বাংলাদেশে সব ধরনের জমির চাহিদা বেড়েই চলেছে। কেউ বাড়ি নির্মাণের জন্য জমি ক্রয় করছে। কেউবা অন্য কোন প্রয়োজনে জমি ক্রয় করছে। প্রত্যেক জমির জন্য নিজস্ব দলিল থাকে। একটি জমির জন্য দলিল অনেক গুরুত্বপূর্ণ। হয়তো জমির দলিল পুরনো হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। এজন্য পুরনো দলিল আবার তুলতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে।
তাহলে জেনে রাখুন বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় থেকে এখনো কোন অনলাইন মাধ্যম তৈরি করেনি। তবে অনলাইনের মাধ্যমে জমির তথ্য জানতে পারবেন। যা পুরাতন দলিল বের করার ক্ষেত্রে সহজ হবে। বলা যায় জমির দলিল যদি সংগ্রহ করা থাকে। তাহলে কোন ধরনের সমস্যা হলে, জমির দলিল দেখানোর মাধ্যমে নিশ্চিত থাকা যাবে। পুরাতন দলিল সংগ্রহ করার জন্য কি প্রয়োজন এবং কি করতে হবে এই পোস্টে উল্লেখ করা হয়েছে। জমির দলিল অনুসন্ধান করুন। পুরাতন জমির দলিল অনলাইনে অনুসন্ধান করার নিয়ম এখানে দেখানো হয়েছে।
জমির দলিল অনুসন্ধান
অনলাইনের মাধ্যমে জমির তথ্যগুলো সংগ্রহ করতে পারলে। এই তথ্যগুলো ব্যবহার করার মাধ্যমে জমির দলিল বের করা যাবে। অনলাইন থেকে যে তথ্য সংগ্রহ করা যায়। তা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে ওই তথ্যগুলো দেয়ার মাধ্যমে দলিলের সার্টিফাইট কপি তুলে নিতে পারবেন।
উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যে তথ্যগুলো দিতে হবে।
- দলিল নাম্বার
- সম্পাদনের তারিখ
অনলাইনে অনুসন্ধান করার জন্য যা প্রয়োজন হবে।
- যার নামে জমি রেজিস্ট্রেশন হয়েছে তার নাম এবং কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই তারিখ।
- জমি রেজিস্ট্রেশনকারির নাম এবং কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল। এই দুইটির মাধ্যমে জমির তথ্য বের করতে পারবেন।
নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান
যদি দলিল নাম্বার, সম্পাদনের তারিখ না থাকে। তাহলে নাম দিয়ে দেখে নিতে পারবেন। এজন্য আপনাকে অনলাইনে চেক করতে হবে। চেক করার জন্য ই পর্চা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই পোস্টের লিংকে প্রবেশ করুন। তাহলে প্রবেশ করতে পারবেন। শুধু নাম দিয়ে অনুসন্ধান করার জন্য যা প্রয়োজন হবে।
- দাতার নাম ও দাতার পিতার নাম।
- গ্ৰহিতার নাম ও গ্ৰহিতার পিতার নাম।
- যদি দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার প্রয়োজন হয় এক্ষেত্রে সংগ্রহ করে নিন।
অনলাইনে দলিল অনুসন্ধান বাংলাদেশ
অনলাইনে দলিল অনুসন্ধান করার জন্য। আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সার্চ বক্সে লিখুন ভূমি মন্ত্রণালয় এবং অনুসন্ধান করুন। অনুসন্ধান করার পর যে ওয়েবসাইট আসবে, এটা হচ্ছে ই পর্চা ওয়েবসাইট। আপনি চাইলে আমাদের এই পোস্টে থাকা লিংকে ক্লিক করতে পারেন। এখানে নাম ব্যবহার করার মাধ্যমে দলিল এর তথ্য জেনে নিতে পারবেন।
- ওয়েবসাইটের প্রবেশ করার পর হোম পেজ দেখতে পারবেন।
- স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করুন। এরপর বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন বসান।
- এরপর মৌজা নামে যে খালি বক্স এখানে মৌজা অনুসন্ধান করুন।
এরপরে পাশের খালি বক্সে ঐ মৌজায় যতগুলো জমি রয়েছে তা দেখতে পারবেন। এখান থেকে যদি নামটি খুঁজে না পান। তাহলে অধিক অনুসন্ধান অপশন থেকে খতিয়ান নং এর নিচে মালিকের নাম এবং দাগ নাম্বার বসিয়ে সার্চ করুন। তাহলে জমি তথ্য পেয়ে যাবেন।
পুরাতন জমির দলিল ডাউনলোড বাংলাদেশ
পুরাতন জমির দলিল বের করার জন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এজন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এবং লিখতে হবে web registration এরপর অনুসন্ধান করুন। অথবা web registration এই লিংকে ক্লিক করুন। তাহলে ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন।
- ওয়েবসাইটের প্রবেশ করার পর হোমপেস্ট চালু হবে।
- এখানে দেখতে পারছেন e service রয়েছে। এখান থেকে searching of deed এখানে ক্লিক করুন।
- এরপর search of registration made এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে by seller/buyer/party name এখানে ক্লিক করুন।
- এরপর যে ফর্মটি আসবে এটি পূরণ করতে হবে।
- Fast name এখানে নামের প্রথম অংশ লিখুন।
- Last name এখানে নামের শেষের অংশ লিখুন।
- Year জমি কত সালে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই সাল লিখুন।
- এরপর district where registration এখানে জেলা সিলেক্ট করুন।
- Security code এখানে খালি বক্সে উল্লেখিত কোড বসান।
- সঠিকভাবে তথ্য পূরণ করার পর submit এ ক্লিক করুন।
পুরাতন দলিল বের করার নিয়ম
সঠিকভাবে পূরণ করার পর। আপনার কাংক্ষিত নামের সাথে মিল রয়েছে। এবং একই বছর, একই জেলা থেকে যারা জমি ক্রয় করেছে তাদের তথ্য দেখানো হবে। এজন্য যে নামে দেখতে চাচ্ছেন যদি নিজের নাম হয়। নিজের নাম, পিতার নাম এবং ঠিকানা মিলিয়ে নিবেন। এরপর যদি জমি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান। view এখানে ক্লিক করে আরো তথ্য দেখে নিতে পারবেন।
দলিল তল্লাশি অনলাইনে
যদি অনলাইনের মাধ্যমে পুরাতন দলিল খুঁজে বের করতে চান, তাহলে বের করতে পারবেন না। কেননা বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় থেকে এই সুবিধা দেয়নি। এজন্য আপনাকে দলিল তল্লাশি করতে হবে। এজন্য আপনাকে জানতে হবে দলিল কোথায় আছে। সাব রেজিস্ট্রি অফিসে নাকি জেলা রেকর্ড রুমে। যদি সাব রেজিস্ট্রি অফিসে থাকে, তাহলে ওখানে খোঁজ করুন। অনলাইনে যে তথ্যগুলো পেলেন এগুলোর মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। যদি জেলা রেকর্ড রুমে থাকে, তাহলে ওখানে পেয়ে যাবেন। যে সকল তথ্য চাইবে তা দিতে হবে।
এখানে পুরাতন দলিল বের করার পদ্ধতি দেখানো হয়েছে। আশা করা যায় এখান থেকে দেখতে পেরেছেন। এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।