বাইকের রেজিষ্ট্রেশন ফি কত ২০২৪ | ২ ও ১০ বছর ট্যাক্স টোকেনসহ কত টাকা

বাইক রেজিষ্ট্রেশন ফি পূর্বে কত ছিলো বর্তমানে কত? বাইক রেজিষ্ট্রেশন করতে কত খরচ হতে পারে। বাইক রেজিষ্ট্রেশন করতে কি কি কাগজ পত্রের প্রয়োজন হয়?দালাল ছাড়া কিভাবে বাইক রেজিষ্ট্রেশন করবেন? বর্তমান সময় মার্কেটে বিভিন্ন সিসির মোটরসাইকেল …

বিআরটিএ বাইকের রেজিষ্ট্রেশন ফি

বাইক রেজিষ্ট্রেশন ফি পূর্বে কত ছিলো বর্তমানে কত? বাইক রেজিষ্ট্রেশন করতে কত খরচ হতে পারে। বাইক রেজিষ্ট্রেশন করতে কি কি কাগজ পত্রের প্রয়োজন হয়?দালাল ছাড়া কিভাবে বাইক রেজিষ্ট্রেশন করবেন? বর্তমান সময় মার্কেটে বিভিন্ন সিসির মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। আপনি হয়তো ইতিমধ্যে আপনার পছন্দের মোটরসাইকেল ক্রয় করেছেন। কিন্তু মোটরসাইকেলটি সকল জায়গায় চালানোর জন্য আপনাকে অবশ্যই বৈধ কাগজপত্র করতে হবে। যার জন্য আপনাকে অবশ্যই বাইকের রেজিস্ট্রেশন ফি কত তা জানতে হবে। আপনাদের সবার সুবিধার্থে আজকের এই পোস্টে আমরা উল্লেখ করেছি বাজারে প্রকাশিত বিভিন্ন সিসির মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র।

বাইক প্রত্যেক টা ছেলের স্বপ্ন। বর্তমানে অনেক মেয়ের ও স্বপ্ন এই বাইক। বাইক কিনে শুধু স্বপ্ন পূরন করলেই হয় না, বাইক রাস্তায় সঠিক ভাবে চালাতে হলে প্রয়োজন বাইকের রেজিষ্ট্রেশন। বাইকের কিছু কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স। এই পোস্ট টির মাধ্যমে বিস্তারিত জানতে পারবো।

বাইকের রেজিষ্ট্রেশন ফি ২০২৪

আমরা অনেকেই জানি বাইকের রেজিষ্ট্রেশন ফি ১০ বছরের জন্য ২০,৯৬৪ টাকা। কিন্তু ২০,৯৬৪ টাকা কিভাবে? কোন খ্যাতে কত টাকা ব্যয় হলো তা অনেকেই জানিনা। চলুন জেনে নেওয়া যাক বাইকের রেজিস্ট্রেশন ফি কিভাবে ১১,৭৬৪ ও ২০, ৯৬৪ হাজার টাকা। আপনি যখন বাইক কিনবেন তখন বাইকের রেজিস্ট্রেশন হয় অর্থাৎ একটি বাইকের একবারই রেজিস্ট্রেশন হয়। পূর্বে বাইকের রেজিস্ট্রেশন ফি অনেক বেশি ছিল। বাইকের রেজিস্ট্রেশন ফি কমিয়ে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি করা হয়েছিল ১০,১৫২ টাকা।কিন্তু ২০২৩ সালে রেজিস্ট্রেশন ফি আবার বাড়িয়ে করা হয়েছে ২ বছরের জন্য ১১,৭৬৪ টাকা। ২ বছররের জন্য ১১, ৭৬৪ ও ১০ বছরের জন্য ২০, ৯৬৪ টাকা হল বাইকের রেজিস্ট্রেশন। কিন্তু বাইকটা কে রাস্তায় চালাতে হলে আপনার করাতে হবে ট্যাক্স টোকেন।

আরও দেখুনঃ মোটরসাইকেল লাইসেন্স রেজিস্ট্রেশন ফি ২০২৩ | পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি

বাইকের রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র

অনেকেই হয়তো জানেন না মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপত্র লাগে। আপনাদের সুবিধার্থে এখানে আমরা একটি তালিকা তৈরি করেছি যেখানে উল্লেখ করা হয়েছে বাইক রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয় কাগজপত্রের নাম।

  • ১। মালিক ও আমদানি কারক বা ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদন পত্র
  • ২। আপনি যে সুরুম বা ডিলার হতে বাইক কিনবেন সেখানকার মানি রিসিপ্ট ও ডেলিভারি চালান।
  • ৩। ভাইকে আমদানির সকল কাগজপত্র।
  • ৪।শোরুম থেকে দেওয়া মোটরসাইকেলের ব্যাটারি চালান কপি।
  • ৫।যে আমদানি করেছে তার ভেট পরিষদের সোনালী ব্যাংকের ট্রেজারি চালান কপি।
  • ৬। কাস্টমস শুল্ক রশিদ।
  • ৭।রেজিস্ট্রেশনের পেমেন্ট রশিদ।
  • ৮। জাতীয় পরিচয়পত্রের কপি।
  • ৯। বিদ্যুৎ বিল বা গ্যাস বিল এর কাগজ।
  • ১০।ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স না থাকলে লার্নার কপি।

আরও জানুনঃ লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগবে

বাইক ট্যাক্স টোকেন রিনিউ করার নিয়ম

একটা সময় ছিল যখন আপনি মেঘের লম্বা সিরিয়াল দিয়ে ট্যাক্স টোকেন রিনিউ করতেন। কিন্তু এখন আর ওই দিন নেই আপনি চাইলে ঘরে বসে স্মার্ট ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন। বিকাশ ভিসা কার্ড মাস্টার কার্ড ব্যবহার করে ঘরে বসে ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন।

বিকাশের মাধ্যমে ট্যাক্স টোকেন রেনু করতে হলে প্রথমে আপনাকে বিএসপি পোর্টালে একটি একাউন্ট করতে হবে।বিএসপির ওয়েবসাইটে ঢুকে আপনাকে বিকাশ মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যেহেতু ট্যাক্স টোকেন আপনার হোম ডেলিভারি হবে তাই অবশ্যই বাসার ঠিকানা সঠিক দিবেন।

আপনাকে ২০০০ টাকা বাইকের রেজিস্ট্রেশন ছাড়া অন্যান্য খরচ দিতে হবে সাথে ৩০০ টাকা ভ্যাট টোটাল ২৩০০ টাকা পেইড করতে হবে। সাধারণত পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যেই ট্যাক্স টোকেন বাসায় পৌছে দেওয়া হয়।

৮০ থেকে ৯৯ সিসি বাইকের রেজিষ্ট্রেশন ফি

আমরা অনেকেই ১০০ সিসি বা তার নিচের বাইক চালিয়ে থাকি। কম সিসি বাইক চালায় বলে যে রেজিস্ট্রেশন করতে হবে না এমন না। ৯৯ সিসি পর্যন্ত ও ৯০ কেজি নিচে বাইকের জন্য দুই বছরের রেজিস্ট্রেশন ফি ৯,২৯১ টাকা।এবং দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করতে চাইলে আপনার লাগবে ১৩৮৯১ টাকা।

৯০ কেজিরউপরের / ১০০ সিসি বাইকের রেজিষ্ট্রেশন ফি

১০০ সিসি পর্যন্ত এবং ৯০ কেজির ঊর্ধ্বে বাইকের দুই বছরের ট্যাক্স টোকেনসহ রেজিস্ট্রেশন ফী ১০, ৪৪১ টাকা। আপনি যদি ১০ বছরের জন্য ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন করতে চান সে ক্ষেত্রে খরচ হবে ১৯,৪৪১ টাকা।

১০১ থেকে ১৫৯ সিসি বাইকের রেজিষ্ট্রেশন ফি

যুবকদের স্বপ্নের বাইক গুলি হল ১০০ সিসির উপরে। ১০১ থেকে ১৬৫ সিসির বাইকের দুই বছরের ট্যাক্স টোকেনসহ রেজিস্ট্রেশন ফি ১১,৭৬৪ টাকা। ও দশ বছরের জন্য করলে আপনাকে গুনতে হবে ২০,৭৬৪ টাকা।

মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি

আপনার যদি ১১০ সিসি বাইক থেকে থাকে। তাহলে আপনাকে দুই বছরের জন্য ট্যাক্স টোকেন সহ প্রায় ১১,৭৬৪ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। অন্যদিকে আপনি যদি ১০ বছরের জন্য কাগজ করতে চান। তাহলে আপনাকে ট্যাক্স টোকেন সহ প্রায় ২০ হাজার ৯৬৪ টাকার মত জমা দিতে হবে। ১২৫ সিসি বাইক রেজিস্ট্রেশন ফি দুই বছরের জন্য ১১৭৬৪ টাকা। অন্যদিকে দশ বছরের জন্য ২০,৯৬৪ টাকা। একইভাবে বাজাজ, ইয়ামাহা, সুজুকি সহ অন্যান্য ব্র্যান্ডের বাইকের রেজিস্ট্রেশন ফি চেক করার জন্য আপনারা বিআরটিএ অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

সুপ্রিয় দর্শক উপরের আলোচনা হতে আমরা জানতে পেরেছি কিভাবে বাইক রেজিস্ট্রেশন করতে হয় এবং কত টাকা প্রয়োজন। আশা করি আপনার উপকৃত হবেন। এখন থেকে আর ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য দালালের পিছন পিছন ঘুরতে হবে না। দালালের চক্করে পরে এখন থেকে আর হয়রানির শিকার হতে হবে না। পোস্টটি পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

আরও দেখুনঃ

মোটরসাইকেল লাইসেন্স রেজিস্ট্রেশন ফি ২০২৪

26 thoughts on “বাইকের রেজিষ্ট্রেশন ফি কত ২০২৪ | ২ ও ১০ বছর ট্যাক্স টোকেনসহ কত টাকা”

  1. লার্নার কপি দিয়ে কি এখন বাইক রেজিষ্টেশন করা যায় ?

    Reply
    • মেয়াদ শেষ হওয়ার ৩০ বা ১৫ দিন আগে আবারো ২ বছরের জন্য ট্যাক্স টোকেন রিনিউ করবেন।

      Reply
  2. আমার গাড়ির ট্যাক্স ২০১৮ সাল পযন্ত ছিল এরপর আর ট্যাক্স জমা দেয়নাই।এখন যদি ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে কি করা প্রয়োজন।

    Reply
    • আপনি যদি শোরুমকে দিয়ে বাইকের কাগজ করতে চান। তাহলে ডাটা এন্ট্রি আপনার করা লাগবে না। কিন্তু নিজে নিজে গাড়ির কাগজ করতে হলে। শোরুম অথরিটিকে দিয়ে ডাটা এন্ট্রি করিয়ে নিতে হবে।

      Reply
  3. আমার ১২৫ সিসি বাইকের প্রথমে দুই বছর দুই বছর করে দুইবার ট্যাক্স টোকেন টাকা জমা দেওয়া হয়েছে এখন আবার পরবর্তী দুই বছরের জন্য করব এখন বর্তমান ফি কত বললে একটু ভালো হতো ভাই

    Reply
  4. ২০২২ এ বাইক কেনা হলে সেক্ষেত্রে কত টাকা লাগবে রেজিষ্ট্রেশন ও ট্যাক্স টোকেন করতে?

    Reply
  5. আমি একটি সেকেন্ড হেন্ড বাইক কিনছি, বাইকের আগে রেজিষ্ট্রেশন করা ছিলো না,বাইক কেনা হইছে ২০২২ সালে এখন আমি রেজিষ্ট্রেশন করতে চাই এতে করে কি জরিমানা দিতে হবে?

    Reply
  6. ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক রেজিষ্ট্রেশন করার কোন উপায় আছে?

    Reply
    • ড্রাইভিং লাইসেন্স করার আবেদন কপি দিয়ে বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের আবেদন কপি কে লার্নার কপি বলে।

      Reply
  7. ২ বছরের কাগজ করা আছে এখন মেয়াদ শেষ হয়ে গেলে পুনরায় আবার ২ বছরের কাগজ করা ঠিক হবে অথাবা ২ বছরের জন্য ট্যাক্স রিনিউ করা উচিত হবে

    Reply
  8. ১০১ – ১৫৯ CC নতুন বাইক ১০ বছরের জন্য রেজিস্ট্রেশন করতে খরচ হয় ২০,৯৬৪ টাকা।
    এছাড়া আলাদা কোনো খরচ আছে কি?
    আমি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করেছি। ২ মাস পর পরীক্ষা। আমার কাছে যে লার্নার আছে সেটা দিয়ে কি বাইক রেজিস্ট্রেশন করা যাবে?

    Reply

Leave a Comment