মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম ২০২৪

অনেকেই জিজ্ঞেস করেন, “শবে বরাতের নামাজের নিয়ম কী?” আসলে এই রাত্রির নামাজ আর দশটা রাত্রিতে পড়া নফল নামাজের মতোই। ভিন্ন কোন পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেন নি। তাই নিজেদের মনগড়া পদ্ধতিতে প্রতি রাকাতে …

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম

অনেকেই জিজ্ঞেস করেন, “শবে বরাতের নামাজের নিয়ম কী?” আসলে এই রাত্রির নামাজ আর দশটা রাত্রিতে পড়া নফল নামাজের মতোই। ভিন্ন কোন পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেন নি। তাই নিজেদের মনগড়া পদ্ধতিতে প্রতি রাকাতে ৭ বার বা ১১ বার সূরা ইখলাসের মাধ্যমে ‘শবে বরাতের নামাজ’ না পড়ে। স্বাভাবিক নিয়মে ২ রাকাত করে যতটুকু পারা যায় পড়া উচিত। মোকসেদুল মোমিন জাতীয় বিভিন্ন নামাজ শিক্ষা বইয়ে শবে বরাতের নামাজের নিয়ম, শবে মেরাজের নামাজের নিয়ম, শবে ক্বদরের নামাজের নিয়ম ইত্যাদি লেখা থাকে। এগুলো সবই তাদের মনগড়া বক্তব্য। এসব নামাজের ক্ষেত্রে এরকম বিশেষ কোনো নিয়ম নেই। স্বাভাবিক সময় যেভাবে দুই রাকাত করে নফল নামাজ পড়েন, শবে বরাতেও একই নিয়মে দুই রাকাত করে নামাজ পড়ুন। শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই। বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই। বিশেষ কোনো নিয়তও নেই। নফল নামাজের নিয়ত করে নামাজ পড়ুন।

তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমাদের উচিত দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করা। লম্বা সূরা জানা না থাকলে যেই ১০ টা সূরা সবাই জানি সেগুলোই ২ রাকাতে ৫ টা, ৫ টা করে পড়তে পারি। তাতেও কিরআত দীর্ঘ করা হবে। সম্ভব হলে অর্থ বুঝে নামাজ পড়া। দীর্ঘ রুকু করা। সিজদাকে দীর্ঘ করা। দোয়া-ইস্তিগফার করা। ঘুমাবার দরকার হলে ঘুমানো। এমন যেন না হয়, সারা রাতের নফল ইবাদতের ক্লান্তিতে ফজরের ফরজ নামাজ ছুটে যায়।

আরেকটি কথা, শবে বরাত শুরু হয়ে যায় মাগরিবের নামাজের সময় থেকেই। কিন্তু সাধারণত আমরা ইশার নামাজের পর নফল ইবাদতে মনোযোগী হই। মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়টুকু অবহেলা করেই কাটিয়ে দিই। মনে রাখতে হবে, এ সময়টুকুও ফজিলতপূর্ণ রাতেরই অংশ। তাই এ সময়ও অবহেলায় কাটানো উচিত নয়।

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম

আমাদের মা ও বোনেরা শবে বরাতের নামাজ নিজ নিজ বাড়িতে আদায় করে থাকে। তাই তারা শবে বরাতের নামাজের নিয়ম ও শবে বরাতের নামাজের নিয়ত জানার জন্য বিভিন্ন বই ও ইন্টারনেটে অনুসন্ধান করে। তাদের জন্য আমরা এখানে দিয়েছি মহিলাদের শবে বরাতের নামাজ পড়ার সঠিক নিয়ম। তাই আপনার বাড়ির মহিলাদের শবে বরাতের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা দিন আমাদের এই পোস্ট থেকে।

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম

শবে বরাতের নামাজের সময়:

  • শবে বরাতের রাতে যেকোনো সময়ে এই নামাজ পড়া যায়।
  • তবে, মধ্যরাতের পর পড়া শ্রেয়।
  • ইশার নামাজের পর থেকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত যেকোনো সময় পড়া যাবে।

শবে বরাতের নামাজের রাকাত:

  • এই নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই।
  • ইচ্ছা অনুযায়ী ৪, ৬, ৮, ১০, ১২ অথবা তার চেয়ে বেশি রাকাত নামাজ পড়া যাবে।
  • প্রতি দুই রাকাত পর সালাম ফেরে নিতে হবে।

শবে বরাতের নামাজের নিয়ত ও দোয়া ২০২৪

শবে বরাতের নামাজের নিয়ত:

নামাজ শুরু করার পূর্বে নিম্নলিখিত নিয়ত করতে হবেঃ

نَوَيْتُ أَنْ أُصَلِّيَ رَكْعَاتٍ مِنْ صَلَاةِ لَيْلَةِ الْبَرَاءَةِ لِلَّهِ تَعَالَىٰ مِنْ غَيْرِ فَرْضٍ لِلهِ تَعَالَىٰ

উচ্চারণঃ নওয়াইতু আন أصلي রাকা’আতিন মিন ছালাতি লাইলাতিল বারাআতি লিল্লাহি তা’আলা মিন গ’াইরি ফরদিন লিল্লাহি তা’আলা।

অর্থঃ আমি নির্দিষ্ট রাকাতের শবে বরাতের নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ তা’আলার জন্য, ফরজ নামাজ ছাড়া।

শবে বরাতের নামাজের নিয়ম, কত রাকাত ও দোয়া ২০২৪

শবে বরাতের নামাজের পদ্ধতি:

  • সাধারণ নফল নামাজের মতো করে এই নামাজ পড়া যাবে।
  • প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য কোন সূরা বা আয়াত তিলাওয়াত করতে হবে।
  • রুকু, সিজদা ও অন্যান্য কাজগুলো সাধারণ নামাজের নিয়ম অনুযায়ী করতে হবে।

শবে বরাতের নামাজের পর দোয়া:

  • নামাজ শেষে দীর্ঘ সময় হাত পেতে দোয়া করতে হবে।
  • আল্লাহর কাছে ক্ষমা, রহমত, মাগফিরাত ও জান্নাতের তৌফিক চাইতে হবে।
  • নিজের, পরিবারের ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

  • মহিলাদের মাসিক অবস্থায় এই নামাজ পড়া যাবে না।
  • যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে বসে বসে পড়তে পারবে।
  • নামাজের সময় পর্দা করা জরুরি।

আমরা চেষ্টা করেছি আজকের এই পোষ্টের সাহায্যে সবাইকে জানাতে কিভাবে মহিলারা শবে বরাতের নামাজ পড়বে তার বিস্তারিত তথ্য। আপনার যদি শবে বরাতের নামাজ নিয়ে কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। শবে বরাতের ইতিহাস, শবে বরাতের ফজিলতশবে বরাত কেন পালন করা হয় জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ

Leave a Comment