ভিসা কেন প্রয়োজন? বিদেশ যেতে ভিসা লাগে কেন?

বিদেশ ভ্রমণে ভিসা একটি অনুমতির পত্র যা অনেকেরই অজানা। ভিসা ছাড়া কখনোই একটি দেশ থেকে আরেকটি দেশে বৈধভাবে যেতে পারবেন না। যখন একটি দেশের ভিসা সংগ্রহ করবেন তখন ওই দেশের বৈধতা পাবেন। অন্যথায় আপনাকে অবৈধ …

বিদেশ যেতে ভিসা লাগে কেন

বিদেশ ভ্রমণে ভিসা একটি অনুমতির পত্র যা অনেকেরই অজানা। ভিসা ছাড়া কখনোই একটি দেশ থেকে আরেকটি দেশে বৈধভাবে যেতে পারবেন না। যখন একটি দেশের ভিসা সংগ্রহ করবেন তখন ওই দেশের বৈধতা পাবেন। অন্যথায় আপনাকে অবৈধ হিসেবে গণ্য করা হবে।

সহজ ভাবে বলতে গেলে একজন ব্যক্তি যে দেশে যেতে চায়। সে দেশের সরকারের অনুমতি কে ভিসা বলা হয়। যা সংগ্রহ করার জন্য বিভিন্ন এজেন্সি বা দালালের সাহায্য নিতে হয়। আমরা অনেকেই ভিসা নামটি প্রায়ই শুনে থাকি। কিন্তু জানিনা ভিসা কত প্রকার কি কি। ভিসার কাজ কি ভিসা কেন প্রয়োজন। আজকে আমরা জানাবো, ভিসা কি, ভিসা কেন প্রয়োজন, বিদেশে ভ্রমণ করতে ভিসা কেন লাগে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। এখানে ভিসা কি কত প্রকার, কেন প্রয়োজন জানানো হয়েছে।

ভিসা কি

ভিসা হচ্ছে এক ধরনের অনুমতি পত্র। যা একটি দেশের সরকার আরেকটি দেশের নাগরিককে সেই দেশে থাকার অনুমতি দেয়। ভিসা ছাড়া ভিনদেশে প্রবেশ ও অবস্থান অবৈধ। ভিসা ছাড়া একজন নাগরিক অবৈধ হিসেবে গণ্য করা হয়। পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের কোন একটি পাতায় লিখে সিল দিয়ে, স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয় যা ভিনদেশের সরকার প্রধান করে থাকে। সহজভাবে বলতে গেলে একজন লোক যে দেশে যেতে চায়। সে দেশের সরকার অনুমতি কে ভিসা বলা হয়।

বিদেশ যাওয়ার পূর্বে যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। যে ভিসা পেয়েছেন সে ভিসা কোন কাজের ভিত্তিতে করা হয়েছে এবং পাসপোর্ট এই দুইটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ।

পাসপোর্ট আর ভিসা কি

ভিসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পাসপোর্ট গুরুত্বপূর্ণ। পাসপোর্ট একটি আইনি দলিল যা ভ্রমণের ক্ষেত্রে করতে হবে। এক কথায় বলতে গেলে ব্যক্তির জাতীয়তা বহন করে। পাসপোর্ট এক দেশ থেকে অন্য দেশে পরিবর্তিত হতে পারে। তবে পাসপোর্টে একজন ব্যক্তির বিবরণ থাকে। তার নাম, পাসপোর্ট নম্বর, দেশের কোড, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার তারিখ, নাগরিত্বের প্রমাণ এবং পাসপোর্ট এর ডারক এটি সরহাহকারী দেশের প্রবেশ করতে পারেন।

পাসপোর্ট ও ভিসার মধ্যে পার্থক্য বলতে গেলে। পাসপোর্ট হল একটি নথি যা কোন ব্যক্তি যখন অন্য দেশে ভ্রমণ করে তাকে সনাক্ত করতে সাহায্য করে। ভিসা হল অনুমতিপত্র যার মাধ্যমে একটি দেশে প্রবেশ করার অনুমতি পাওয়া যায়।

ভিসা কি কত প্রকার

বিভিন্ন ধরনের ভিসা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজের জন্য বা কর্মসংস্থানের উদ্দেশ্যে যা প্রবাসীদের প্রদান করা হয়। যেহেতু বিভিন্ন ধরনের ভিসা পাওয়া যায়। তাই ভিসা কত প্রকার ও কি কি জেনে রাখা প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিসা কত প্রকার ও কি কি –

  • কর্মসংস্থানের জন্য ভিসা,
  • ব্যবসায়িক ভিসা,
  • স্টুডেন্ট ভিসা,
  • গৃহকর্মীর জন্য ভিসা,
  • মেডিকেল ভিসা,
  • ভ্রমণ ভিসা,
  • ট্রানজিট ভিসা

ই ভিসা কি

ভিসার কার্যক্রমকে আরো সহজ করতে ই ভিসার পদক্ষেপ নেয়া হয়েছে। ই ভিসা হল একটি ইলেকট্রনিক ভিসা, যা একটি নির্দিষ্ট দেশের যোগ্য নাগরিকের পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে অনুমতি দেওয়া হয়। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের ও এশিয়ার বিভিন্ন দেশে চালু হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য মালয়েশিয়া। আপনার নিকট যদি এই ভিসা থাকে আপনি কোন প্রকার বিশেষ স্টিকার ছাড়াই এই ভিসার মাধ্যমে মালোশিয়া যেতে পারবেন।

এন্ট্রি ভিসা কি

সহজভাবে বলতে গেলে স্বল্পমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদী ভিসা কে বলা হয় এন্টি ভিসা। আপনি যে দেশে নাগরিক হোন ভিনদেশে যেতে ভিসা তৈরি করতে হবে। এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। আপনার পরিচিত কেউ ভিনদেশে যদি থাকে। তার সাথে দেখা করতে চান। এক্ষেত্রে এন্ট্রি ভিসার প্রয়োজন। এন্ট্রি ভিসা তৈরির মাধ্যমে তার সাথে দেখা করতে পারবেন।

ওয়ার্ক পারমিট ভিসা কি

ওয়ার্ক পারমিট হচ্ছে বিদেশ কাজ নেওয়ার একটি অনুমোদিত পত্র। কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিসা তৈরি করা হয়। ওই ভিসা তৈরি করতে অনেক টাকা লাগে। তবে ওয়ার্ক পারমিট ভিসা তৈরিতে কোম্পানি বহন করে। একটি ভিনদেশী কোম্পানির কোন কাজের ক্ষেত্রে অনেক কর্মীর প্রয়োজন। এক্ষেত্রে তারা অন্য দেশে দক্ষ অভিজ্ঞ কর্মীদের নেয়ার ক্ষেত্রে পাসপোর্ট ভিসা সহ আরো অন্যান্য বিষয়বস্তুর কোম্পানি থেকে বহন করে।

আশা করা যায় এখান থেকে ভিসা কি ভিসা কত প্রকার তা জানতে পেরেছেন। যদি এই পোস্ট ভালো লাগে। তাহলে আমাদের ওয়েব সাইটে থাকা আরও অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।

আরও দেখুনঃ 

ভিসা আবেদন করার নিয়ম | অনলাইনে ভিসা আবেদন

পাসপোর্ট চেক করার নিয়ম | পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট আবেদন করার নিয়ম | নতুন পাসপোর্ট করতে কি কি লাগে

Leave a Comment