কাতার, মধ্যপ্রাচ্যের যে সকল দেশ রয়েছে ওই সকল দেশের মধ্যে একটি উন্নত রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে প্রতি বছরই বিভিন্ন কাজের ভিসা প্রদান করা হয়। এ সকল ভিসা বাংলাদেশের এজেন্ট ও দালালের মাধ্যমে অনেকেই সংগ্রহ করে। যেহেতু ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করে থাকে অনেকেই। এক্ষেত্রে দালাল হোক বা এজেন্ট। যার মাধ্যমে ভিসা সংগ্রহ করা হোক না কেন, সতর্ক থাকতে ভিসা চেক করা জরুরি। অনেকেই ভিসা চেক করার জন্য অন্যের কাছে সাহায্য নিয়ে থাকে। যার মাধ্যমে ভিসা চেক করিয়ে নেয়, তাকে নির্দিষ্ট ফি দিতে হয়।
আপনি যদি অনলাইনের সাহায্যে সহজেই ভিসা চেক করতে চান। তাহলে এই পোস্ট আপনার উপকারে আসবে। ভিসা চেক করার জন্য কি প্রয়োজন হবে এবং কিভাবে চেক করবেন তা উল্লেখ করা হয়েছে। কাতার ভিসা চেক করার নিয়ম দেখে নিন।
কাতার ভিসা চেক
কাতার ভিসা চেক করার জন্য আপনাকে যা সংগ্রহ করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্যঃ
- পাসপোর্ট নাম্বার।
- ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার।
- আপনি কোন দেশে অবস্থান করছেন। সেই দেশ উল্লেখ করতে হবে।
- এবং নিশ্চিত হয়ে সাবমিট করতে হবে।
কাতার ভিসা চেক ২০২৪
উপরে উল্লেখিত তথ্যগুলো সংগ্রহ করে, একটি ব্রাউজার সিলেক্ট করুন। এখন সার্চ বক্সে লিখুন কাতার ভিসা চেক qatar visa check এবং অনুসন্ধান করুন। এরপর যে ওয়েবসাইট আসবে এটি হচ্ছে কাতারের অফিসিয়াল ওয়েবসাইট। অথবা আপনি চাইলে আমাদের এই পোস্টে থাকা লিঙ্কে প্রবেশ করুন। তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
পাসওয়ার্ড নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
ভিসা তৈরির ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট এর সাহায্য লাগে। এই পাসপোর্ট নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সংগ্রহ করুন। এই পোস্টে থাকা qatar visa check লিংকে প্রবেশ করুন। তাহলে অফিশিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন।
- প্রথম ধাপ: কাতার ওয়েবসাইটে প্রবেশ করার পর। যে ফর্মটি দেখতে পারছেন এটি পূরণ করতে হবে। Qatar Visa Check Here
- দ্বিতীয় ধাপ: এখন visa inquiry তে দুইটি অপশন দেখতে পাবেন। এখান থেকে passport number এ রেখে দিন।
- তৃতীয় ধাপ: এরপর nationality থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। এবং উল্লেখিত ক্যাপচা কোডটি খালি বক্সে বসান।
- চতুর্থ ধাপ: এরপর submit এ ক্লিক করুন।
আপনি যে তথ্য প্রদান করেছেন। যদি ভিসা সঠিক হয়, তাহলে আপনি ভিসার তথ্য জানতে পারবেন।
কাতার ভিসা চেক অনলাইন
অনলাইনে কাতার ভিসা চেক করা যায়। যা অনেকের জানা আছে। আবার অনেকেই জানেনা। যারা কাতার ভিসা চেক করতে আগ্রহী, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জানতে পারবেন। আপনি যে ভিসা পেয়েছেন, সেই ভিসায় উল্লেখিত ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। এই নাম্বারের মাধ্যমে দেখে নিন আপনার ভিসার তথ্য।
- প্রথম ধাপ: উপরে উল্লেখিত যে পদ্ধতি দেখা হয়েছে। একই পদ্ধতি অবলম্বন করুন। অর্থাৎ পূর্বের যে ফর্মটি পূরণ করেছেন সেই ফর্মটি পূরণ করতে হবে। এই পোস্টের qatar visa check লিংকে ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপ: এখন visa inquiry থেকে visa number এ রেখে দিন।
- তৃতীয় ধাপ: এরপর nationality থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। এবং ক্যাপচা কোড উক্ত খালি বক্সে বসান।
- চতুর্থ ধাপ: এরপর submit এ ক্লিক করুন।
আপনার ভিসা যদি সঠিক হয়। তাহলে ভিসার তথ্য দেখতে পারবেন।
কাতার ভিসা চেক বাংলাদেশ
বাংলাদেশ থেকে যারা কাতারের ভিসা চেক করতে চাচ্ছেন। এ পদ্ধতি অবলম্বনে খুব সহজেই ভিসা চেক করে নিতে পারবেন। তাহলে অন্য কারো সাহায্য নিতে হবে না। ভিসা চেক করার পূর্বে পাসপোর্ট নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সংগ্রহ করে নিন।
কাতার ভিসা চেক করার নিয়ম
ভিসা চেক করার মাধ্যমে কোম্পানির তথ্য জানতে পারবেন। জানতে পারবেন আপনার ভিসা সঠিক কিনা। নিশ্চিত হয়ে আপনার কর্মসংস্থানের জন্য প্রস্তুতি নিতে পারবেন। ভিসা চেক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। ভিসার যে তথ্যের মাধ্যমে ফর্মটি পূরণ করছেন তা যেন সঠিক হয়। তা না হলে ভিসার তথ্য দেখতে পারবেন না। যদি ভিসার তথ্য না আসে, তাহলে যার মাধ্যমে ভিসা তৈরি করেছেন। তার সাথে যোগাযোগ করুন এবং পদক্ষেপ নেন।
আপনারা যারা কাতার ভিসা চেক করার পদ্ধতি জানতে আগ্রহী। তারা এখান থেকে সহজে জানতে পারবেন। আশা করা যায় এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে।