বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের দাঁতে cavity রয়েছে। যার কারণে মানুষ দাঁতের যন্ত্রণায় ভোগে। দাঁতের ব্যথার কারণে অসংখ্য মানুষ প্রতিদিন বিভিন্ন ট্যাবলেটের নাম ও কিভাবে ব্যথা পোষণ করা যায় তার উপায় জানতে চায়। আজকের পোস্টে আপনাদের জন্য দেখানো হয়েছে কিভাবে দাঁতের যন্ত্রণা কমাবেন তার উপায়। বিভিন্ন সময় আমাদের দাঁতের ইনফেকশন দেখা দেয় যার জন্য আমাদের দাঁতের ইনফেকশনের ওষুধ সেবন করতে হয়। তাই শক্তিশালী দাঁত ব্যথা ওষুধ আপনাদের জন্য আজকের এই পোস্টে দেওয়া হয়েছে।
আমরা অনেকেই মনে করি পোকা আমাদের দাঁত খেয়ে ফেলছে। তাই পোকা দাঁতের ব্যথা কমানোর উপায় সবার জন্য জানা অনেক প্রয়োজন। দাঁতের ব্যথারওষুধ বাংলাদেশ সবার নিকটস্থ ফার্মেসিতেই পাওয়া যাবে। আপনারা চাইলে দাঁত ব্যথার এন্টোবায়োটিক ওষুধ নিতে পারেন। দাঁত ব্যথা খুব যন্ত্রণাদায়ক। দাঁত ব্যথা কতটা যন্ত্রনাদায়ক কেবলমাত্র সেই বুঝতে পারে যার দাঁত ব্যথা হয়েছে। দাঁত ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। আজকে আমরা দাঁত ব্যথার কারণ গুলো, দাঁত ব্যথার ট্যাবলেটের নাম ও দাঁত ব্যথা দূর করার ঘরোয়া কিছু পদ্ধতি জানব।
দাঁত ব্যথা হওয়ার কারণসমূহ
দাঁত ব্যথা নানা কারণে হতে পারে। দাঁত ব্যথা হওয়ার কারণ যে নেই চিকিৎসা নেওয়া উচিত। তাই আমাদের প্রথম কাজ হল দাঁত ব্যথার কারণ জানা।
- ১। ক্যালিসিয়ামের অভাবে দাঁতে ব্যথা হয়।
- ২। নিয়মিত ব্রাশ না করলে অর্থাৎ দাঁত পরিষ্কার না করলে দাঁতে ব্যাক*টেরিয়া আক্রমণের ফলে দাঁত ব্যথা হয়।
- ৩। দাঁতের পাকার মাঝে খাদ্য আটকে থেকে দাঁত ব্যথা হয়।
- ৪। আক্কেল দাঁত ওঠার সময় দাঁত ব্যথা হয়।
- ৫।কোন কারণে দাঁত ক্ষয় হয়ে গেলে দাঁত ব্যথা হয়।
- ৬। মাটিতে ইনফেকশনের ফলে ও মারিয়েতে ফোড়া হওয়ার কারণেও দাঁত ব্যথা হয়।
দাঁতের ব্যাথার ট্যাবলেট
দাঁত ব্যথার ওষুধ গ্রহণের পূর্বে জেনে নিতে হবে কোন কারনে দাঁত ব্যথা হচ্ছে। নির্দিষ্ট কারণ জেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করতে হবে।
বাজারে অনেক ধরনের দাঁত ব্যথার ওষুধ রয়েছে। তবে দাঁতের হালকা ব্যথার জন্য প্যারাসিটামল খেলে অনেক ভালো কাজ করে। অতিরিক্ত ব্যথা অনুভব করলে দ্রুত ডাক্তারের চিকিৎসা নিতে হবে। নিচে কিছু দাঁতে ব্যথার ট্যাবলেট এর নাম উল্লেখ করা হলো:
Fenamic 500: এটা দাঁত ব্যথা দূর করার জন্য অত্যন্ত ভালো একটি ট্যাবলেট। প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর হলে দিনে দুই থেকে তিনবার একটি করে ট্যাবলেট খেতে হবে। ট্যাবলেট টি ফর ফর তিনদিন খেতে হবে।
Fanamic 250: অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ৫ থেকে ১৮ বছর বয়সী রোগীদের জন্য দিনে দুই থেকে তিনবার পরপর তিন দিন, ব্যথা থেকে গেলে পাঁচ দিন খেতে হবে।
Napa One: এই ট্যাবলেটটি দ্রুত ব্যথা নিরাময় করে। ১৮ বছরের নিচে হলে ট্যাবলেট টা অর্ধেক করে দুই থেকে তিন বার যেতে হবে। আর যদি ১৮ বছরের উপরে হয় তাহলে একটি করে দিন দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে হবে।
দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম কি
এগুলোতে ব্যথা না কমলে নিম্নে আরো কিছু ট্যাবলেট এর নাম উল্লেখ করা হলো:
- Tory 120mg
- Cox-E 120mg
- Amodis 400
- Algirex 120mg
- Ecox 120mg
- Aroxia 12p mg
- Moxacil 500
- Exilok 20
- Torimon 90mg
দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায়
দাঁত ব্যথা নানা কারণে হয়ে থাকে। কারণগুলো পূর্বে আমরা জেনেছি চলুন জেনে নেয়া যাক দাঁতের যন্ত্রণা কমানোর উপায়।
লবঙ্গ: লবঙ্গ ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। দাঁতে যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে দুটি লবঙ্গ পিষে নিন। তাতে দুই ফোটা অলিভ অয়েল তেল নিয়ে একটি দ্রবণ তৈরি করুন। দ্রবণটি ব্যথাযুক্তির স্থানে লাগান এবং জিভ দিয়ে চেপে ধরে থাকুন। দেখবেন কয়েক মিনিটের মধ্যে ব্যথা কমে গেছে।
লবণঃ লবণ গোলমরিচের গুঁড়া পানি মিক্সড করে একটি পেস্ট তৈরি করুন। লব নকল মরিচের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়ারোধী ও অ্যানালজরসসিক উপাদান। এখন পেস্ট ব্যথা যুক্ত স্থানে লাগান। এতে ব্যথা দ্রুত কমে যাবে।
লবণ পানিঃ লবন পানি মারি ফোলা, দাঁতে ব্যথা, গলা ব্যথা ইত্যাদির জন্য খুবই উপকারী আমরা সবাই জানি। কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে দিনে তিন থেকে চার বার কল করছি ও গড়গড়া করলে দাঁতে ব্যথা ও গলা ব্যথা দূর হয়।
রসুন: আমরা জানি রসুন এন্টিবায়োটি হিসেবে কাজ করে। যেকোনো ব্যথা কমানোর জন্য রসুন খুবই উপকারী। দাঁতে ব্যথা দূর করার জন্য একুয়ার ফোন চিবিয়ে খান এদের দ্রুত ফলাফল পাবেন।
পেয়ারা পাতা: আপনি খেয়াল করলে দেখবেন গ্রামের বাড়িতে কারোর দাঁত ব্যথা হলে মুরুব্বিয়ানরা বলে পেয়ারা পাতা চিবুতে।পেয়ারা পাতার রস দাঁত ব্যথার জন্য খুবই উপকারী। পেয়ারা পানিতে সিদ্ধ করে উক্ত পানি মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করা যায়।
নিম পাতাঃ নিম পাতা ব্যাকটেরিয়া দূর করার একটি ওষুধ বলা চলে। নিম পাতা দিয়ে পানি ফুটিয়ে নিন।উক্ত পানি ছেঁকে নিয়ে দাঁতে এক চামচ লবণ মিক্স করুন। তারপর ওই পানি দিয়ে কুলকুচি করুন ও মুখ দিয়ে ফেলুন।এতে অনেক আরাম মিলবে।
দাঁত ব্যথার দোয়া
আমাদের কুরআন শরীফে দুনিয়ার সকল সমস্যার সমাধান রয়েছে। দাঁতের ব্যাথা থেকে মুক্তি পাবার জন্যও কোরআনে আমল রয়েছে।
উচ্চারণ: কুল হুয়াল্লাজি আংশাআকুম ওয়া ঝাআলালাকুমুস সাম্আ ওয়াল আব্ছারা ওয়াল আফয়িদাতা ক্বালিলাম্মা তাশকুরুন।’ (সুরা মুলক : আয়াত ২৩)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ আয়াতের আমল করার মাধ্যমে দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন। সূরা মুলক এর ২৩ নাম্বার আয়াত পাঠ করলে আল্লাহর রহমতে দাঁতে ব্যথা কমে যাবে।
দাঁত ব্যথা খুবই মারাত্মক ও যন্ত্রণাদায়ক একটি ব্যথা। দাঁত ব্যথা থেকে মুক্তি পেতে উপরোক্ত কাজগুলো করব। দাঁত ব্যাথার মাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায় ক্ষেত্রে দ্রুত কোন অভিজ্ঞ ডাক্তার হতে চিকিৎসা নিব। উপরে দাঁত ব্যথার কিছু ট্যাবলেট দেওয়া আছে। ট্যাবলেট গুলো গ্রহণের পূর্বে ডাক্তারের শরণাপন্ন হব, ধন্যবাদ।
আরও দেখুনঃ
কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট এর নাম ও খাওয়ার নিয়ম
Beklo 10 এর কাজ কি | প্বার্শপ্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম ও মূল্য