বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য বাংলা ও ইংরেজিতে ২০২৪

১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে কবিতা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা করা। অন্যদিকে 17 মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। তাই এই দিন উপলক্ষে অনেকেই বঙ্গবন্ধুর …

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য বাংলা ও ইংরেজিতে

১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে কবিতা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা করা। অন্যদিকে 17 মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। তাই এই দিন উপলক্ষে অনেকেই বঙ্গবন্ধুর নাম দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করে ফেসবুকে শেয়ার করে। আপনারা যাতে বিভিন্ন রকমের দারুন সব বঙ্গবন্ধু সম্পর্কে বাক্য এখানে খুঁজে পান। তার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে অনেকগুলো বাক্য এখানে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক।

২. ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি বাংলার মানুষকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

৩. তার অদম্য নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে পরিণত করেন।

৪. ১৯৭২ সালের ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

৫. বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা, তিনি স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৬. তার জীবনের লক্ষ্য ছিল ‘সোনার বাংলা’ গঠন, যেখানে ‘মানুষের মানুষে হবে পূর্ণ’।

৭. বঙ্গবন্ধু ছিলেন একজন জনপ্রিয় নেতা, তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েছিলেন বাংলার জনগণ।

৮. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে সপরিবারে হত্যা করা হয়।

৯. তার শাহাদত বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়, তাকে হত্যার ঘটনায় এখনো রহস্যের আবরণ রয়েছে।

১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন অমর ব্যক্তিত্ব, তার নীতি ও আদর্শ আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে।

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

10 sentences about Bangabandhu:

  1. Birth and education: Bangabandhu Sheikh Mujibur Rahman was born on March 17, 1920, in Tungipara, Gopalganj. He graduated in law from the University of Dhaka.
  2. Political career: Bangabandhu has been involved in politics since his student life. He was the founding president of the Awami League.
  3. Language Movement: Bangabandhu played a significant role in the Language Movement of 1952.
  4. Six Points: In 1966, he presented the historic Six Point Demand.
  5. Liberation War: Bangabandhu was the supreme commander of the Bangladesh Liberation War.
  6. Declaration of Independence: He declared the independence of Bangladesh on March 25, 1971.
  7. President: He served as the first president of independent Bangladesh.
  8. Father of the Nation: Bangabandhu is referred to as the “Father of the Nation.”
  9. Assassination: Bangabandhu and his family were assassinated on August 15, 1975.
  10. Remembrance: Bangabandhu is still remembered with deep respect and love by the people of Bangladesh.

আপনাদের সবার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে দশটি বাংলা বাক্য ও দশটি ইংরেজি বাক্য এই পোস্টে দেওয়া হয়েছে। তাই আপনারা যারা উক্ত বিষয়ের জন্য অনুসন্ধান করছেন। আশা করছি এখান থেকে যাবতীয় বিস্তারিত তথ্য খুঁজে পেয়েছেন।

আরও দেখুনঃ

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ভাষণ | ১৭ ই মার্চের বক্তব্য

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস রচনা ১০০০ শব্দ | ১৭ ই মার্চের রচনা

Leave a Comment