফি প্রদান করা হয়েছে কিনা।
- ই ভিসার স্টিকার প্রিন্ট হয়েছে কিনা এবং সংগ্রহ করা যাবে কি।
- আবেদন গ্রহণ হয়েছে কি।
এ সকল তথ্য সহ আরো বিভিন্ন ধরনের তথ্য দেখাবে।
এই পোস্টে মালয়েশিয়ার কলিং ভিসা, ই ভিসা চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ও অনলাইনে মালোশিয়া ভিসা চেক দেখানো হয়েছে। আশা করা যায় এই পোস্ট আপনার উপকারে এসেছে। আপনার পরিচিত মালয়েশিয়াগামী সবার সাথে পোস্টটি শেয়ার করুন।
আরও দেখুনঃ
মালয়েশিয়া ভিসা আবেদন করার নিয়ম ২০২৪ | ভিজিট ভিসা, ফ্যাক্টরি ভিসা ও কলিং ভিসা