এনা পরিবহন ঢাকা থেকে কক্সবাজার ভাড়া কত ২০২৫

ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন পরিবহনের মাধ্যমে যেতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া ভিন্ন। বাস ভাড়া ভিন্নতা থাকায় জানতে হয় কোন বাসের ভাড়া কত। সাধারণত কক্সবাজারে যে সকল বাস যাতায়াত করে। এনা পরিবহন, গ্রীন লাইন, …

এনা পরিবহন ঢাকা থেকে কক্সবাজার ভাড়া কত

ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন পরিবহনের মাধ্যমে যেতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া ভিন্ন। বাস ভাড়া ভিন্নতা থাকায় জানতে হয় কোন বাসের ভাড়া কত। সাধারণত কক্সবাজারে যে সকল বাস যাতায়াত করে। এনা পরিবহন, গ্রীন লাইন, হানিফ পরিবহন ও স্লিপার বাস। এই সকল বাসের মধ্যে এনা পরিবহন এবং গ্রীন লাইন বেশি জনপ্রিয়।

এই পরিবহন সবচেয়ে বেশি যাতায়াত করে কক্সবাজার মৌসুমে যখন পর্যটক বেশি থাকে। কক্সবাজার হল সমুদ্র সৈকত যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। বাংলাদেশের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে প্রতিবছরই অনেক পর্যটক আসে। যখন পর্যটক বেশি হয় সাধারণত তখন বাসের ভাড়া বেশি নিয়ে থাকে। ঢাকা থেকে কক্সবাজার যারা ভ্রমণ করে। ভ্রমণ করার পূর্বে বাস ভাড়া কত। নন এসি এবং এসি বাসের ভাড়া কত। স্লিপার বাসের ভাড়া কত এবং সময়সূচি সম্পর্কে জেনে রাখা উচিত। এনা পরিবহনসহ অন্যান্য বাসের ভাড়া কত। এনা পরিবহন থেকে কক্সবাজার যাওয়ার ভাড়া কত দেখে নিন।

এনা পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া

এনা পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাইলে যেতে পারবেন। সাধারণত এনা পরিবহনের দুই ধরনের বাস রয়েছে। নন এসি বাস এবং এসি বাস। ঢাকা থেকে কক্সবাজার এনা পরিবহন তাদের নন এসিতেও অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। নন এসিতে যাতায়াত করলে কম বাড়ায় যেতে পারবেন। এনা এসি বাসে চাইলে যেতে পারবেন। নন এসি ভাড়া ১১০০ টাকা। এসি বাসের ভাড়া ১৩০০ থেকে ২ হাজার টাকা।

ঢাকা টু কক্সবাজার নন এসি বাস ভাড়া ও সময়সূচী এর তালিকা: 

ক্রমিক নংবাসের নামএসি বাস এর ভাড়াছাড়ার সময়পৌঁছানোর সময়
০১শ্যামলী পরিবহন (এসপি)৮৫০রাত ০৭ঃ০০ ও ০৮ঃ৩০সকাল ০৫ঃ০০ ও ০৬ঃ৩০
০২শ্যামলী পরিবহন(এন আর)৭৫০রাত ০৮ঃ৩০ ও ০৯ঃ১৫সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ১৫
০৩দেশ ট্রাভেলস৮০০সকাল ০৭ঃ০০ ও রাত ১০ঃ১৫সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৩০
০৪সোহাগ পরিবহন৮০০রাত ০৮ঃ১৫ ও ১০ঃ১৫সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ০০
০৫গ্রীন লাইন পরিবহন(স্লিপার)৮০০রাত ০৮ঃ১৫ ও ০৯ঃ৪৫সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫
০৬গ্রীন লাইন পরিবহন৮০০রাত ০৮ঃ৪৫ ও ১০ঃ০০সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ০০
০৭সেন্টমার্টিন পরিবহন৯৪০রাত ০৮ঃ১৫ ও ১০ঃ ৩০সকাল ০৫ঃ৪৫ ও ০৮ঃ০০
০৮সেন্টমার্টিন হুন্ডাই৯০০রাত ০৭ঃ১৫ ও ১০ঃ১৫সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ১৫
০৯সেঁজুতি ট্রাভেলস৮০০ রাত ০৮ঃ৪৫ ও ১০ঃ৪৫সকাল ০৬ঃ০০ ও ০৮ঃ০০
১০হানিফ এন্টারপ্রাইজ৮৫০রাত ০৮০০ ও ১০ঃ০০সকাল ০৫ঃ০০ ও ০৭ঃ৩০
১১মিয়ামি এয়ার কন৮০০সন্ধ্যা ০৭ঃ৩০ ও ০৯ঃ৪৫সকাল ০৫ঃ০০ ও ০৮ঃ০০
১২স্টার লাইন৮০০সন্ধ্যা ০৭ঃ০০ ও ০৮ঃ৪৫সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ০০
১৩ঈগল পরিবহন৮০০রাত ০৭ঃ০০ ও ০৯ঃ৪৫সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৪৫
১৪এনা পরিবহন৮০০রাত ০৭ঃ৩০ ও ০৬ঃ১৫সকাল ০৫ঃ৪৫ ও ০৫ঃ৩০
১৫সৌদিয়া কোচ সার্ভিস৮০০বিকাল ০৬ঃ৩০ ও রাত ০৯ঃ০০সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫
১৬রয়েল কোচ৮০০রাত ০৮ঃ০০ ও ০৯ঃ৩০সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৪৫
১৭শিথিল পরিবহন৭৫০রাত ০৭ঃ৩০ ও ০৯ঃ২৫সকাল ০৫ঃ৩০ ও ০৬ঃ৫০

এনা পরিবহন ঢাকা টু কক্সবাজার

এনা এসি বাসের মাধ্যমে ভ্রমণ করা অনেক সহজ। নন এসি বাসের থেকে এসি বাসের ভাড়া অনেকটাই বেশি। নন এসি হোক অথবা এসি এনা পরিবহনের বাসে যাতায়াত অনেক সহজ এবং আরামদায়ক। আপনি যদি ঢাকা থেকে অল্প টাকায় কক্সবাজার যেতে চান তাহলে এনা পরিবহন দেখতে পারেন। এবং অন্যান্য পরিবহনের বাস ভাড়া কত এখান থেকে দেখে নিন।

ঢাকা টু কক্সবাজার এসি বাস ভাড়া ও সময়সূচী এর তালিকা: 

ক্রমিক নংবাসের নামএসি বাস এর ভাড়াছাড়ার সময়পৌঁছানোর সময়
০১শ্যামলী পরিবহন (এসপি)২১০০রাত ০৮ঃ৩০ ও ১০:০০সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ৩০
০২শ্যামলী পরিবহন(এন আর)১২৫০রাত ০৭ঃ৩০ ও ১০ঃ১৫সকাল ০৬ঃ০০ ও ০৭ঃ৪৫
০৩দেশ ট্রাভেলস১৭০০সকাল ০৮ঃ০০ ও রাত ১১ঃ১৫সকাল ০৬ঃ০০ ও ০৮ঃ০০
০৪সোহাগ পরিবহন১৬৫০রাত ১০ঃ১৫ ও ১১ঃ১৫সকাল ০৭ঃ৩০ ও ০৮ঃ৩০
০৫গ্রীন লাইন পরিবহন(স্লিপার)২৩৫০রাত ০৯ঃ১৫ ও ১০ঃ১৫সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ১৫
০৬গ্রীন লাইন পরিবহন১৩৭০রাত ০৭ঃ৪৫ ও ১১ঃ২০সকাল ০৫ঃ৩০ ও ০৮ঃ৩০
০৭সেন্টমার্টিন পরিবহন১৭৫০রাত ০৯ঃ১৫ ও ১০ঃ ০০সকাল ০৬ঃ১৫ ও ০৭ঃ৪৫
০৮সেন্টমার্টিন হুন্ডাই১৫০০রাত ০৮ঃ১৫ ও ১১ঃ৪৫সকাল ০৬ঃ৩০ ও ০৮ঃ১৫
০৯সেঁজুতি ট্রাভেলস১৩৫০-১৫৫০ রাত ০৭ঃ৪৫ ও ০৯ঃ৪৫সকাল ০৫ঃ৫০ ও ০৭ঃ৪৫
১০হানিফ এন্টারপ্রাইজ২০০০রাত ১০ঃ০০ ও ১০ঃ৩০সকাল ০৮ঃ০০ ও ০৮ঃ৩০
১১মিয়ামি এয়ার কন১৫৫০সন্ধ্যা ০৬ঃ৩০ ও ০৮ঃ৪৫সকাল ০৫ঃ৩০ ও ০৭ঃ৪৫
১২স্টার লাইন১১৫০সন্ধ্যা ০৬ঃ৫০ ও ০৭ঃ৪৫সকাল ০৬ঃ১০ ও ০৭ঃ০০
১৩ঈগল পরিবহন১৫০০রাত ০৮ঃ০০ ও ০৯ঃ৪৫সকাল ০৫ঃ৪৫ ও ০৭ঃ৪৫
১৪এনা পরিবহন১২৫০-১৬০০রাত ০৮ঃ৪০ ও ০৯ঃ৪৫সকাল ০৬ঃ৪৫ ও ০৭ঃ৩০
১৫সৌদিয়া কোচ সার্ভিস১১৫০বিকাল ৫ঃ৩০ ও রাত ১০ঃ০০সকাল ০৪ঃ৩০ ও ০৭ঃ৪৫
১৬রয়েল কোচ১৫০০-১৭৫০রাত ০৭ঃ০০ ও ১০ঃ৩০সকাল ০৫ঃ০০ ও ০৭ঃ ৪৫
১৭শিথিল পরিবহন১৭৫০রাত ০৮ঃ৪৫ ও ০৯ঃ৪৫সকাল ০৭ঃ০০ ও ০৭ঃ৫০

গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া

বাংলাদেশের অনেক জনপ্রিয় বাস পরিবহন হচ্ছে গ্রীন লাইন। গ্রীন লাইন পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার এসি এবং নন এসি বাসের মাধ্যমে যাওয়া যায়। যেহেতু গ্রীন লাইন পরিবহনের অনেকগুলো বাস হয়েছে। বাসের ধরন অনুযায়ী বাস ভাড়া ভিন্ন হয়। গ্রীন লাইন নন এসি বাসের ভাড়া ১২৫০ টাকা। গ্রীন লাইন স্লিপার বাসের ভাড়া ২৫০০ টাকা। গ্রীন লাইন নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা।

ঢাকা টু কক্সবাজার শ্যামলী বাস ভাড়া

বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্যামলী পরিবহনের বাস যাতায়াত করে। শ্যামলী পরিবহন ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে। শ্যামলী পরিবহনের এসি এবং নন এসি বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ভাড়ার ব্যবধান রয়েছে। শ্যামলী এসি বাসের ভাড়া ২০০০ টাকা। শ্যামলী নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা।

হানিফ পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া

ঢাকা থেকে কক্সবাজার প্রতিদিন হানিফ পরিবহনের বাস পাওয়া যায়। বাসের ধরনের উপর নির্ভর করে বাসের ভাড়া নির্ধারণ করা হয়। হানিফ বাস নন এসি এবং এসি বাসের ভাড়া ভিন্ন। তবে বাস ভাড়া অন্যান্য পরিবহনের থেকে অনেকটাই কম। হানিফ এসি বাসের ভাড়া প্রায় দুই হাজার টাকা। নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা।

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া

সাধারণত নন এসি ভাড়া কম হয়ে থাকে। তবে নন এসি থেকে এসি বাসের ভাড়া বেশি। এসি বাসে যে সকল সুযোগ সুবিধা রয়েছে। তা নন এসি বাসে পাওয়া যায় না। তবে জনপ্রিয় পরিবাহনের নন এসি বাসের অনেক সুযোগ সুবিধা রয়েছে। নন এসি এবং এসি বাসের থেকে স্লিপার বাস অনেক আরামদায়ক। এক্ষেত্রে এসি বাসের থেকেও বাস ভাড়া অনেক টাই বেশি। জনপ্রিয় যে সকল বাস রয়েছে। ওই সকল স্লিপার বাসের ভাড়া ২০০০ থেকে ২৫০০ টাকা। তবে বাসের ধরন অনুযায়ী বাস ভাড়া কিছুটা কম অথবা বেশি হতে পারে।

এখানে বিভিন্ন পরিবহনের বাস ভাড়া তুলে ধরা হয়েছে। আশা করা যায় এখান থেকে জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের উপকারে এসেছে।

আরও দেখুনঃ

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ২০২৫ | সকল বাসের সময়সূচী

Leave a Comment