বিশ্বে যে সকল দেশে স্বর্ণ ক্রয় বিক্রয় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরব। এদেশের অর্থনৈতিক দিক অনেক উন্নত হওয়ায়। অন্যান্য দেশ অনুযায়ী এদেশের স্বর্ণের দাম অনেক কম। তবে পূর্বের থেকে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। কেননা বিশ্বের সকল দেশেই স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশের থেকে সৌদি আরবে স্বর্ণের দাম অনেক কম। বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে কাজ করে যাচ্ছে। তারা অর্থ উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছে। তাদের উপার্জিত অর্থের সামর্থ্য অনুযায়ী স্বর্ণ ক্রয় করে দেশে আনে। অনেকেই জানে না স্বর্ণের দাম কত বা কোন স্বর্ণ ভালো।
ভালো স্বর্ণ ক্রয় এর ক্ষেত্রে বেশি টাকা লাগে। তবে বাংলাদেশের স্বর্ণের দাম এবং সৌদি আরবের স্বর্ণের দামের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সৌদি আরবের স্বর্ণ কেনার ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় খাঁটি স্বর্ণ পাওয়ার ক্ষেত্রে। সৌদি আরবে স্বর্ণের দাম কত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
সৌদি স্বর্ণের দাম কত
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মসংস্থান গড়ে তুলেছে সৌদি আরবে। দেশে আসার পূর্বে স্বর্ণ কেনার আগ্রহ প্রকাশ করে অনেকেই। স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে জানতে হবে। কোন ক্যারেটের স্বর্ণ সব থেকে ভালো এবং বিশুদ্ধ। যখন ১৮ থেকে ২৪ ক্যারেট স্বর্ণের পার্থক্য জানা যায়। তখন বিশুদ্ধ স্বর্ণ কেনার ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায়। এবং স্বর্ণ কেনার ক্ষেত্রে সতর্ক থাকা যায়। ১৮ থেকে ২৪ ক্যারেটের স্বর্ণের দাম জানা থাকলে ভালো হবে।
১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি
কোন ক্যারেটের স্বর্ণ ভালো এবং দাম কত। জানার পূর্বে দেখে নিন এক গ্রাম স্বর্ণের দাম কত। এক ভরি স্বর্ণে কত গ্রাম স্বর্ণ থাকে জানা থাকলে সামর্থ্য অনুযায়ী কেনা যায়। এক ভরিতে ১১.৬৬ গ্রাম স্বর্ণ থাকে। স্বর্ণের অলংকারের বিভিন্ন ক্যারেট হয়। সাধারণত ১৮ থেকে ২৪ ক্যারেটের স্বর্ণের অলংকার তৈরি করা হয়। ১৮ থেকে ২৪ ক্যারেট স্বর্ণের মধ্যে সবথেকে খাঁটি হচ্ছে ২৪ ক্যারেট। স্বর্ণের দাম কত দেখে নিন।
🇸🇦 ১৮ ক্যারেট স্বর্ণের দাম: ৩৯৩ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৪,৫৪১ টাকা
🇸🇦 ২১ ক্যারেট স্বর্ণের দাম: ৪৪৮ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৬,৫৭৬ টাকা
🇸🇦 ২২ ক্যারেট স্বর্ণের দাম: ৪৮২ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৭,৮৩৪ টাকা
🇸🇦 ২৪ ক্যারেট স্বর্ণের দাম: ৫২৩ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৯,৩৫১ টাকা
সৌদি আরবে ১ ভরি স্বর্ণের দাম কত 2025
যদি অলংকার কিনতে চান। তাহলে ২২ ক্যারেটের স্বর্ণ কিনুন। কেননা ২৪ ক্যারেটের অলংকার তৈরি করা হয় না। ২৪ ক্যারেট স্বর্ণ বিশুদ্ধ ও খাঁটি। তাই ১৮ ক্যারেটের ও ২১ ক্যারেটের থেকে ২২ ক্যারেটের স্বর্ণ খাঁটি। ১৮ ক্যারেট স্বর্ণের যতটুকু ধাতব মিশ্রিত করা হয়। এর থেকে কম মিশ্রিত হয় ২১ ক্যারেটে। ২১ ক্যারাটে থেকে ২২ ক্যারেটে আরো কম মিশ্রিত হয়।
সৌদি আরব ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত
১৮ ক্যারেট স্বর্ণের ধাতব মিশ্রিত করার। কারণে এই ক্যারেটের স্বর্ণের অলংকার হয় মজবুত এবং দাম কম হয়। এই স্বর্ণের কিছু ধাতব মিশ্রিত করার কারণে ২১ থেকে ২২ ক্যারেট এর থেকে দাম অনেকটাই কম।
১ গ্রাম স্বর্ণের দাম: ৩৯৩ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৪,৫৪১ টাকা
২ গ্রাম স্বর্ণের দাম: ৭৮৬ রিয়াল → বাংলাদেশে প্রায় ২৯,০৮২ টাকা
৪ গ্রাম স্বর্ণের দাম: ১,৫৭২ রিয়াল → বাংলাদেশে প্রায় ৫৮,১৬৪ টাকা
৮ গ্রাম স্বর্ণের দাম: ৩,১৪৪ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,১৬,৩২৮ টাকা
১০ গ্রাম স্বর্ণের দাম: ৩,৯৩০ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৪৫,৪১০ টাকা
২১ ক্যারেট সোনার দাম সৌদি আরব
১৮ থেকে ২৪ ক্যারেটের স্বর্ণের মধ্যে সব থেকে কম দাম হচ্ছে ১৮ ক্যারেটের স্বর্ণ। ২১ ক্যারেট স্বর্ণ ১৮ ক্যারেটের থেকে ভালো হওয়াতে দাম একটু বেশি।
১ গ্রাম স্বর্ণের দাম: ৪৪৮ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৬,৫৭৬ টাকা
২ গ্রাম স্বর্ণের দাম: ৮৯৬ রিয়াল → বাংলাদেশে প্রায় ৩৩,১৫২ টাকা
৪ গ্রাম স্বর্ণের দাম: ১,৭৯২ রিয়াল → বাংলাদেশে প্রায় ৬৬,৩০৪ টাকা
৮ গ্রাম স্বর্ণের দাম: ৩,৫৮৪ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৩২,৬০৮ টাকা
১০ গ্রাম স্বর্ণের দাম: ৪,৪৮০ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৬৫,৭৬০ টাকা
২২ ক্যারেট সোনার দাম সৌদি আরব
২২ ক্যারেট স্বর্ণ খাটি হওয়ার কারণে এই স্বর্ণের মাধ্যমে বিভিন্ন ধরনের অলংকার তৈরি হয়। যারা অলংকার কিনতে আগ্রহী। তারা চাইলে এই ক্যারেটের অলংকার কিনতে পারবে।
১ গ্রাম স্বর্ণের দাম: ৪৮২ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৭,৮৩৪ টাকা
২ গ্রাম স্বর্ণের দাম: ৯৬৪ রিয়াল → বাংলাদেশে প্রায় ৩৫,৬৬৮ টাকা
৪ গ্রাম স্বর্ণের দাম: ১,৯২৮ রিয়াল → বাংলাদেশে প্রায় ৭১,৩৩৬ টাকা
৮ গ্রাম স্বর্ণের দাম: ৩,৮৫৬ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৪২,৬৭২ টাকা
১০ গ্রাম স্বর্ণের দাম: ৪,৮২০ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৭৮,৩৪০ টাকা
২৪ ক্যারেট সোনার দাম সৌদি আরব
সব থেকে খাঁটি স্বর্ণ হচ্ছে ২৪ ক্যারেটের। তবে ২৪ ক্যারেটের স্বর্ণের অলংকার নেই। কেননা ২৪ ক্যারেট কোন ধরনের ধাতব মিশ্রিত হয় না। অলংকার মজবুত রাখার জন্য কিছু ধাতব মিশ্রিত করা হয়। এজন্য ১৮ ক্যারেট থেকে ২২ ক্যারেটের স্বর্ণের অলংকার তৈরি হয়।
১ গ্রাম স্বর্ণের দাম: ৫২৩ রিয়াল → বাংলাদেশে প্রায় ১৯,৩৫১ টাকা
২ গ্রাম স্বর্ণের দাম: ১,০৪৬ রিয়াল → বাংলাদেশে প্রায় ৩৮,৭০২ টাকা
৪ গ্রাম স্বর্ণের দাম: ২,০৯২ রিয়াল → বাংলাদেশে প্রায় ৭৭,৪০৪ টাকা
৮ গ্রাম স্বর্ণের দাম: ৪,১৮৪ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৫৪,৮০৮ টাকা
১০ গ্রাম স্বর্ণের দাম: ৫,২৩০ রিয়াল → বাংলাদেশে প্রায় ১,৯৩,৫১০ টাকা
সৌদি আরবে ১ ভরি স্বর্ণের দাম কত
সৌদি আরবে পূর্বের থেকে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ থেকে ২০ হাজার টাকা। তবে এই দাম নির্ধারিত নয়। অর্থনৈতিক দিক দিয়ে স্বর্ণের দাম ওঠারানা করে। পূর্বের রেটের থেকে আজকের রেট ভিন্ন। বলা যায় পূর্বে যদি এক ভরি স্বর্ণের দাম ৬০ হাজার হয়ে থাকে। তাহলে আজকে এক ভরি স্বর্ণের দাম ৭০ থেকে ৭৫ হাজার টাকা। অন্যদিকে বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ টাকার উপরে। যারা এক ভরি স্বর্ণের অলংকার কিনতে আগ্রহী দেখে নিন দাম কত।
১৮ ক্যারেট: ১,৬৯,৫৪৮ টাকা
২১ ক্যারেট: ১,৯৩,২৯৬ টাকা
২২ ক্যারেট: ২,০৮,০২৬ টাকা
২৪ ক্যারেট: ২,২৫,৬৮৯ টাকা
স্বর্ণের দাম সৌদি আরব
সৌদি আরব স্বর্ণের দাম এবং বাংলাদেশের স্বর্ণের দামের মধ্যে অনেক পার্থক্য থাকায়। এই দেশ থেকে অনেকেই স্বর্ণ সংগ্রহ করে। সেই সাথে বিশুদ্ধ স্বর্ণ কেনার ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায়। বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ টাকার উপরে। অন্যদিকে সৌদি আরবে এক ভরি স্বর্ণ ১,৬৯,৫৪৮ টাকা হাজার টাকায় পাওয়া যায়। সৌদি আরবে স্বর্ণের দাম আরো কম ছিল।
পূর্বে ২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণ ৩৫০ রিয়াল থেকে ৪০০ রিয়াল ছিল। ২৪ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য ছিল ৪৫০ থেকে ৫০০ রিয়াল। তবে বাংলাদেশের থেকে সৌদি আরবে স্বর্ণের দাম অনেক কম। সৌদি আরবের ১৮ থেকে ২৪ ক্যারেটের স্বর্ণের দাম উল্লেখ করা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।
আরও দেখুনঃ
