রড কত টাকা কেজি ২০২৫ | ৮, ১০ ও ১২ মিলি রডের দাম

বাংলাদেশে একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে। রড তার ব্যতিক্রম নয়, যেহেতু নির্মাণ শিল্প রয়েছে। সামর্থ্য অনুযায়ী ছোট থেকে বড় আকারের ঘরবাড়ি নির্মাণে রড একটি গুরুত্বপূর্ণ অংশ। দালাল হোক বা বিল্ডিং নির্মাণ কাজে উন্নত …

আজকের রডের দাম কত

বাংলাদেশে একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে। রড তার ব্যতিক্রম নয়, যেহেতু নির্মাণ শিল্প রয়েছে। সামর্থ্য অনুযায়ী ছোট থেকে বড় আকারের ঘরবাড়ি নির্মাণে রড একটি গুরুত্বপূর্ণ অংশ। দালাল হোক বা বিল্ডিং নির্মাণ কাজে উন্নত মানের রড ব্যবহার করা উচিত। বাংলাদেশে যেসকল রড কোম্পানি‌ রয়েছে তাদের মধ্যে প্রায় অধিকাংশ কোম্পানিই রডের মূল্য বৃদ্ধি করেছে।

মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে, রড তৈরির জন্য যে সকল কাঁচামাল প্রয়োজন হয়। ঐ সকল কাঁচামাল উৎপাদনের লক্ষ্যমাত্রা মূল্য বৃদ্ধি পেয়েছে। যেহেতু বিভিন্ন কোম্পানির রড পাওয়া যায়। রডের মান অনুযায়ী কোম্পানি দাম বৃদ্ধি করে থাকে। রড কিনার পূর্বে আমাদের ওয়েবসাইট থেকে রডের দাম জেনে নিতে পারবেন। প্রত্যেকটা কোম্পানির রডের মূল্য কত জানানো হবে। রডের দাম জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আজকের রডের দাম ২০২৫ জানুন।

আজকের রডের দাম কত

বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় কোম্পানি মধ্যে JSRM, RANI, CSRM, SIMA, KSML, HRRM, PURBACHAL সহ আরো বেশ কিছু কোম্পানি। এ সকল রড কোম্পানী দেশে ব্যবসা করে যাচ্ছেন গ্রাহকদের সাথে। আপনি যে কোম্পানির রোড কিনুন না কেন, পূর্বের থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে। বাড়ি নির্মাণে ভালো মানের রড ব্যবহার করা উচিত। এতে করে বাড়ির স্থায়িত্ব বেশি পাওয়া যায়। ভালো মানের রড প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বা এর থেকে বেশি দিয়ে কিনতে হয়।

রডের দাম ২০২৫

পূর্বে যারা নির্মাণ কাজ করেছে, প্রায় প্রতি কেজিতে ২০ টাকা কম দিয়ে কিনতে পেরেছে। বাংলাদেশে যে সকল জনপ্রিয় কোম্পানী রয়েছে ওই সকল কোম্পানি প্রতি এক কেজি রড ৭০ থেকে ৮০ টাকা আশেপাশে বিক্রি করতো। কিন্তু দেশের শিল্প বাজারে উৎপাদনে লক্ষ্যমাত্রা মূল্য বৃদ্ধি হওয়াতে। গ্রাহকদের বাড়তি টাকা বেশি দিয়ে রড কিনতে হচ্ছে। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। রড বৃদ্ধির কারণে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এর ফলে ৯০ থেকে ৯৫ টাকা দিয়েও কিনতে হচ্ছে।

১ টন রডের দাম কত

প্রত্যেকটা কোম্পানির রডের মূল্য আলাদা আলাদা। রডের মান যত ভালো দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি রডের দাম পূর্বের থেকে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। সেই অনুযায়ী ১ কেজি রডের দাম ৯০ থেকে ৯৫ টাকা। যতই দাম বেড়ে যায় যাক না রড কিনতে হবে। নির্মাণ কাজে সাধারণত যে সকল কোম্পানির রোড ব্যবহার করা হয়। ওই সকল কোম্পানির রডের দাম কত নিচ থেকে দেখে নিন।

BSRM রডের আজকের দাম ২০২৫

বিএসআরএম ১৯৫২ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে রড তৈরি করে। রোড হয় টিক সই এবং মজবুত। নির্মাণ কাজে এই রোড ব্যবহারে ক্ষয় প্রতিরোধে এবং ভূমিকম্প সহনশীল। যেহেতু অন্যান্য কোম্পানির তুলনায় রডের দাম একটু বেশি। সেই অনুযায়ী যারা নির্মাণে ভালো রড ব্যবহার করতে চায়। এই কোম্পানির রড ব্যবহার করতে পারবে। এই কোম্পানির এক টন রডের মূল্য ৯৬ হাজার থেকে ৯৮ হাজার টাকা।

কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ঠিকানাঃ 

  • ঠিকানাঃ Ali Mansion, 1207/ 1099, Sadarghat Road, Chattogram, Bangladesh
  • মোবাইলঃ +88 02 3333 54901 – 10
  • ইমেইলঃ mail@bsrm.com
  • ফেসবুকঃ https://web.facebook.com/bsrmbangladesh
  • ওয়েবসাইটঃ https://bsrm.com/

AKS রডের আজকের দাম ২০২৫

আপনারা হয়তো aks কোম্পানির নাম শুনেছেন। তারা মূলত কম দামের মধ্যে ভালো মানের রড বাজারে বিক্রি করে। যদি কম দামের মধ্যে উন্নত মানের রড সংগ্রহ করতে চান। তাহলে এই কোম্পানির রড দেখতে পারেন। তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে গুণগত মান ঠিক রেখে রড তৈরি করে। যেহেতু আজকের এই পোস্টে জনপ্রিয় কোম্পানির রডের দাম উল্লেখ করা হয়েছে, তারমধ্যে aks কোম্পানি একটি। তাহলে জেনে নেওয়া যাক এই কোম্পানির এক টন রডের মূল্য কত। aks কোম্পানির এক টন রডের মূল্য ৯৩ থেকে ৯৫ হাজার টাকা।

কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ঠিকানাঃ

  • ঠিকানাঃ Navana FS Cosmo,Level11, Plot 4/B Rd 94, Dhaka 1212
  • মোবাইলঃ 01981-309077
  • ফেসবুকঃ https://web.facebook.com/people/AKS-TMT-STEEL
  • ওয়েবসাইটঃ abulkhairsteel.com

KSRM রডের আজকের দাম

আজকের রডের দাম কত, এই পোস্টে উন্নত আরেকটি প্রতিষ্ঠান ksrm, এই কোম্পানি ১৯৫২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত লাভ করে। তারা প্রতিবছর বিপুল পরিমাণ রড তৈরি করে বহু দেশের রপ্তানি করে থাকে। রড তৈরিতে দেশে সুনাম অর্জন করার পাশাপাশি বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। উৎপাদনকৃত রড অনেক দেশে রপ্তানি করে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ করে। তাই বলা যায় নির্মাণ কাজে ভালো মানের রড ব্যবহার করা জরুরী। যারা এই কোম্পানির রড ব্যবহার করতে চাচ্ছেন তারা জেনে রাখুন। এক টন রডের মূল্য ৯৫ হাজার থেকে ৯৭ হাজার টাকা।

রড কত টাকা কেজি

আমরা এই পোস্ট থেকে দেখে নিলাম বিভিন্ন কোম্পানির রডের দাম। বাংলাদেশের ছোট বড় অনেক কোম্পানির রড পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি যে সকল কোম্পানি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ওই সকল কোম্পানির রডের দাম কত। অনেকেই ছোট আকারে বাড়ি নির্মাণ করে থাকে। এক্ষেত্রে এক কেজি রডের দাম কত জানতে চায়। এতে করে রড কিনার পূর্বে সঠিক দাম বের করতে পারে। যেহেতু বিভিন্ন কোম্পানির রড পাওয়া যায় তাই দাম ভিন্ন হবে। রড বাজারে এক কেজি রডের মূল্য ৯০ থেকে ১০০ টাকা করে পাওয়া যাচ্ছে। নির্মাণ কাজে ভালো মানের রড ব্যবহার করা উচিত।

আজকের (২০২৫ সালের জানুয়ারি) রডের দাম নিম্নরূপ:

BRAND PRICE (TK)
BSRM 89,000
AKS 87,000
GPH ISPAT 86,000
RAHIM STEEL 83,500
KSRM STEEL 84,000
JSRM STEEL 82,500
HRRM STEEL 82,000
KHML STEEL 82,500
SUMA STEEL 84,000
CSRM STEEL 83,000
SS STEEL 82,000
GOLDEN STEEL 82,000
AKIJ ISPAT 83,000
ASBRM STEEL 84,000
ANOWAR ISPAT 85,000
BAIZID STEEL 82,500
VSL STEEL 82,000

এই দামগুলো ঢাকার পাইকারি বাজারের দাম। খুচরা বাজারে দাম কিছুটা বেশি হতে পারে। উল্লেখ্য, রডের দাম নিয়মিত পরিবর্তিত হয়। তাই নির্দিষ্ট দাম জানার জন্য আপনার নিকটস্থ রডের দোকানে যোগাযোগ করুন। এই পোস্টে আমরা বিভিন্ন কোম্পানির রডের মূল্য কত জানানোর চেষ্টা করেছি। এখান থেকে খুব সহজে রোডের মূল্য জেনে নিতে পেরেছেন আমাদের ওয়েবসাইট থেকে অন্যান্য পোস্ট দেখতে পারেন।

আরও দেখুনঃ 

Leave a Comment