৪৮ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম

অনেক অপেক্ষার পর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৮ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। আসন্ন ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ৪৮ তম …

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম wifaq

অনেক অপেক্ষার পর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৮ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। আসন্ন ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ৪৮ তম বেফাক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শুরু হয়েছিল, যেটা কিছু মারহালার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিন পরে ফলাফল প্রকাশ করা হয়।

অন্যদিকে দেখা যায় রমজান মাসের শেষ দশকে বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ২০২৫ সালের বেফাক পরীক্ষার ফলাফল ২৬ রমজান অর্থাৎ ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার প্রকাশ হবে। যার জন্য অসংখ্য শিক্ষার্থী কিভাবে বেফাক পরীক্ষার ২০২৫ ফলাফল চেক করবে পদ্ধতি জানার জন্য অনুসন্ধান করছে। আরও দেখুন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৫ রেজাল্ট কবে দিবে

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫। এবছর ১৭ হাজার ৩৬২ মাদ্রাসা অংশগ্রহণ করেছে, যেখানে ২২৭১ টি মারকাযে- ৩ লক্ষ ৪৯ হাজার ৭৭৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৪৭ হাজার ২১২ জন অন্যদিকে ছাত্রী সংখ্যা হচ্ছে ২ লক্ষ ২৫৬৪ জন। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন প্রকাশিত হবে ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রকাশিত হবে ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল।

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম

সাধারণত ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল আপনি তিন ভাবে দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে অনলাইনে দ্বিতীয় হচ্ছে এসএমএসের মাধ্যমে ও দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে। আপনাদের জন্য এখানে তিনটি পদ্ধতি শেয়ার করা হয়েছে। যাতে আপনারা ঘরে বসে ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

  • সর্বপ্রথম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন – https://wifaqresult.com/
  • কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন (৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা – ১৪৪৬ হিজরি/১৪৩১ বঙ্গাব্দ/২০২৫ ঈসাব্দ)
  • এখন আপনার মারহালা নির্বাচন করুন (ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ, হিফযুল কুরআন, ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত)
  • আপনার রোল নং ইংরেজিতে লিখুন
  • আপনার রেজি নং ইংরেজিতে লিখুন
  • সার্চ বাটনে ক্লিক করুন

খুবই অল্প সময়ের ভেতরে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।

বেফাক মাদরাসাওয়ারী ফলাফল দেখার নিয়ম

  • সর্বপ্রথম কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে – https://wifaqresult.com/
  • ব্যক্তিগত ফলাফল অপশনের পাশ থেকে মাদ্রাসা বাড়ি ফলাফল অপশন সিলেক্ট করুন
  • কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন (৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা – ১৪৪৬ হিজরি/১৪৩১ বঙ্গাব্দ/২০২৫ ঈসাব্দ)
  • মারহালা নির্বাচন করুন (ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ, হিফযুল কুরআন, ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত)
  • ইলহাক নং ইংরেজিতে লিখুন এবং ম এর পরিবর্তে g লিখুন
  • নেক্সট বাটনে ক্লিক করুন
  • মাদ্রাসা মোবাইল নং ইংরেজিতে শেষ দুটি সংখ্যা টাইপ করুন
  • সার্চ বাটনে ক্লিক করুন

আপনি খুবই অল্প সময়ের ভিতরে সকল ফলাফল এক জায়গায় দেখতে পারবেন।

৪৮ তম বেফাক মেধা তালিকা ফলাফল দেখার নিয়ম ২০২৫

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন যা ইতিপূর্বে বলা হয়েছে
  • এখন আপনার কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন (৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা – ১৪৪৬ হিজরি/১৪৩১ বঙ্গাব্দ/২০২৫ ঈসাব্দ)
  • আপনার মারহালা নির্বাচন করুন (ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ, হিফযুল কুরআন, ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত)
  • আপনার ধরণ নির্বাচন করুন ( ছাত্র বা ছাত্রী)
  • সার্চ বাটনে ক্লিক করুন

খুবই অল্প সময়ের ভিতরে আপনি আপনার নির্বাচিত মারহালা অনুযায়ী মেধা তালিকা ফলাফল দেখতে পারবেন।

মেসেজ দিয়ে ৪৮ তম বেফাক রেজাল্ট দেখার নিয়ম 

অন্যদিকে মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে আপনারা ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল জানতে পারবেন। মোবাইল থেকে সঠিকভাবে এসএমএস করুন করলে ফেরত মেসেজে আপনারা আপনাদের ফলাফল পেয়ে যাবেন। এখান থেকে দেখে নিন কিভাবে ৪৮ তম বেফাক ফলাফল দেখার জন্য এসএমএস করতে হবে।

আপনার পরীক্ষার ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশন ব্যবহার করুন। নিচের নিয়ম অনুসরণ করুন:

  • মোবাইলের মেসেজ অপশন চালু করুন।
  • নতুন মেসেজ লিখুন।
  • ফরম্যাট: BEFAQ <স্পেস> আপনার শ্রেণির প্রথম অক্ষর <স্পেস> রোল নম্বর
  • প্রেরণ করুন: 9933 নম্বরে।

শ্রেণির কোডসমূহ:

  • তাকমিল T
  • ফযীলত F
  • সানাবিয়া উলইয়া S
  • মুতাওয়াসসিতা M
  • ইবতিদাইয়্যাহ E
  • হিফযুল কুরআন H
  • কিরাত Q

উদাহরণ: 

আপনার শ্রেণি যদি কওমি (Qawmi) হয় এবং আপনার রোল নম্বর 376518, তাহলে মেসেজটি হবে:

BEFAQ Q 376518

এটি 9933 নম্বরে পাঠান।

নোট: মেসেজ পাঠানোর জন্য পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে এবং ফলাফল পেতে অপেক্ষা করুন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৫ রেজাল্ট

সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন কিভাবে ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল দেখতে হবে তার সহজ ও কার্যকরী পদ্ধতি।

Leave a Comment