ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন পরিবহনের মাধ্যমে যেতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া ভিন্ন। বাস ভাড়া ভিন্নতা থাকায় জানতে হয় কোন বাসের ভাড়া কত। সাধারণত কক্সবাজারে যে সকল বাস যাতায়াত করে। এনা পরিবহন, গ্রীন লাইন, হানিফ পরিবহন ও স্লিপার বাস। এই সকল বাসের মধ্যে এনা পরিবহন এবং গ্রীন লাইন বেশি জনপ্রিয়।
এই পরিবহন সবচেয়ে বেশি যাতায়াত করে কক্সবাজার মৌসুমে যখন পর্যটক বেশি থাকে। কক্সবাজার হল সমুদ্র সৈকত যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। বাংলাদেশের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে প্রতিবছরই অনেক পর্যটক আসে। যখন পর্যটক বেশি হয় সাধারণত তখন বাসের ভাড়া বেশি নিয়ে থাকে। ঢাকা থেকে কক্সবাজার যারা ভ্রমণ করে। ভ্রমণ করার পূর্বে বাস ভাড়া কত। নন এসি এবং এসি বাসের ভাড়া কত। স্লিপার বাসের ভাড়া কত এবং সময়সূচি সম্পর্কে জেনে রাখা উচিত। এনা পরিবহনসহ অন্যান্য বাসের ভাড়া কত। এনা পরিবহন থেকে কক্সবাজার যাওয়ার ভাড়া কত দেখে নিন।
এনা পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া
এনা পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাইলে যেতে পারবেন। সাধারণত এনা পরিবহনের দুই ধরনের বাস রয়েছে। নন এসি বাস এবং এসি বাস। ঢাকা থেকে কক্সবাজার এনা পরিবহন তাদের নন এসিতেও অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। নন এসিতে যাতায়াত করলে কম বাড়ায় যেতে পারবেন। এনা এসি বাসে চাইলে যেতে পারবেন। নন এসি ভাড়া ১১০০ টাকা। এসি বাসের ভাড়া ১৩০০ থেকে ২ হাজার টাকা।
ঢাকা টু কক্সবাজার নন এসি বাস ভাড়া ও সময়সূচী এর তালিকা:
ক্রমিক নং | বাসের নাম | এসি বাস এর ভাড়া | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
০১ | শ্যামলী পরিবহন (এসপি) | ৮৫০ | রাত ০৭ঃ০০ ও ০৮ঃ৩০ | সকাল ০৫ঃ০০ ও ০৬ঃ৩০ |
০২ | শ্যামলী পরিবহন(এন আর) | ৭৫০ | রাত ০৮ঃ৩০ ও ০৯ঃ১৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ১৫ |
০৩ | দেশ ট্রাভেলস | ৮০০ | সকাল ০৭ঃ০০ ও রাত ১০ঃ১৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৩০ |
০৪ | সোহাগ পরিবহন | ৮০০ | রাত ০৮ঃ১৫ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ০০ |
০৫ | গ্রীন লাইন পরিবহন(স্লিপার) | ৮০০ | রাত ০৮ঃ১৫ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫ |
০৬ | গ্রীন লাইন পরিবহন | ৮০০ | রাত ০৮ঃ৪৫ ও ১০ঃ০০ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ০০ |
০৭ | সেন্টমার্টিন পরিবহন | ৯৪০ | রাত ০৮ঃ১৫ ও ১০ঃ ৩০ | সকাল ০৫ঃ৪৫ ও ০৮ঃ০০ |
০৮ | সেন্টমার্টিন হুন্ডাই | ৯০০ | রাত ০৭ঃ১৫ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ১৫ |
০৯ | সেঁজুতি ট্রাভেলস | ৮০০ | রাত ০৮ঃ৪৫ ও ১০ঃ৪৫ | সকাল ০৬ঃ০০ ও ০৮ঃ০০ |
১০ | হানিফ এন্টারপ্রাইজ | ৮৫০ | রাত ০৮০০ ও ১০ঃ০০ | সকাল ০৫ঃ০০ ও ০৭ঃ৩০ |
১১ | মিয়ামি এয়ার কন | ৮০০ | সন্ধ্যা ০৭ঃ৩০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ০০ ও ০৮ঃ০০ |
১২ | স্টার লাইন | ৮০০ | সন্ধ্যা ০৭ঃ০০ ও ০৮ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ০০ |
১৩ | ঈগল পরিবহন | ৮০০ | রাত ০৭ঃ০০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৪৫ |
১৪ | এনা পরিবহন | ৮০০ | রাত ০৭ঃ৩০ ও ০৬ঃ১৫ | সকাল ০৫ঃ৪৫ ও ০৫ঃ৩০ |
১৫ | সৌদিয়া কোচ সার্ভিস | ৮০০ | বিকাল ০৬ঃ৩০ ও রাত ০৯ঃ০০ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫ |
১৬ | রয়েল কোচ | ৮০০ | রাত ০৮ঃ০০ ও ০৯ঃ৩০ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫ |
১৭ | শিথিল পরিবহন | ৭৫০ | রাত ০৭ঃ৩০ ও ০৯ঃ২৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৫০ |
এনা পরিবহন ঢাকা টু কক্সবাজার
এনা এসি বাসের মাধ্যমে ভ্রমণ করা অনেক সহজ। নন এসি বাসের থেকে এসি বাসের ভাড়া অনেকটাই বেশি। নন এসি হোক অথবা এসি এনা পরিবহনের বাসে যাতায়াত অনেক সহজ এবং আরামদায়ক। আপনি যদি ঢাকা থেকে অল্প টাকায় কক্সবাজার যেতে চান তাহলে এনা পরিবহন দেখতে পারেন। এবং অন্যান্য পরিবহনের বাস ভাড়া কত এখান থেকে দেখে নিন।
ঢাকা টু কক্সবাজার এসি বাস ভাড়া ও সময়সূচী এর তালিকা:
ক্রমিক নং | বাসের নাম | এসি বাস এর ভাড়া | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
০১ | শ্যামলী পরিবহন (এসপি) | ২১০০ | রাত ০৮ঃ৩০ ও ১০:০০ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ৩০ |
০২ | শ্যামলী পরিবহন(এন আর) | ১২৫০ | রাত ০৭ঃ৩০ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ৪৫ |
০৩ | দেশ ট্রাভেলস | ১৭০০ | সকাল ০৮ঃ০০ ও রাত ১১ঃ১৫ | সকাল ০৬ঃ০০ ও ০৮ঃ০০ |
০৪ | সোহাগ পরিবহন | ১৬৫০ | রাত ১০ঃ১৫ ও ১১ঃ১৫ | সকাল ০৭ঃ৩০ ও ০৮ঃ৩০ |
০৫ | গ্রীন লাইন পরিবহন(স্লিপার) | ২৩৫০ | রাত ০৯ঃ১৫ ও ১০ঃ১৫ | সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ১৫ |
০৬ | গ্রীন লাইন পরিবহন | ১৩৭০ | রাত ০৭ঃ৪৫ ও ১১ঃ২০ | সকাল ০৫ঃ৩০ ও ০৮ঃ৩০ |
০৭ | সেন্টমার্টিন পরিবহন | ১৭৫০ | রাত ০৯ঃ১৫ ও ১০ঃ ০০ | সকাল ০৬ঃ১৫ ও ০৭ঃ৪৫ |
০৮ | সেন্টমার্টিন হুন্ডাই | ১৫০০ | রাত ০৮ঃ১৫ ও ১১ঃ৪৫ | সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ১৫ |
০৯ | সেঁজুতি ট্রাভেলস | ১৩৫০-১৫৫০ | রাত ০৭ঃ৪৫ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৫০ ও ০৭ঃ৪৫ |
১০ | হানিফ এন্টারপ্রাইজ | ২০০০ | রাত ১০ঃ০০ ও ১০ঃ৩০ | সকাল ০৮ঃ০০ ও ০৮ঃ৩০ |
১১ | মিয়ামি এয়ার কন | ১৫৫০ | সন্ধ্যা ০৬ঃ৩০ ও ০৮ঃ৪৫ | সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৪৫ |
১২ | স্টার লাইন | ১১৫০ | সন্ধ্যা ০৬ঃ৫০ ও ০৭ঃ৪৫ | সকাল ০৬ঃ১০ ও ০৭ঃ০০ |
১৩ | ঈগল পরিবহন | ১৫০০ | রাত ০৮ঃ০০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৫ঃ৪৫ ও ০৭ঃ৪৫ |
১৪ | এনা পরিবহন | ১২৫০-১৬০০ | রাত ০৮ঃ৪০ ও ০৯ঃ৪৫ | সকাল ০৬ঃ৪৫ ও ০৭ঃ৩০ |
১৫ | সৌদিয়া কোচ সার্ভিস | ১১৫০ | বিকাল ৫ঃ৩০ ও রাত ১০ঃ০০ | সকাল ০৪ঃ৩০ ও ০৭ঃ৪৫ |
১৬ | রয়েল কোচ | ১৫০০-১৭৫০ | রাত ০৭ঃ০০ ও ১০ঃ৩০ | সকাল ০৫ঃ০০ ও ০৭ঃ ৪৫ |
১৭ | শিথিল পরিবহন | ১৭৫০ | রাত ০৮ঃ৪৫ ও ০৯ঃ৪৫ | সকাল ০৭ঃ০০ ও ০৭ঃ৫০ |
গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া
বাংলাদেশের অনেক জনপ্রিয় বাস পরিবহন হচ্ছে গ্রীন লাইন। গ্রীন লাইন পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার এসি এবং নন এসি বাসের মাধ্যমে যাওয়া যায়। যেহেতু গ্রীন লাইন পরিবহনের অনেকগুলো বাস হয়েছে। বাসের ধরন অনুযায়ী বাস ভাড়া ভিন্ন হয়। গ্রীন লাইন নন এসি বাসের ভাড়া ১২৫০ টাকা। গ্রীন লাইন স্লিপার বাসের ভাড়া ২৫০০ টাকা। গ্রীন লাইন নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা।
ঢাকা টু কক্সবাজার শ্যামলী বাস ভাড়া
বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্যামলী পরিবহনের বাস যাতায়াত করে। শ্যামলী পরিবহন ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে। শ্যামলী পরিবহনের এসি এবং নন এসি বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ভাড়ার ব্যবধান রয়েছে। শ্যামলী এসি বাসের ভাড়া ২০০০ টাকা। শ্যামলী নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা।
হানিফ পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া
ঢাকা থেকে কক্সবাজার প্রতিদিন হানিফ পরিবহনের বাস পাওয়া যায়। বাসের ধরনের উপর নির্ভর করে বাসের ভাড়া নির্ধারণ করা হয়। হানিফ বাস নন এসি এবং এসি বাসের ভাড়া ভিন্ন। তবে বাস ভাড়া অন্যান্য পরিবহনের থেকে অনেকটাই কম। হানিফ এসি বাসের ভাড়া প্রায় দুই হাজার টাকা। নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা।
ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া
সাধারণত নন এসি ভাড়া কম হয়ে থাকে। তবে নন এসি থেকে এসি বাসের ভাড়া বেশি। এসি বাসে যে সকল সুযোগ সুবিধা রয়েছে। তা নন এসি বাসে পাওয়া যায় না। তবে জনপ্রিয় পরিবাহনের নন এসি বাসের অনেক সুযোগ সুবিধা রয়েছে। নন এসি এবং এসি বাসের থেকে স্লিপার বাস অনেক আরামদায়ক। এক্ষেত্রে এসি বাসের থেকেও বাস ভাড়া অনেক টাই বেশি। জনপ্রিয় যে সকল বাস রয়েছে। ওই সকল স্লিপার বাসের ভাড়া ২০০০ থেকে ২৫০০ টাকা। তবে বাসের ধরন অনুযায়ী বাস ভাড়া কিছুটা কম অথবা বেশি হতে পারে।
এখানে বিভিন্ন পরিবহনের বাস ভাড়া তুলে ধরা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।
আরও দেখুনঃ