সারা বছর বিভিন্ন মানুষের কাশির সমস্যা দেখা দেয়। বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় বেশিরভাগ মানুষের ঠান্ডা কাশি সমস্যা হয়। যার মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য বাজারে সিরাপ ও ট্যাবলেট জাতীয় ওষুধ রয়েছে। অনেকে আছেন যারা ট্যাবলেট জাতীয় ওষুধ খেতে পারেন না তারা সিরাপ সেবন করেন। আপনিও হয়তো জানতে চাচ্ছেন বড়দের কাশির সমস্যার সিরাপের নাম। অন্যদিকে আজকের পোস্টে আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে শুষ্ক কাশির ওষুধের নাম। বর্তমানে বাজারে বিভিন্ন ওষুধ কোম্পানি কাশির সিরাপ ও ট্যাবলেট বিক্রি করছে।
কাশি একটি মারাত্মক সমস্যা যা দীর্ঘদিন থাকার ফলে আপনার আরো বড় ধরনের সমস্যা হতে পারে। যার জন্য আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাশির সিরাপ অথবা ট্যাবলেট সেবন করতে হবে। বর্তমান প্রযুক্তির সময় তাই মানুষ নিজের মুঠোফোনের মাধ্যমে google এ অনুসন্ধান করে বিভিন্ন সিরাপ ফার্মেসি থেকে ক্রয় করে। আপনি হয়তো নিজের কাশির সমস্যা সমাধান করার জন্য সিরাপের নাম জানতে চাচ্ছেন। তাই আজকের এই পোস্টে আপনাদের জন্য সিরাপ ও ট্যাবলেট এর বিভিন্ন নাম তালিকা আকারে উপস্থাপন করা হয়েছে।
বড়দের কাশির সিরাপের নাম
আপনি আপনার আশেপাশের ফার্মেসী থেকে বিভিন্ন ধরনের কাশির সিরাপ ও ট্যাবলেট ক্রয় করতে পারবেন। যার মধ্যে অন্যতম সিরাপ গুলোর নাম ও মূল্য কত সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তালিকা করে দেওয়া হয়েছে।
পিউরিসাল সিরাপঃ এই সিরাপটি বড় ও ছোট সবার জন্যই ব্যবহার করা হয়। তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কারো ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ৫০ মিলি পিউরিসাল সিরাপের দাম ৩০ টাকা ও ১০০ মিলি পিউরিসাল সিরাপ এর দাম ৪৫ টাকা।
এডোভাস সিরাপঃ এই সিরাপটি স্কয়ার কোম্পানি কর্তৃক প্রকাশিত। যারা স্কয়ার কোম্পানির কাশির সিরাপ ক্রয় করতে চান তারা এই সিরাপটি ক্রয় করতে পারেন। যাদের বুকের ভিতর কফ জমে আছে। তাদের জন্য এটা ভালো কার্যকরী। আপনার যদি শুষ্ক কাশি থাকে তাহলে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন। ১০০ মিলি এডোভাস সিরাপ ক্রয় করতে আপনাকে দিতে হবে ৭০ টাকা ও ২০০ মিলি সিরাপের জন্য আপনাকে ১১০ টাকা দিতে হবে।
টমিফেন সিরাপঃ যাদের শুষ্ক কাশি ও তীব্র কাশি রয়েছে তাদের জন্য এই সিরাপটা ভালো কাজ করে। এই সিরাপটি তৈরি করেছে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই সিরাপ সেবনের ফলে আপনার শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যার মধ্যে অন্যতম হচ্ছে ঝিমঝিম ভাব বা বমি বমি ভাব হতে পারে। বাজারে টমিফেন সিরাপ ক্রয় করার জন্য আপনাকে ৪০ টাকা দিতে হবে।
আরও দেখুনঃ বাচ্চাদের কাশির সিরাপ এর নাম
এডোলিফ সিরাপঃ বড়দের কাশির নিরাময় জন্য অন্যতম ব্যবহারিত সিরাপ হচ্ছে এডোলিফ। এটি আপনার ভেতরে জমে থাকা কফ অপসারণ করবে। শুষ্ক কাশি নিরাময় ও ফুসফুসের দুর্বলতা ঠিক করার জন্য এটি কাজ করে। এই ওষুধটি ক্রয় করার জন্য আপনাকে ১০০ মিলির জন্য ৬৫ টাকা ও ২০০ মিলির জন্য ১০৫ টাকা দিতে হবে।
অফকফ সিরাপঃ যাদের ঠান্ডার সাথে কাশির সমস্যা রয়েছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ডাক্তার যাদের শুকনো কফ বা কাশি হয় তাদের জন্য এটি ব্যবহার করার নির্দেশনা দিয়ে থাকে। অফ কফ সিরাপ ১০০ মিলি ক্রয় করার জন্য আপনাকে দিতে হবে ৮০ টাকা। তবে বাজারের অবস্থা অনুযায়ী ৫ টাকা দাম এদিক সেদিক হতে পারে।
বড়দের কাশির সিরাপ এর নাম বাংলাদেশ
কাশির সমস্যা শুধু ছোট ছেলেমেয়েদের হয় না। বর্তমানে কাশির সমস্যা বড়দের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে। যার জন্য অনেকেই বড়দের কাশির সিরাপ হিসেবে কোন সিরাপটি ব্যবহার করবে তা জানতে চাচ্ছে। তাদের জন্য আজকের এই পোস্টে বড়দের কাশির সিরাপের নাম ও মূল্য সাথে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
ডেক্সপোটেন প্লাস সিরাপঃ
বাজারে আপনি বিভিন্ন ধরনের বড়দের খাওয়ার সিরাপ খুঁজে পাবেন। তার মধ্যে কাশির রোগের জন্য অন্যতম সিরাপ হচ্ছে ডেক্সপোটন প্লাস সিরাপ। অন্যান্য ওষুধের মত হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি খাওয়ার পর আপনি যানবাহন চালাবেন না কারণ আপনার খাওয়ার পর ঘুম ঘুম ভাব হবে। আর অবশ্যই যেকোনো ধরনের সিরাপ সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ১০০ মিলি ডেক্সপোর্টেন প্লাস সিরাপ ক্রয় করার জন্য আপনাকে ১০০ টাকা দিতে হবে।
আরও জানুনঃ কাশির এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম
তুসকা প্লাস সিরাপঃ
বড়দের মধ্যে যারা কাশির জন্য তুস্কা সিরাপ খায় তারা অনেকেই ভালো ফলাফল পায়। আপনার যদি শুকনো কাশি ও গলা ব্যথা থাকে তাহলে আপনি এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তুসকা প্লাস সিরাপটি সেবন করতে পারেন। এটি সেবন করার ফলে আপনার বুকে জমাট বেঁধে থাকা কফ আস্তে আস্তে বেরিয়ে যাবে। ১০০ মিলি তুসকা প্লাস সিরাপ বাজারে ৮০ টাকা দিয়ে ক্রয় করতে হবে।
টুসপেল সিরাপঃ
প্রাপ্তবয়স্কদের কাশির সমস্যার জন্য এই সিরাপটি বিশেষভাবে কাজ করে। টুসপেল সিরাপ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির কাশির ওষুধ। এটি সেবন করার মাধ্যমে আপনি আপনার শুকনো কাশি ও বুকের সর্দি নিরাময় করতে পারেন। ১০০ মিলি টুস্পেল সিরাপ ক্রয় করার জন্য আপনাকে দিতে হবে ৮৫ টাকা।
শুষ্ক কাশির ঔষধের নাম
আমরা অনেকেই আছি যারা শুষ্ক কাশির ওষুধের নাম জানার জন্য অনুসন্ধান করি। বাজারে ভালো ও খারাপ দুই ধরনের ওষুধ পাওয়া যায়। কিন্তু ওষুধের ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের কাশির ওষুধের নাম জানতে হবে। এখানে আপনাদের জন্য শুষ্ক কাশির ওষুধের নাম তথ্য সংযুক্ত করা হয়েছে। আশা করি এখান থেকে কয়েকটি ওষুধটি আপনাকে ভালো ফলাফল পেতে সাহায্য করবে।
দীর্ঘ সময় ধরে ঠান্ডা ও কাশি জনিত সমস্যা হলে অবশ্যই অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে। পোস্টে উল্লেখিত কাশির সিরাপ ও ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। ফার্মেসি থেকে কেনার সময় অবশ্যই বুঝে নিবেন কোনটা কতবার খেতে হবে। বিভিন্ন মেডিসিন সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।
আরও দেখুনঃ
কাশির ঔষধ ও সিরাপ এর নাম | কাশির এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম