কিস্তিতে হিরো মোটরসাইকেল ক্রয় ২০২৪ | ৩৬ মাসের কিস্তিতে বাইক কিনুন

আমাদের সবার ই স্বপ্ন থাকে নিজের একটি বাইকের। কিন্তু আমাদের পারিবারের অর্থনৈতিক অবস্থার কারণে অনেকেই মোটরসাইকেল কিনতে পারি না। তাহলে আমাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? – না, আমাদের স্বপ্নকে সত্যি করতে অনেক মোটরবাইক কোম্পানি …

কিস্তিতে হিরো মোটরসাইকেল ক্রয়

আমাদের সবার ই স্বপ্ন থাকে নিজের একটি বাইকের। কিন্তু আমাদের পারিবারের অর্থনৈতিক অবস্থার কারণে অনেকেই মোটরসাইকেল কিনতে পারি না। তাহলে আমাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? – না, আমাদের স্বপ্নকে সত্যি করতে অনেক মোটরবাইক কোম্পানি ৩৬ মাসের কিস্তিতে বাইক কিনার সুযোগ করে দিয়েছে। আমাদের স্বপ্ন সত্যি করতে জানতে হবে কিভাবে কিস্তিতে বাইক কেনা যায়। কোথায় যোগাযোগ করলে আমরা কিস্তিতে বাইক কিনতে পারবো। কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইক নিতে হবে। আরব বিস্তারিত জানতে পারবো আজকের এই ব্লগের মাধ্যমে। বাইকের স্বপ্ন সত্যি করতে মনোযোগ সহকারে ব্লগটি পড়ুন।

কিস্তিতে মোটরসাইকেল ক্রয়

আমাদের প্রায় সবারই স্বপ্ন থাকে বাইক কেনার কিন্তু সামর্থ্য থাকে না। সে দিক বিবেচনা করে অনেকগুলো কোম্পানি তাদের বাইকগুলো সংস্কৃতিতে দিয়ে থাকে।
কিস্তিতে বাইক কেনা কিছু ধাপ রয়েছে। সহজ ধাপগুলো ফলো করে আপনিও আপনার পছন্দের বাইকটি নিতে পারেন।

কিস্তিতে বাইক কেনার জন্য প্রয়েজনীয় কাগজপত্র

কিস্তিতে বাইক কেনার জন্য আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে।যে ডকুমেন্টগুলো সাবমিট করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পছন্দের বাইক টি নিতে পারবেন।

ডকুমেন্টগুলো লিস্ট আকারে নিচে দেওয়া হল:

  • ১। ড্রাইভিং লাইসেন্স।
  • ২। জাতীয় পরিচয় পত্র।
  • ৩। ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
  • ৪। বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের কপি।
  • ৫। চাকরিজীবী হলে তার প্রমান দেওয়ার মতো কার্ড।
  • ৬।ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স।
  • ৭। আপনার অবর্তমানে ২ জন নির্দিষ্ট গ্যারান্টার।
  • ৮। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

উক্ত ডকুমেন্টগুলো শোরুমে সাবমিট করার মাধ্যমে আপনি আপনার পছন্দের বাইক নিতে পারবেন।

বাজারে অনেক কোম্পানি কিস্তিতে মোটরবাইক দিয়ে থাকে। TVS, Suzuki, Hero, RTR আরো অনেক কোম্পানি মধ্যবিত্তদের জন্য কিস্তিতে বাইক নেওয়ার সুব্যবস্থা করে দিয়েছে। আজকে আমরা হিরো কোম্পানির কিছু বাইক নিয়ে আলোচনা করব।

আরও পড়ুনঃ ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ

কিস্তিতে হিরো মোটরসাইকেল ক্রয়

বাংলাদেশ অন্যতম বিশ্বস্ত একটি কোম্পানির নাম হিরো। এরকম কোম্পানিতে অনেক স্টাইলিস্ট বাইক রয়েছে যা সবার নজর কেড়ে নিবে। চলুন জেনে নেই কিছু হীরা কোম্পানির বাইকের নাম ও ডাউন পেমেন্ট সম্পর্কে।

THRILLER 160R কিস্তিতে ক্রয়: হিরো কোম্পানির নজর করে একটি বাইকের নাম THRILLER 160R. বাইকটি দুটি ভেরিয়েন্ট পাওয়া যায় সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক। বাইকটির মাইলেজ ও বেশ ভালো ৫০ কিলোমিটার পার লিটার। বাইকটি কিস্তিতে নিতে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে ৫৫ হাজার টাকা। প্রতিমাসে emi হবে ৮৭৫৮ টাকা। ২৪ মাসের কিস্তিতে আপনি বাইকটা নিতে পারবেন

HUNK 150R কিস্তিতে ক্রয়

হিরো কোম্পানির এই বাইকটি বেশ জনপ্রিয়।বাইকটি ৪০ কিলোমিটার মাইলেজ দেয়। বাইকটি দুইটি ভেরিয়েন্ট আছে Double disk-ABS ও Non-ABS। বাইক নিতে ডাউনপেমেন্ট দিতে হবে ৫০০০০ টাকা। প্রতিমাসে ইএমআই ভরতে হবে ৯৫৭৭ টাকা। ২৪ মাসের মধ্যে ইএমআই পরিশোধ করতে হবে।

THRILLER 160R কিস্তিতে ক্রয়

THRILLER 160 বাইকটি অবশ্যই আপনার মনে ধরবে। বাইকটি তিনটি কালারে রয়েছে। Vibrant Blue, Sports Red, Pearl Silver White। ৫৫ হাজার টাউন পেমেন্ট দিয়ে আপনাকে বাইকটা নিতে হবে। প্রতি মাসে ই এম আই দিতে হবে ৮২৪১ টাকা। ২৪ মাসের কিস্তিতে বাইকটা নিতে পারবেন।

IGNTTOR TECHNO কিস্তিতে ক্রয়

হিরো কোম্পানি আরেকটি বাইক এটি । বাইক কি বেশ জনপ্রিয় এর মাইলেজের জন্য। প্রতি লিটার ৫৫ কিলোমিটার যেতে পারে। এর ডাউন পেমেন্ট ৪৫ হাজার টাকা। প্রতি মাসের ইএমআই ৭৭২৬ টাকা। ১৮ মাসে আপনাকে ই এম আই পরিশোধ করতে হবে।

GLAMOUR BS4 কিস্তিতে ক্রয়

১২৭ কেজিরে বাইকটির টপ স্পিড পাবেন ৯০ কিলোমিটার পার ঘন্টা। প্রতি লিটার তেলে ৫৫ কিলোমিটার মাইলেজ দিবে। বাইকটি ক্রয় করতে ডাউন পেমেন্ট লাগবে ৪০ হাজার টাকা। আঠারো মাসে বাইকের মূল্য পরিশোধ করতে হবে। প্রতিমাসের কিস্তি হবে ৭৪৭৯ টাকা।

আরও জানুনঃ মোটরসাইকেল লাইসেন্স রেজিস্ট্রেশন ফি | পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি

SPLENDOR PLUS XTec কিস্তিতে ক্রয়

মিড রেঞ্জের জন্য বাইকটি সেরা। এই বাইকটির টপ স্পিড ৮৭ কিলোমিটার পার ঘন্টা। দারুন ডিজাইনে তৈরী বাইক ও অনেক কমফোর্টেবল। মাত্র ৩০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইক নিতে পারবেন। প্রতিমাসের ইএমআই ৭৫৮৫ টাকা।আঠারো মাসের মধ্যে বাইকের মূল্য পরিশোধ করতে হবে।

HF DELUXE কিস্তিতে ক্রয়

৬০ কিলোমিটার মাইলেজ পাবেন প্রতি ঘন্টায়। টপ স্পিড ৯০ কিলোমিটার পার ঘন্টা।১১২ কেজি ওজনের এই বাইকটি নিতে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র ত্রিশ হাজার টাকা। আর প্রতি মাসে ই এম আই দিতে হবে ৪৬৫৬ টাকা। ১৮ মাসের মধ্যে বাইকের মূল্য পরিশোধ করতে হবে।

হিরো কোম্পানির আরো অনেক বাইক আছে। আপনার নিকটবর্তী কোন শোরুমে গিয়ে আপনার পছন্দের বাইক নিতে পারবেন। আজকে আমি শুধু হিরো কোম্পানির বাইক নিয়ে বিস্তারিত জানিয়েছি। এভাবে আপনি অন্যান্য কোম্পানির বাইক ও কিস্তিতে নিতে পারবেন। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করুন। আপনি কোন বাইকটি কিস্তিতে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

আরও দেখুনঃ

বাইকের রেজিষ্ট্রেশন ফি কত | ২ ও ১০ বছর ট্যাক্স টোকেনসহ কত টাকা

9 thoughts on “কিস্তিতে হিরো মোটরসাইকেল ক্রয় ২০২৪ | ৩৬ মাসের কিস্তিতে বাইক কিনুন”

  1. কিস্তিতে আমি একটা টিভিএস বাইক নিতে চাই আশা করি ইমেইল করে জানাবেন

    Reply
  2. HUNK 150RHUNK 150R আমি এই বাইকটি কিস্তির মাধ্যমে নিতে চাই

    Reply

Leave a Comment