ওমান ভিসা চেক করার নিয়ম ২০২৪

বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে হয়। বিশেষ করে বাংলাদেশ হতে অনেকেই ওমানে কর্মসংস্থান গড়ে তুলেছে। অর্থ উপার্জনের জন্য যারা ওমান যেতে চাচ্ছেন। এজেন্সি অথবা দালালের মাধ্যমে ভিসা তৈরি করে নিতে পারবেন। …

ওমান ভিসা চেক করার নিয়ম

বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে হয়। বিশেষ করে বাংলাদেশ হতে অনেকেই ওমানে কর্মসংস্থান গড়ে তুলেছে। অর্থ উপার্জনের জন্য যারা ওমান যেতে চাচ্ছেন। এজেন্সি অথবা দালালের মাধ্যমে ভিসা তৈরি করে নিতে পারবেন। আপনি যার মাধ্যমে তৈরি করেছেন, কি কাজের জন্য ভিসা তৈরি করেছেন এবং ভিসা সঠিক কিনা যাচাই করতে। ওমান অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। কেন ভিসা চেক করা জরুরী। কারণ বাংলাদেশের অনেক এজেন্সি এবং দালাল রয়েছে। তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে নকল ভিসা দিচ্ছে, সর্তকতার জন্য ভিসা চেক করা অবশ্যই জরুরি।

এর পাশাপাশি আরেকটি কারণে ভিসা চেক করা জরুরী। কারণ ভিসার বিভিন্ন ধরণ রয়েছে। যদি কারো মাধ্যমে ভিসা করিয়ে থাকেন। কি কাজের জন্য ভিসা তৈরি করা হয়েছে। ভিসা পেয়ে থাকলে, ভিসা চেক করার পদ্ধতি জানা থাকলে। খুব সহজেই ভিসা চেক করা যায়, জানা যায় ভিসার তথ্য। এই পোস্ট থেকে জানতে পারবেন ওমান ভিসা চেক কিভাবে করতে হয়।

ওমান ভিসা চেক

আপনি যদি ওমান যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন। অথবা ওমানের ভিসা পেয়ে থাকেন। হতে পারে কাজের ভিসা, ব্যবসায়িক ভিসা, টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা বা অন্য কোন ভিসা। ভিসা পাওয়ার পর ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার বা পাসপোর্ট নাম্বার এর মাধ্যমে চেক করতে পারবেন।

ওমান ভিসা চেক অনলাইন

ওমানের ভিসা কিভাবে অনলাইনে চেক করা যায়। ওমানের ভিসা চেক করার জন্য কি কি প্রয়োজন।

  • প্রথমত: ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, (visa application number), লাগবে।
  • দ্বিতীয়ত: ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, (travel document number), বা পাসপোর্ট নাম্বার (passport number), লাগবে।
  • এ সকল প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন।
  • ভিসা চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করে। এ সকল তথ্য প্রদান করে, দেখে নিতে পারবেন ওমান ভিসার সঠিক তথ্য।

ওমান ভিসা চেক করার নিয়ম

অনলাইনে ওমানের ভিসা চেক করার জন্য। প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে দেখে নিতে পারবেন ভিসার তথ্য।

  • তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।
  • একটি ব্রাউজার সিলেক্ট করুন।
  • সার্চ বক্স লিখুন ওমান ভিসা চেক, oman visa check এরপর অনুসন্ধান করুন।
  • এরপর ওয়েবসাইটে প্রবেশ করুন https://evisa.rop.gov.om/en/track-your-application
  • অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করতে পারেন
  • তাহলে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
  • তারপর “Visa Application Number এই বক্সে আপনাকে ভিসার আবেদন নম্বরটি বসাতে হবে। যেটি আপনি ভিসা পেপারে পেয়ে যাবেন।
  • Travel Document Number এই বক্সে আপনাকে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার বসাতে হবে। এটিও আপনার ভিসার পেপারে পেয়ে যাবেন। এটি আসলে আপনার পাসপোর্ট নাম্বার।
  • Document’s Nationality এই বক্সে আপনার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন।
  • Text Verification এই বক্সে মূলত ক্যাপচাটি দেখে দেখে বসাতে হবে। ক্যাপচাটি ভালোভাবে বুঝতে না পারলে পাশেই রিফ্রেস বাটন রয়েছে সেখানে ক্লিক দিয়ে নতুন ক্যাপচা নিয়ে আসুন।
  • সর্বশেষ আপনাকে পাশে থাকা “Search” অপশনের ক্লিক দিতে হবে। তাহলে আপনার ভিসার স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে।

oman visa check

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক

ওয়েব সাইটে প্রবেশ করার পর যে ফর্মটি আসবে তা পূরণ করতে হবে। পূরণ করার জন্য ধাপগুলো খেয়াল করুন।

  • প্রথম ধাপ: এই ফর্মটি তে কয়েকটি খালি বক্স পূরণ করতে হবে।
  • দ্বিতীয় ধাপ: visa application number এখানে ভিসার নাম্বার বসান।
  • তৃতীয় ধাপ: travel document number এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার বসান।
  • চতুর্থ ধাপ: এরপর document’s nationality এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করুন। যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন।
  • এরপর text verification পূরণ করে search করুন।

যদি সঠিকভাবে ফর্মটি পূরণ করা হয়। এবং ভিসা যদি সঠিক হয়। অনুমোদন হয়ে থাকলে approved দেখতে পারবেন। আপনি চাইলে ভিসার তথ্য সংগ্রহ করতে পারবেন।

ওমান ভিসা চেক করা

ওমান ভিসা চেক করা অনেক সহজ। কিছু তথ্য প্রদান করার মাধ্যমে সহজে জানা যায় ভিসা সঠিক কিনা। ওমানের বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। ভিসার ধরুন বেঁধে অন্যের মাধ্যমে ভিসা থেকে সংগ্রহ করা যায়। এক্ষেত্রে ভিসা সঠিক কিনা যাচাই করার জন্য। ভিসা চেক করা অনেক জরুরি।

ওমান ভিসা চেক পদ্ধতি

অনলাইনের মাধ্যমে ভিসা চেক করা খুবই সহজ। আপনারা যারা ভিসা চেক করার জন্য সঠিক পদ্ধতি জানতে চাচ্ছেন। তারা এই পোস্ট থেকে খুব সহজে জানতে পারবেন। ওমানের ভিসা চেক করার জন্য যা দরকার, তা উল্লেখ করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে সহজেই ভিসা চেক করতে পারবেন। পোস্টটি লক্ষ্য করুন, তাহলে ভিসা চেক করতে পারবেন।

এখানে ওমানের ভিসা কিভাবে চেক করা হয় দেখানো হয়েছে। যারা ওমানের ভিসা চেক করতে আগ্রহী। এই পদ্ধতি মাধ্যমে খুব সহজে ওমানের ভিসা চেক করতে পারবেন। আশা করা যায় এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।

আরও দেখুনঃ

কুয়েতের ভিসা চেক করার নিয়ম ২০২৪

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2024

Leave a Comment