Beklo 10 এর কাজ কি | প্বার্শপ্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম ও মূল্য

আজকে আমরা যে মেডিসিন দিয়ে কথা বলব তাহলে Beklo 10। এই ব্লকটি পরে জানতে পারবেন Beklo 10 এর কাজ কি, Beklo 10 খাওয়ার নিয়ম ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। Beklo 10 কোন বয়সের জন্য কতটুকু …

Beklo 10 এর কাজ কি

আজকে আমরা যে মেডিসিন দিয়ে কথা বলব তাহলে Beklo 10। এই ব্লকটি পরে জানতে পারবেন Beklo 10 এর কাজ কি, Beklo 10 খাওয়ার নিয়ম ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। Beklo 10 কোন বয়সের জন্য কতটুকু পরিমান খেতে হবে৷ কোন বয়সের মানুষ বা কারা এটি খেতে পারবে না সব বিস্তারিত জানতে পারবেন মূল আলোচনায়। পোষ্টটি পড়ে সাথে থাকুন অনেক উপকৃত হবেন।

Beklo 10 এর কাজ কি

এই মেডিসিনটি মূলত বেশি সংকোচন, ঘুমের সমস্যা, মূত্র নালীর কার্যক্ষমতা, মেরুদন্ডের আঘাত, মেরুদন্ডের বিভিন্ন ব্যথার সমস্যা ইত্যাদির জন্য Beklo 10 ব্যবহার করা হয়। মাংসপেশি সংকোচন আপনার শরীরে যদি কোথাও ব্যাথা পান অর্থাৎ মাংসপেশি ফুলে গেছে বা ব্যাথা অনুভব করছেন। তাহলে এই মেডিসিনটি দেওয়া হয়।ব্রেনের বিভিন্ন সমস্যার জন্য, মাথা ব্যাথার জন্য ডাক্তার এই ওষুধ দিয়ে থাকেন। আবার যারা টেনশন করেন। অতিরিক্ত টেনশনের জন্য মাথা ব্যথা হয় তাদের জন্য Beklo 10 অতি জরুরী।

বেকলো 10 কিভাবে কাজ করে

বেকলো 10 ফুসফুসের শ্বাসনালীর দেয়ালে অবস্থিত β2-রিসেপ্টরগুলিকে উদ্দীপিত করে কাজ করে। এই রিসেপ্টরগুলি উদ্দীপিত হলে, ফুসফুসের শ্বাসনালীতে সংকোচনকারী পেশীগুলি শিথিল হয়। ফলে শ্বাসনালী প্রসারিত হয় এবং শ্বাস নেওয়া সহজ হয়।

Beklo 10 ব্যবহারের নিয়ম

এই ধরনের ঔষধ ট্যাবলেট জাতীয়। ঔষধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। এটি ভেঙে বা গুরা করে খাওয়া যাবেনা। প্রত্যেকটি ওষুধই খাওয়ার সঠিক নিয়ম রয়েছে। সঠিক নিয়মে মেডিসিন গ্রহণ না করলে মেডিসিন টি কাজ নাও হতে পারে আবার হিতে বিপরীত হতে পারে। তাই আমাদের উচিত সঠিক নিয়মে মেডিসিন গ্রহণ করা।

Beklo 10 খাওয়ার নিয়ম

বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার এবং বাচ্চাদের ক্ষেত্রে দিনে চারবার খেতে হয়। এই মেডিসিনটি সর্বনিম্ন কার্যকরি মাত্রায় দেওয়া উচিত। প্রশমন প্রক্রিয়ার জন্য নিচের মাত্রা অনুসরণ করুন :

  • ৫ মি.গ্রাম দিনে ৩ বার ৩ দিন
  • ১০ মি.গ্রাম দিনে ৩ বার ৩ দিন
  • ১৫ মি.গ্রাম দিনে ৩ বার ৩ দিন
  • ২০ মি.গ্রাম দিনে ৩ বার ৩ দিন

পরবর্তীতে আরো মাত্রা বাড়ানোর প্রয়োজন হতে পারে কিন্তু দৈনিক মোট সর্বোচ্চ মাত্রা ৮০ মিলিগ্রাম হতে পারে কিন্তু ক্ষেত্রবিশেষে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে দিনে ১০০-১২০ মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে।

বাচ্চাদের ক্ষেত্রে Beklo 10 খাওয়ার নিয়ম

শিশুদের ক্ষেত্রে সর্বনিম্ন মাত্রা চিকিৎসা শুরু করা উচিত। প্রতি কেজির জন্য ০.৩ মিলিগ্রাম। সাবধানতার সাথে এক থেকে দুই সপ্তাহ বিরতিতে শিশুর প্রয়োজনে বিশেষ মাত্রা বাড়ানো উচিত। সাধারণত 0.7 মিলিগ্রাম থেকে 2.00 মিলিগ্রাম কেজি দিন বিভক্ত মাত্রায় চলতে থাকে। ১০ বছরের অধিক বাচ্চাদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ কেজি প্রতি ২.৫ মিলিগ্রাম দেওয়া যেতে পারে।

Beklo 10 Side Effects

যারা Beklo 10 ব্যবহার করতে পারবেন নাঃ যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবিধানশীলতা থাকে, তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা যাবে না।

প্বার্শপ্রতিক্রিয়াঃ এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমনঃ ঘুম ঘুম ভাব, জিমুনি দুর্বলতা, তন্দ্রাানতা ও অবসাদ ইত্যাদি। এগুলো Beklo 10 এর সাধারন পার্শ্ব প্রতিক্রিয়া।

স্নায়ুর পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, নিদ্রাহীনতা, সামান্য উত্তেজনা, বিভ্রান্তি, পেশির সমস্যা, খিচুনি ইত্যাদি।

র*ক্ত সঞ্চালন: র*ক্তের উচ্চ চাপ, খুব কম ক্ষেত্রে ঘনঘন শ্বাস নেওয়া, বুক দরফর করা, বুকে ব্যথা ইত্যাদি

পরিপাকতন্ত্রঃ খুদামন্দা, কোষ্ঠকাঠিন্য, মুখের শুষ্কতা,সাদ হীনতা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া

মূত্রথলি: বারবার প্রস্রাবের ভাব হওয়া, মূত্র না বের হওয়া, যৌন সমস্যা, ইজাকুলেশন না হওয়া, রাতে বারবার প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের র*ক্ত আসা। এ মেডিসিন টি খাওয়ার পর যদি আপনার হাঁটাচলে কোন ধরনের সমস্যা হয়। তাহলে আপনার এই মেডিসিনটি খাওয়ার ডোস বাড়ানো এবং কমানো যেতে পারে। সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে।

সতর্কতাঃ

যারা দীর্ঘদিন হিমোডায়ালাইসিস তাদেরকে সতর্কতার সাথে মেডিসিন টি ব্যবহার করতে হবে। তাদের জন্য সর্বোচ্চ পাঁচ মিলিগ্রাম মেডিসিন নেওয়া যেতে পারে।
আর যারা পাগলামি, হতাশা, অস্থিরতায় ভুগছেন তাদের উচিত সতর্কতার সাথে এই ওষুধটি ব্যবহার করা। কারণ তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অবনতি হতে পারে। যাদের আলসার ওর শ্বাসনালীর সমস্যা আছে তাদেরকেও সতর্কতার সাথে এই ঔষধটি গ্রহণ করতে হবে।

Beklo 10 এর ওভার ডোস

আপনি যদি মনে করেন এই অত্যাধিক পরিমাণ ব্যবহার করে ফেলেছেন তাহলে জলদি চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত মাত্রার ব্যবহারের ফলে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত।

Beklo 10 এর দাম কত

এই মেডিসিন টি ফার্মেসিতে সহজে পেয়ে যাবেন। মেডিসিনটির প্রতি পিসের মূল্য মাত্র ১০ টাকা।

Beklo 10 ও সত্যি খুবই উপকারী। আবার এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পোস্টটি পরে আমরা মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পেরেছি। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি গ্রহণ করা একদমই ঠিক নয়। বা গ্রহণের ফলে যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। পোষ্টটি পড়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন,ধন্যবাদ।

আরও দেখুনঃ

কাশির ঔষধ ও সিরাপ এর নাম | কাশির এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম

পিরিয়ডের ব্যথা কমানোর উপায় ও ঔষধের নাম ২০২৩

Fexo 120 এর কাজ কি? খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ও সর্তকতা

Leave a Comment