নববর্ষের কবিতা ২০২৪ | পহেলা বৈশাখ নিয়ে কবিতা

১৪ এপ্রিল ২০২৪ রোজ রবিবার বাংলাদেশে পালিত হবে বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন। তাই উক্ত দিনকে ঘিরে পহেলা বৈশাখ মেলা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা …

নববর্ষের কবিতা

১৪ এপ্রিল ২০২৪ রোজ রবিবার বাংলাদেশে পালিত হবে বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন। তাই উক্ত দিনকে ঘিরে পহেলা বৈশাখ মেলা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা যারা পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ও রমণার বটমূলে বসে সারাদিন বিভিন্ন নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করবেন। তাদের জন্য আজকের এই পোস্টে নববর্ষের কবিতা দেওয়া হয়েছে। ১৪৩০ বাংলা সন আমাদের থেকে বিদায় নিচ্ছে ১৪৩১ বাংলা সনের সূচনা হচ্ছে।

পহেলা বৈশাখ নিয়ে কবিতা

পহেলা বৈশাখ
নববর্ষ এলোরে এলো,
আনন্দে মুখখানি ঝলমলে।
নতুন জামা, নতুন পোশাক,
মনটা ভরে উঠে আশায়।

পুরনো বছরের বিদায়,
নতুন বছরের আগমন,
সবার মনে এক প্রত্যাশা,
সুখের হোক এই বছর নব।

হালখাতা খুলে, নতুন করে,
শুরু হবে জীবনের পাথেয়।
করুণা করো দেবতা,
পূরণ হোক সকল আশা।

আত্মীয়স্বজনের সাথে দেখা,
শুভেচ্ছা জানানোর আসর।
মিষ্টি খেয়ে, আনন্দ করে,
কাটবে এই দিন আনন্দে।

বাংলার সংস্কৃতি ঐতিহ্য,
পহেলা বৈশাখে ফুটে ওঠে।
মঙ্গল শোভাযাত্রার আয়োজন,
সকলের মনে আনন্দ জাগে।

এই নববর্ষে প্রার্থনা,
সবার জীবনে হোক সুখ-শান্তি।
দূর হোক সকল দুঃখ-কষ্ট,
বাংলাদেশ হোক সমৃদ্ধ।

এখানে দেখুনঃ পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য ২০২৪

পহেলা বৈশাখের কবিতা

নববর্ষ এলো রে, নতুন আশা নিয়ে,
মন ভরে গেল আনন্দে, মুখ হাসিতে ফুলে।

পুরনো বছরের বিদায়, নতুন বছরের আগমন,
সকলের মনে একই প্রশ্ন, নতুন বছরে কি হবে ফসল?

হালখাতা খুলেছেন ব্যবসায়ী, নতুন করে হিসাব,
আশা করছেন লাভের, ভুলে যাবেন সকল বিষাদ।

নতুন জামাকাপড় পরে, সাজিয়েছেন ঘরবাড়ি,
মিষ্টি খেয়ে আত্মীয়স্বজনের সাথে করবেন আড্ডা।

মঙ্গল শোভাযাত্রা শুরু, ঢাকার রাস্তায়,
নানা রঙের পতাকা হাতে, মুখে গান গাইয়া।

পহেলা বৈশাখের উৎসব, সকলের জন্যই,
ধনী-গরিব, সকলে মিলে করবেন আনন্দ।

নতুন বছরে নতুন প্রতিজ্ঞা, নতুন করে চলবো,
সকলের মঙ্গল কামনা, সবার সাথে মিলে মিশে থাকবো।

আরও দেখুনঃ পহেলা বৈশাখের শুভেচ্ছা, ক্যাপশন, স্ট্যাটাস ও পোস্ট ২০২৪

নববর্ষের কবিতা

বাজে ঢোল বাজে ঢাক
ঐ এলো বৈশাখ !!
মেলা হবে খেলা হবে
হবে কবি গান,

বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ !!
মন নাচে প্রাণ নাচে
হাসে কবি গুরু
ঝড় এলে বুক কাঁপে
ভয়ে দুরু দুরু !!

বাংলা নববর্ষের কবিতা

বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়,,
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃসনো মেঘের নায় !!

বৈশাখ এলো কাল বৈশাখীর
হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,,
বৈশাখ এলো বাউলের বেশে
বৈশাখী গান গেয়ে !!

উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা,,
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা !!

শোষণ যুলুম রুখে দাড়াও
তাড়াও দুখের দিন ,,
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ !!

এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ ,,
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান !!

পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো প্রহেলা বৈশাখ,,
সব ভেদাবেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ !!

পহেলা বৈশাখের ছোট কবিতা

বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ !
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা !!

পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় ‘’
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায় ;
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান !!

এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,,,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ !!

শুভ নববর্ষ কবিতা 2024

হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে;
এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ ‘পরে।
সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে;
প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে।
হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে;
ফুলের ভালোবাসার ডালি দাও তুলে।
মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে,
দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে
ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে;
একই সাথে থাকি সবে পরম ভালোবেসে
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা;
এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।

আমরা চেষ্টা করেছি আজকের পোষ্টের সাহায্যে সবাইকে পহেলা বৈশাখ সম্পর্কিত বিভিন্ন কবিতা দিয়ে সাহায্য করার। উক্ত কবিতাগুলো সংগ্রহ করে আপনি বিভিন্ন নববর্ষ কবিতা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পহেলা বৈশাখ উপলক্ষে শেয়ার করতে পারবেন। সবার সাথে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করুন।

Leave a Comment