( সর্বশেষ বিজ্ঞপ্তি ) বোয়েসেল সার্কুলার 2024 | আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও ফলাফল

বোয়েসেল সার্কুলার হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কর্তৃক প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হয়। …

বোয়েসেল সার্কুলার

বোয়েসেল সার্কুলার হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কর্তৃক প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হয়। আপনারা যারা সরকারিভাবে জর্ডান, তুরস্ক, রাশিয়া, চীন, আফ্রিকা, কোরিয়া অস্ট্রেলিয়া, ফিজি সহ আরো অন্যান্য দেশে দক্ষ কাজের উপরে পাড়ি জমাতে চান। তারা বোয়েসেল কর্তৃক প্রকাশিত সার্কুলার খেয়াল করে আবেদন করে অল্প টাকার মাধ্যমে যেতে পারবেন।

বোয়েসেল সার্কুলার

সরকারিভাবে দেশ থেকে বিদেশে কর্মী প্রেরণের জন্য বোয়েসেল কাজ করে যাচ্ছে। কোন ধরনের দালাল ছাড়া সরকারিভাবে দক্ষ কাজের মাধ্যমে বিদেশে যেতে পারবেন। বর্তমানে বেশ কয়েকটি বোয়েসেল কর্মী নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রতিনিয়ত বোয়েসেল বিদেশের বিভিন্ন কোম্পানিতে লোক নিয়োগ দিয়ে থাকে। যেমন – বোয়েসেল মাধ্যমে মরিশাসে পুরুষকর্মী নিয়োগ 2024, বোয়েসেল ফিজি কর্মী নিয়োগ 2024, বোয়েসেল সর্বশেষ নোটিশ বোর্ড ২০২৪, বোয়েসেল অস্ট্রেলিয়া কর্মী নিয়োগ ২০২৪, বোয়েসেল করিয়া নিয়োগ বিজ্ঞপ্তি 2024, বোয়েসেল কাতার নিয়োগ বিজ্ঞপ্তি 2024, বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, বোয়েসেল জর্ডান কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024, বোয়েসেল জার্মান নিয়োগ বিজ্ঞপ্তি 2024, বোয়েসেল সার্কুলার 2024, দক্ষিণ কোরিয়া বোয়েসেল সার্কুলার 2024 রাশিয়া সহ আরো অন্যান্য দেশে লোক নিয়োগ দেওয়া হয়।

নতুন বছরের শুরুতে বয়সের লোক নিয়োগ করেছে। আগস্ট মাসের ২৫, ২৭ ও ২৮ তারিখ আলাদা আলাদা সার্কুলার প্রকাশিত হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে সর্বমোট ৫১৫ জন কে ছয়টি ভিন্ন ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হবে। যারা যেতে ইচ্ছুক তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আবেদনের তারিখ ও আবেদনের প্রক্রিয়ার বিস্তারিত তথ্য।

বোয়েসেল সার্কুলার 2024

বিদেশি কোম্পানিগুলো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে। অন্যদিকে নির্দিষ্ট কাজের উপর দক্ষ হলে আবেদনের সুযোগ থাকে। সেক্ষেত্রে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন কর্মীর কি কি যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়। তাই আপনি আবেদন করার আগে অবশ্যই সার্কুলার ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিবেন। আপনাদের সুবিধার্থে বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সকল বিস্তারিত তথ্য আমাদের পোস্টে আপডেট করা হয়েছে।

বোয়েসেল নিয়োগ ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটিড
প্রতিষ্ঠানের ধরন সরকারি
সার্কুলার প্রকাশের তারিখ ২৫, ২৭ ও ২৮ আগস্ট ২০২৪ ইং
চাকরির ধরণ কোম্পানির চাকরি
চাকরির সময় স্থায়ী চাকরি বা ২ বছর চুক্তি
মোট পদ ১৫টি
মোট লোক নিয়োগ ৫১৫ জন
শিক্ষাগত যোগ্যতা শিক্ষা যোগ্যতা লাগবে না/ নূন্যতম জেএসসি বা জেডিসি পাশ
চাকরির স্থান সার্কুলারে দেখুন
লিঙ্গ নারী ও পুরুষ
অভিজ্ঞতা বোয়েসেল সার্কুলারে দেওয়া আছে
বয়স ২০ থেকে ৩৫ বছর
বেতন সার্কুলার দেওয়া আছে
আবেদন করার পদ্ধতি অনলাইনে/অফলাইনে
চাকরির আবেদন ফি নাই
চাকরির ফি জমা দেওয়ার পদ্ধতি সার্কুলার দেখুন
চাকরির আবেদন শুরু শুরু হয়েছে
চাকরির আবেদন শেষ ৬ সেপ্টেম্বর ২০২৪ ইং
চাকরির আবেদন করার ওয়েবসাইট http://www.boesl.gov.bd

চাকরির শর্তাবলী:

  • দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)।
  • চাকরির চুক্তি ৩ বছর (মেয়াদ আবারো বাড়ানো যাবে )
  • নিয়োগ কর্তা আপনার থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগ কর্তব্য গ্রহণ করবে।
  • অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
  • যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোন মামলা আছে। তারা নিয়োগের অনুপযুক্ত হবেন।
  • যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ

নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ ১০০০ টাকা। ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা। উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র:

  • চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • মূল পাসপোর্ট ও মূল পাসপোর্ট এর ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি
  • বর্তমান অফিসের পরিচয় পত্র বা হাজিরা কার্ড
  • শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে সকাল ৮ টায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য উপস্থিত থাকতে হবে। আপনার যেকোনো ধরনের অসুবিধা হলে বা কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বোয়েসেল সার্কুলারের আবেদন প্রক্রিয়া

বোয়েসেল সার্কুলারে আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:

  • বোয়েসেলের ওয়েবসাইট (www.boesl.gov.bd) থেকে সার্কুলারটি ডাউনলোড করুন।
  • সার্কুলারে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করে আবেদনপত্র পূরণ করুন।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন।
  • আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

বোয়েসেল সার্কুলারের যোগ্যতা

বোয়েসেল সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা সার্কুলারে উল্লেখিত হতে হবে।
  • নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বোয়েসেল সার্কুলারের পদবী

বোয়েসেল সার্কুলারে বিভিন্ন পদবীর জন্য আবেদন করা যায়। পদবী অনুসারে যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া আলাদা হতে পারে। তাই সার্কুলারটি ভালোভাবে পড়ে বুঝে নিন। এখানে টেকনিক্যাল কাজ, গার্মেন্টস কর্মী, ক্লিনার, ক্ষেতের কাজ, কনস্ট্রাকশন এর কাজ, ইলেকট্রিশিয়ান, plumber সহ আরো বিভিন্ন পদে লোক নিয়োগ করা হয়ে থাকে।

বোয়েসেল সার্কুলারের সুবিধা

বোয়েসেলের মাধ্যমে কর্মসংস্থান পেলে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়:

  • সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা।
  • বিদেশে বসবাস ও কাজ করার সুযোগ।
  • অভিবাসন প্রক্রিয়ার সহায়তা।

বোয়েসেল সার্কুলারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

বোয়েসেল সার্কুলারে আবেদন করার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলি প্রয়োজন:

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ( যদি থাকে )
  • অভিজ্ঞতা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • জাতীয় পরিচয়পত্র
  • জন্ম নিবন্ধন

বোয়েসেল সার্কুলারের পরীক্ষা পদ্ধতি

বোয়েসেল সার্কুলারে আবেদনকারীদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষার ধরন ও প্রশ্নপত্রের বিষয়বস্তু সার্কুলারে উল্লেখিত হয়। বোয়েসেল কর্তৃপক্ষ আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকবেন। সেখানে আপনার কিছু পরীক্ষা নিবে। পরবর্তীতে তারা সবার মধ্যে থেকে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে।

বোয়েসেল সার্কুলারের ফলাফল

বোয়েসেল সার্কুলারের ফলাফল সার্কুলারে উল্লেখিত ঠিকানায় প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের জন্য ডাকা হয়। আপনাদের সুবিধার্থে এখানে ভয়ে সেল করতে নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল দেওয়া হয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। অন্যদিকে নিজের অপশনে প্রবেশ করে আপনার নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল জেনে নিন।

BOESL RESULT 2024

বোয়েসেল সার্কুলার ২০২৪ নোটিশ

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সকল নোটিশ একত্রে প্রকাশিত করে নিচে যুক্ত করা হয়েছে। পিডিএফ আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনাদের সুবিধার্থে এখানে বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ইমেজ আকারে দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনি খুব সহজেই বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বোয়েসেল হেল্পলাইন নাম্বার

আপনি খুব সহজেই নাম্বারে কল করে আপনার যেকোন প্রশ্নের উত্তর জানতে পারবেন। আপনাদের জন্য বিস্তারিত ঠিকানা ইমেইল ও ফোন নাম্বার নিচে দেওয়া হয়েছে।

  • টেলি ফোনঃ ০২৪৮৩১৯১২৫, ০২৪৮৩১৭৫১৫
  • ফোন নাম্বারঃ +01765411653
  • ঠিকানাঃ ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসী কল্যাণ ভবন (4র্থ তলা), রমনা, ঢাকা-১০০০
  • ইমেইলঃ [email protected]

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যে কোন প্রশ্ন থাকলে। বিস্তারিত লেখে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

40 thoughts on “( সর্বশেষ বিজ্ঞপ্তি ) বোয়েসেল সার্কুলার 2024 | আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও ফলাফল”

  1. স্যার,দঙ্গিন কোরিয়ার আদিবাসীর নিয়োগ প্যঞিয়া কবে থেকে শুরু করবেন,খরচ কতো পরবে total amount সহ একটু জানাবেন।

    Reply
      • আসসালামু আলাইকুম আমি মোঃ আলাউদ্দিন শাহ, মেনটেনেন্স মেকানিক্যাল এর ১১ বছরের অভিজ্ঞতা আছে। শিক্ষাগত যোগ্যতা ডিগ্রী কমপ্লিট। এক্সিকিউটিভ হিসেবে যেতে চাই।

        Reply
  2. জার্মান বা-অস্ট্রেলিয়া কোন কোন কাজেএপ্লাই করা যাবে ।

    Reply
  3. স্যার আমি বিগত পাচ বছর সৌদিয়ারবে রোড ক্লিনারে কাজ করি আমাকে ইউরোপে যে কোন দেশে ক্লিনারের বিসা দিয়ে সাহায্য করবেন আমি একজন এতিম বাবা মা কেউ নেই

    Reply
  4. Sir I am Lutfur Rahman a circular knitting machine operator I want to work in mauritius I have 7 years experience I am 39 years old am I eligible to go to mauritius pls help

    Reply
  5. স্যার আমি সোয়েটার কারখানার কিউ এ হিসাবে কর
    কর্মরত আছি এখন আমি বিদেশে যেতে চাই পাসপোর্ট করা আছে আমি ইউরোপ কান্ট্রি যেতে ইচ্ছা আপনাদের হেল্প চাই

    Reply
  6. স্যার আমি মোঃ এনামুল হক আমি একজন দক্ষ গার্মেন্টস সুইং মেশিন অপারেটর।১০টি মেশিন এর কাজ জানি। ১০বছর অভিজ্ঞতা। আমার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স করা আছে । বিদেশ যেতে চাই আমি গার্মেন্টস ভিসায় আমাকে সাহায্য করুন।

    Reply
    • নিয়োগ বিজ্ঞপ্তি ভাল করে পড়ুন ও আবেদন করে তাদের দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন।

      Reply
      • স্যার মোঃ আমিনুর রহমান আমি একজন দক্ষওয়েলডার গ্রিলের ১২ বছর অভিজ্ঞতা এবং বাংলাদেশ টিটিসি ট্রেনিং করা আছে সার্টিফিকেট সহ পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স আছে আমাকে বিদেশ যেতে সাহায্য করুন

        Reply
        • পোস্টে উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুন ও BOESL কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করুন।

          Reply
  7. স্যার আমি একজন ৫ তারকা কেটাকরি হুটেল(Dusai Resorts &Spa) এ হাউজ কিপিং বিভাগে চাকরি করি।স্যার আমি বিদেশে ও হোটেল ও চাকরি করতে ইচ্ছুক । আপনার কাছে হুটেল ভিসা থাকলে একটু সযোগ করে দিলে উপকিত হব্ল

    Reply
    • নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করবেন। আশা করি আপনার চাকরি হয়ে যাবে। কারণ আপনার অভিজ্ঞতা আছে।

      Reply
      • Assalamu Alaikum sir, I am Md. Rubel Hossain. I want to go to any country in Europe. But I prefer Canada or Italy. My Educational Qualification – I am B. S. S. Passed with Political Science. I am 28 years old. I have heard for a long time that it is very easy to go to European countries through Boesel and you hire people at low cost, so I also want to go through you. Thank you for the details.

        Reply
  8. ছার আমি লকইচমিত ভালো কাজ জানি আমার ২০ বিসআমার যদি পারেন একটা তালা চাবির ভিসা দিয়েন স্যার আমি একটা তালা চাবির কাজ ইউরোপের ভিতরে ইউরোপের যে কোন দেশে আমার একটা কালাচাপি ভিসা দিয়েছেন স্যার ইংলিশ জানি সমস্যা নাই পড়তে পারি না কিন্তু ইংলিশ বাসা জানি ইংলিশ বলতে পারি সমস্যা নাই কিন্তু আমি আপনার চার বছর সাড়ে চার বছর কাজ করে আসছি আমি আমার ২০ বছরের অভিজ্ঞতা স্যার আমি যে কোন লোক রিপেয়ার করতে পারব সমস্যা নাই প্লাস আমি

    Reply
  9. হ্যালো স্যার সালামালাইকুম পোল্যান্ড কি লোক
    নেয় স্যার বা কখন নিবে একটু জানাবেন

    Reply
      • ছাড় আমি গার্মেন্টসে সুইং সুপারভাইজার পদে বাংলাদেশে কাজ করছি আমার কাজের অভিজ্ঞতা আট থেকে বারো বছর
        আমি কি এই কাজে বিদেশে যেতে পারবো

        Reply
        • হ্যাঁ, বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বিস্তারিত তথ্য। আবেদন করে কর্তৃপক্ষের সাথে সরাসরি সাক্ষাৎ করুন।

          Reply
  10. স্যার নতুন সার্কুলার কবে হবে একটু জানাবেন

    Reply
  11. স্যার আমি সোয়েটার কারখানার কিউ এ হিসাবে কর
    কর্মরত আছি এখন আমি বিদেশে যেতে চাই পাসপোর্ট করা আছে আমি ইউরোপ কান্ট্রি যেতে ইচ্ছা আপনাদের হেল্প চাই

    Reply
  12. স্যার আমার বয়স ৪৬ আমিকি যেতে পারবো সরকারি ভাবে?

    Reply
  13. আমি সরকারি ভাবে বিদেশ জেতে চাই কি ভাবে আমি কি করবো জানাবেন আমার পাসপোর্ট আছে

    Reply
  14. আমি একজন গার্মেন্টস শ্রমিক অনেক অসহায় ব্যক্তি যদি নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে,

    Reply
  15. স্যার আমি আবাসিক হোটেল এর সব কাজ জানি, আমি সৌদি এ কাজ করিসি

    Reply
  16. স্যার আমি অস্ট্রেলিয়া যেতে চাই।এখন কি কোন অস্ট্রেলিয়া নিয়োগ আছে।প্লিজ স্যার জানাবেন

    Reply
  17. স্যার এখন রানিং কোন নিয়োগ চলমান আছে।প্লিজ জানাবেন স্যার।

    Reply

Leave a Comment