অবশেষে প্রকাশিত হচ্ছে বহুল অপেক্ষিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট 2024। আপনারা যারা ৪৭ তম বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের ফলাফল আসন্ন ০৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় প্রকাশিত হবে। বেফাক পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত সর্বশেষ সকল আপডেট এখানে দেওয়া হয়েছে। সাধারণত বেফাক কওমি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ রমজান মাসের শেষ ১০ রোজার যেকোনো একদিন ফলাফল ঘোষণা করে। বোর্ড কর্তৃপক্ষ সকল ধরনের কার্যক্রম শেষ করে ফলাফল প্রস্তুত করেছে।
Wifaq Result 2024
০৪ এপ্রিল বিকেলে প্রকাশিত হতে যাচ্ছে, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ফলাফল পাওয়ার জন্য সকল শিক্ষার্থী অধীর আগ্রহে বসে আছে। উক্ত তথ্য নিশ্চিত করেছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী। বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২০৩ কবে দিবে এই প্রশ্নের উত্তরে –
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ! আমাদের যাবতীয় কাজ সম্পন্ন। ঊর্ধতন কর্মকর্তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আগামী ০৪ এপ্রিল বাদ জোহর (০৪ এপ্রিল, বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বিকাল ৩টায় সবাইকে শেয়ার করে জানিয়ে দিন।
৪৭ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪
৪৭ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ, হিফযুল কুরআন, ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত এখানে দেওয়া হয়েছে। সবার আগে ফলাফল দেখুন এখান থেকে। আপনি যদি ফলাফল দেখতে না পারেন, তাহলে নিজের রোল নাম্বার লিখে কমেন্ট করুন। আমরা যত দ্রুত সম্ভব আপনাকে বেফাক পরীক্ষার ফলাফল খুঁজে পেতে সাহায্য করবা।
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ মুতাওয়াসসিতাহ ফলাফলের লিংক
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ইবতিদাইয়্যাহ ফলাফলের লিংক
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ফযীলত ফলাফলের লিংক
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ সানাবিয়া উলইয়া ফলাফলের লিংক
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ হিফযুল কুরআন ফলাফলের লিংক
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত ফলাফলের লিংক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট 2024
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান রহমান খান নদভীসহ বেফাকের ঊর্ধতন কর্মকর্তাগণ। এছাড়া, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন দেশের মুরব্বি আলেম, প্রশাসনের ব্যক্তিবর্গ ও বেফাকের পরীক্ষা কমিটির ঢাকাস্থ সদস্যরা।
এখানে উল্লেখ্য যে, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে। পরীক্ষায় সর্বমোট ০৩৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ১,৩০৩,৭২৩ জন ও ছাত্রী ছিল ১,৯০,৬০১ জন।
৪৭ তম বেফাক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
- ফলাফল জানতে এই লিংকে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট https://wifaqedu.com/
- এখন আপনার বেফাক পরীক্ষার সন নির্বাচন করুন
- ৪৭ তম বেফাক পরীক্ষার মারহালা নির্বাচন করুন
- তারপর আপনার বেফাক পরীক্ষার রোল ইংরেজিতে লিখুন।
- সর্বশেষ সাবমিট অপশনে ক্লিক করুন।
এখন আপনি আপনার ফলাফলের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট 2024 pdf
আপনারা যারা এখনো নিজের মারহালার ফলাফল দেখতে পারেননি। তাদের জন্য এখানে বেফাকুল পরীক্ষার সকল মারহালার ফলাফল পিডিএফ আকারে দেওয়া হয়েছে। যেখান থেকে আপনি খুব সহজে নিজের বিভাগের পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবেন। ৪৭ তম বেফাক পরীক্ষার নির্ভুল ফলাফল জানতে পিডিএফ সংগ্রহ করুন।
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ফজিলত PDF
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ব্যক্তিগত ফলাফল PDF
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ মুতাওয়াসসিতাহ PDF
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ইবতিদাইয়্যাহ PDF
- বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ সানাবিয়া উলইয়া PDF
- বেফাক পরীক্ষার রেজাল্ট 2024 মহিলা PDF
- বেফাক পরীক্ষার মেধা তালিকা ২০২৪ PDF
আশা করি আমাদের এই পোষ্ট থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ফলাফল জানতে পেরেছেন। সবাইকে শেয়ার করে ৪৭ তম বেফাক পরীক্ষার ফলাফল খুঁজে পেতে সাহায্য করুন।
111435
128853
মুতাওয়াসসিতাহ রেজাল্ট
116705
Result ber korte passi na
Roll:57131
বেফাকুল মাদারি মাদ্রাসার রেজাল্ট