ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

আমাদের দেশে জালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই ব্যাটারি চালিত মোটর সাইকেলের দিকে ঝুঁকছে। কারন তুলনামূলক ভাবে ইলেকট্রিক বাইক বা ব্যাটারি চালিত মোটর সাইকেলের দাম অনেকাংশে কম। তাই আজ আমরা ইলেকট্রিক বাইক বা ব্যাটারি …

ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ

আমাদের দেশে জালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই ব্যাটারি চালিত মোটর সাইকেলের দিকে ঝুঁকছে। কারন তুলনামূলক ভাবে ইলেকট্রিক বাইক বা ব্যাটারি চালিত মোটর সাইকেলের দাম অনেকাংশে কম। তাই আজ আমরা ইলেকট্রিক বাইক বা ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ সম্পর্কে অবগত হব।

ব্যাটারি চালিত মোটর সাইকেল

আমাদের দেশে সাধারণত ইঞ্জিন চালিত বাইক বা মোটর সাইকেল বেশি চলে থাকে। তবে ইদানীং মানুষ ইলেকট্রিক বাইকের দিকে আকৃষ্ট হচ্ছে। যে বাইক ব্যাটারির সাহায্যে চলে তাকে এক কথায় ইলেকট্রিক বাইক বলে আখ্যায়িত করা হয়। ইলেকট্রিক বাইকের খরচ প্রতি কিলো তে মাত্র ১০-১৫ পয়সা।এবং এক চার্জে ৭০-১০০ কিলোমিটার অতিক্রম করতে পারে।

ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ

আামাদের দেশে যেহেতু ইলেকট্রিক বাইকের তেমন প্রচলন নেই তাই ইলেকট্রিক বাইক এখনো তেমন জনপ্রিয়তা পেয়ে উঠেনি। তবে ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক আনতে সক্ষম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু ইলেকট্রিক বাইক বা ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ সম্পর্কে জানব। ইলেকট্রিক বাইক বলতে প্রথমেই নাম আসে Akij ব্র্যান্ডের নাম তারপর Exploit, Green Tiger ইত্যাদি।

Akij Durbar ব্যাটারি চালিত মোটর সাইকেল

Akij Durbar বাইকটি ডুয়েল ডিস্কের পাশাপাশি লম্বা সিট আরামদায়ক। এর সর্বোচ্চ পাওয়ার 2500W এবং এক চার্জে প্রায় ৭০ কি মি দূরত্ব অতিক্রম করতে পারে। এবং এই পুরো ব্যাটারি চার্জ করতে ৬-৭ ঘন্টা সময় লাগে। বাইকটির ওজন প্রায় ১১০ কেজি। বাইকটির মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

আরও জানুনঃ মোটরসাইকেল লাইসেন্স রেজিস্ট্রেশন ফি ২০২৪ | পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি

Akij Durdanto ব্যাটারি চালিত মোটর সাইকেল

Akij Durdanto বাইকটি সম্পূর্ণ স্পোর্টস লুকের সাথে আসে। বাইটি ডুয়েলডিক্স হওয়ার পাশাপাশি মাত্র ১০৫ কেজি ওজন। সর্বোচ্চ পাওয়ার ক্যাপাসিটি 2500W জা সম্পূর্ণ চার্জ করতে ৬-৭ ঘন্টা সময় লাগে। এবং ৬৫ থেকে ৭০ কিলো এক চার্জে অতিক্রম করতে পারে। বাইকটির মূল্য ১,৭০,০০০ টাকা।

ব্যাটারি চালিত স্কুটার দাম বাংলাদেশ

Akij Sathi Battery Scooter

Akij Sathi বাইকটি খুবই সৌখিন ই বাইক। তিন চাকার স্কুটারটির ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটর 500W এবং পুরো চার্জ করতে ২-৩ ঘন্টা। সর্বোচ্চ গতি ৩০-৩৫ কিমি। এবং এক চার্জে ৫৫-৬০ কিলো চলতে পারে। বাইকটির মূল্য ১,১৫,০০০ টাকা

Akij Samrat ব্যাটারি চালিত মোটর সাইকেল

Akij Smart বাইকটি খুবই লাইট ওয়েটের পাশাপাশি 1500W বিগ ক্যাপাসিটি পাওয়ার ধারণ করে। এবং চার্জ মাত্র ৪-৫ ঘন্টা সময়ের মধ্যে হয়ে যায়। এবং এই বাইকটিতে রয়েছে ডুয়েল ডিস্ক। বাইকটি ৬০-৬৫ কিলো দূরত্ব অতিক্রম করতে পারে। বাইকটির বাজার মূল্য মাত্র ৯২ হাজার টাকা।

Akij Durjoy Battery Scooter 

আজকের বাইকগুলোর মধ্যে সবচেয়ে দাম এবং কাজের উপকারী বাইকটি হচ্ছে Akij Durjoy। এই স্কুটারটির সর্বোচ্চ গতি 80 kmph। পাওয়ার ক্যাপাসিটি 1000W এবং এক চার্জে ৬০-৭০ কিলো চলতে পারে । বাইকটির মূল্য মাত্র ৮৯০০০ টাকা।

আরও দেখুনঃ বাইকের রেজিষ্ট্রেশন ফি কত ২০২৪ | ২ ও ১০ বছর ট্যাক্স টোকেনসহ কত টাকা

Akij Ponkhiraj ব্যাটারি চালিত মোটর সাইকেল

Akij Ponkhiraj বাইকটি নিত্য প্রয়োজনীয় কাজগুলো অনায়াসে করতে পারে। এবং এর মাইলেজ প্রায় ৫৫-৬০ কিলো। এবং সর্বোচ্চ গতিসীমা ৬৫ kmph। মাটির বাজার বিক্রয় মূল্য ৭৮,৫০০ টাকা মাত্র।

Exploit M3 ব্যাটারি চালিত মোটর সাইকেল

এই বাইকটি বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক গুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেখতে বাইক। এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটি 1000W এবং সর্বোচ্চ গতি সীমা ৬০-৭০ kmph। এবং প্রায় ৭০ থেকে ৭২ মাইলেজ দিতে সক্ষম। বাইকটির দাম ১,১৫,০০০ টাকা।

Green Tiger ব্যাটারি চালিত মোটর সাইকেল

Green Tiger কোম্পানি সাধারণত ইলেকট্রনিক্স স্কুটার বেশি বিক্রি করে থাকে। আলাদাভাবে সবগুলো স্কুটার নিয়ে আলোচনা করলাম না। প্রতিটি স্কুটার প্রায় ৬০ থেকে ৮০ মাইলেজ দিতে পারে এবং পাওয়ার ক্যাপাসিটি 1500W। বাইকগুলোর মূল্য তালিকা দেখুনঃ

  • Green Tiger GT-Sprint R – ৮৭,৫০০।
  • Green Tiger GT-Knight R – ৭৪,৫০০।
  • Green Tiger GT-5 Pulse – ৭৭,৫০০।
  • Green Tiger GT-Sprint XR – ৯২,৫০০।

এছাড়া আমাদের দেশে বেশ কিছু ইলেকট্রিক বাইক লঞ্চ করা হয়েছে। যেমন : Runner, xiaomi, Bir ইত্যাদি। ইলেকট্রিক বাইকের সুবিধার পাশাপাশি অনেক অসুবিধা রয়েছে। যেমন : এই বাইকগুলোকে বৃষ্টিতে অথবা ধোঁয়া নিষেধ। কারণ এই বাইকগুলোতে পানি পড়লে মেইল ফাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে পুরোপুরিভাবে ইলেকট্রিক বাইকের উপর সব জায়গায় মেকানিক পাওয়া যায় না। তবে যে বাইক ব্যবহার করুন না কেন অবশ্যই হেলমেট এবং সেফটি গিয়ার পরিধান করবেন।

Leave a Comment