দুবাই টু ঢাকা ও ঢাকা টু দুবাই বিমান ভাড়া কত ২০২৪

আপনার যদি দুবাইয়ের ভিসা হয়ে থাকে তাহলে আপনাকে এখন বিমানের টিকিট ক্রয় করতে হবে। ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি বিভিন্ন কারণে দুবাই প্রবেশ করতে পারবেন। যার জন্য আপনাকে ঢাকা থেকে দুবাই অথবা চট্টগ্রাম থেকে …

দুবাই বিমান ভাড়া কত

আপনার যদি দুবাইয়ের ভিসা হয়ে থাকে তাহলে আপনাকে এখন বিমানের টিকিট ক্রয় করতে হবে। ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি বিভিন্ন কারণে দুবাই প্রবেশ করতে পারবেন। যার জন্য আপনাকে ঢাকা থেকে দুবাই অথবা চট্টগ্রাম থেকে দুবাই ও দুবাই থেকে ঢাকা বিমান ভাড়া কত জানতে হবে। তারিখ পরিবর্তন ও বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে বিমানের ভাড়া পরিবর্তন হয়ে থাকে। কোন বিমান কর্তৃপক্ষ যদি কোন তারিখে তাদের টিকিট প্রাইসে ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে আপনি খুব অল্প টাকায় ঢাকা থেকে দুবাই ও দুবাই থেকে বাংলাদেশ যাতায়াত করতে পারবেন।

বর্তমান সময়ে ঢাকা থেকে দুবাই ও দুবাই থেকে ঢাকা আসার জন্য অনেকগুলো এয়ারলাইন্স কোম্পানি তাদের বিমান রেখেছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য এয়ারলাইন্স গুলো হচ্ছে এমিরেটস, ফ্লাই দুবাই এয়ার ইন্ডিয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ইন্ডিগো জাজিরা এয়ারওয়েজ ভিস্তারা গালফ এয়ার ওমান এয়ারপোর্ট সহ আরো কিছু এয়ারলাইন্স বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যকার ফ্লাইট পরিচালনা করে থাকে।

আপনি সর্বনিম্ন ১৪২ ডলার দিয়ে টিকিট ক্রয় করে ঢাকা থেকে দুবাই যাতায়াত করতে পারবেন। অন্যদিকে সর্বোচ্চ ৪ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা দামের টিকিট ক্রয় করতে পারবেন। আজকের এই পোস্টে আপনাদের সুবিধার্থে বাংলাদেশ থেকে দুবাই ও দুবাই থেকে বাংলাদেশে আসার বিভিন্ন ফ্লাইটের দাম ও কখন ফ্লাইট হবে সেই তথ্য উল্লেখ করা হয়েছে। আপনারা যাতে বর্তমান সময় অনুযায়ী খুব কম দামে বিমানের টিকিট ক্রয় করতে পারেন তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

দুবাই বিমান ভাড়া কত ২০২৪

ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেকদিন বিমানের ভাড়া আলাদা হয়ে থাকে। হঠাৎ করেই দেখা যায় বিভিন্ন এয়ারলাইন্স তাদের টিকিটের ওপর ডিসকাউন্ট দিয়ে থাকে। তাই আপনাকে জানতে হবে দুবাই বিভিন্ন ফ্লাইটের দাম। আপনি যদি ঢাকা থেকে দুবাই যেতে চান তাহলে ৭২ হাজার ২৫ টাকা থেকে চার লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা ব্যয় করে সেখানে যেতে পারবেন। তবে টাকার পরিমাণ বেশি শুনে অবাক হবেন না কারণ আপনি যদি সরাসরি ঢাকা থেকে দুবাই যান তাহলে অবশ্যই টিকিটের দাম বেশি পড়বে। অন্যদিকে আপনার ক্রয় করা টিকিটের মধ্যে যদি স্টপেজ থাকে।

তাহলে আপনার টিকিটের মূল্য কমবে। যেমন এয়ার ইন্ডিয়া ঢাকা থেকে আপনাকে দুবাই নিয়ে যাবে মাঝখানে দিল্লি স্টপেজ দিবে। সেক্ষেত্রে আপনাকে ৭২ হাজার ২৫ টাকা টিকিটের দাম দিতে হবে। অন্যদিকে ইন্ডিগো এয়ারলাইন্সের সাহায্যে দুবাই যেতে চাইলে আপনাকে ১৪২ ডলার দিয়ে টিকিট ক্রয় করতে হবে। যেখানে আপনাকে মুম্বাই প্রায় সাত ঘণ্টার মতো স্টপেজ দেওয়া হবে। জাজিরা এয়ারওয়েজের মাধ্যমে দুবাই থেকে ঢাকা আসতে চাইলে আপনার ফ্লাইটের সময় লাগবে ১৫ ঘন্টা ১০ মিনিট। কারণ মাঝখানে কুয়েতে প্রায় আট ঘন্টা অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আপনার টিকিটের দাম পড়বে ১৪৯ ডলার। আরো বিভিন্ন এয়ারওয়েজের টিকিটের দাম জানতে বিস্তারিত পড়ুন।

বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়া কত ২০২৪

আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে সময়ের সাথে টিকিটের দাম পরিবর্তন হয়ে থাকে। আর সে অনুযায়ী আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার জন্য আপনাকে কত টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে তার বিস্তারিত তথ্য। আপনি যত বেশি সময় নিয়ে বিমানে সফর করবেন তত বেশি কম টাকা দিয়ে টিকিট ক্রয় করতে পারবেন। আর আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে দুবাইয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশি টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। তাই আজকের এই পোষ্ট থেকে দেখে নিন বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়া কত টাকা।

দুবাই টু ঢাকা বিমান ভাড়া

ভারত, বাংলাদেশ, আরব আমিরাত, ওমান সহ আরো কয়েকটি দেশের বিভিন্ন এয়ারলাইন্স দুবাই থেকে ঢাকা ফ্লাইট পরিচালনা করে। আপনি এখান থেকে আপনার পছন্দের এয়ারওয়েজে দুবাই থেকে ঢাকা আসতে পারবেন। অন্যদিকে আপনার যদি বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টে আসার প্রয়োজন হয় তাহলেও আপনি আসতে পারবেন। নিচে আপনাদের জন্য দেয়া হলো দুবাই থেকে ঢাকা যাওয়ার বিমান ভাড়া তালিকা।

বিমানের নামঃ Emirates

  • দামঃ US$ 225
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Us-Bangla Airlines

  • দামঃ US$ 206
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Flydubai

  • দামঃ US$ 191
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Indigo

  • দামঃ US$ 142
  • স্টপেজঃ মুম্বাই

বিমানের নামঃ Jazeera Airways

  • দামঃ US$ 149
  • স্টপেজঃ কুয়েত

বিমানের নামঃ Vistara

  • দামঃ US$ 164
  • স্টপেজঃ মুম্বাই

বিমানের নামঃ Indigo

  • দামঃ US$ 162
  • স্টপেজঃ Hyderabad

ঢাকা টু দুবাই বিমান ভাড়া

অনেকেই আছেন যারা রেগুলার দুবাই যাওয়া আসা করেন। অন্যদিকে অনেকে আছেন যারা প্রথমবারের মতো ভিসা পেয়ে দুবাই দেশে পাড়ি জমাবেন। তারা যাতে কম টাকায় বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যেতে পারে। তার জন্য এখানে ঢাকা থেকে দুবাই যাওয়ার বিমান ভাড়া তালিকা দেওয়া হয়েছে।

বিমানের নামঃ Indigo Air

  • দামঃ BDT 40,709
  • স্টপেজঃ মুম্বাই

বিমানের নামঃ Biman Bangladesh Airlines

  • দামঃ BDT 51,109
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Emirates

  • দামঃ BDT 52,450
  • স্টপেজঃ নাই

চট্টগ্রাম টু দুবাই বিমান ভাড়া কত ২০২৪

চট্টগ্রামের অনেক ভাই বোন রয়েছেন যারা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে দুবাই যেতে চান। তাদের জন্য বিমান ভাড়া অনেকটা একই। বিভিন্ন এয়ারলাইন্সের নাম টিকিটের মূল্য ও কখন বিমানগুলো দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে আজকের এই পোস্টে। আপনি চট্টগ্রাম থেকে দুবাই যেতে চাইলে অবশ্যই নিচে থেকে বিস্তারিত তথ্য দেখে নিন।

বিমানের নামঃ Emirates

  • দামঃ BDT 52,463
  • স্টপেজঃ ঢাকা

বিমানের নামঃ Flydubai

  • দামঃ BDT 57,365
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Emirates

  • দামঃ BDT 61,316
  • স্টপেজঃ ঢাকা

দুবাই টু চট্টগ্রাম টিকিটের দাম কত

বিমান টিকিট মূল্য দুবাই সবার জানা অনেক প্রয়োজন। কারণ অনেকেই দালালের মাধ্যমে টিকিট ক্রয় করে বেশি টাকা দিচ্ছেন। তাই আপনি যদি দুবাই টু চট্টগ্রাম টিকিটের দাম কত জানতে চান। তাহলে এখানে দেখুন বিভিন্ন এয়ারলাইন্সের নাম, ফ্লাইট এর সময় ও টিকিটের মূল্য।

বিমানের নামঃ Flydubai

  • দামঃ US$ 206
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Biman Bangladesh Airlines

  • দামঃ BDT 31,293
  • স্টপেজঃ নাই

বিমানের নামঃ Oman Air

  • দামঃ BDT 32,266
  • স্টপেজঃ Muscat

বর্তমান সময় বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে বিমানের টিকিট ক্রয় করতে ডিসকাউন্ট পেতে সাহায্য করবে। আপনাদের সুবিধার্থে আমরা সেই সব অথরিটি ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি। যেখান থেকে আপনি দুবাই থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার বিমানের টিকিট ক্রয় করে নিতে পারবেন। টিকিট ক্রয় করার পূর্বে অবশ্যই তাদের ক্রয় বিক্রয় নিয়ম নীতি সম্পর্কে জেনে নিবেন।

দুবাই বিমানের টিকিট ক্রয় করার নিয়ম

অনেকে আছেন যারা অনলাইনের মাধ্যমে নিজে বিমানের টিকিট ক্রয় করতে চান কিন্তু জানেন না কিভাবে বিমানের টিকিট ক্রয় করতে হয়। আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে অথবা এমন কোন পেমেন্ট মেথড থাকে যা অনলাইন পেমেন্ট করতে সাহায্য করবে। তাহলে আপনি নিজে নিজেই বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার টিকিট ক্রয় করার নিয়ম ও বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার টিকিট ক্রয় করার নিয়ম এখানে দেওয়া হলো:

  • সর্বপ্রথম আপনাকে গুগলে প্রবেশ করে লিখতে হবে দুবাই টু ঢাকা অথবা ঢাকা টু দুবাই
  • সেখান থেকে আপনি চাইলে trip.com ফ্লাইট এক্সপার্ট ডটকম ওয়েবসাইটের প্রবেশ করুন।
  • এখন আপনার পছন্দমত সর্বনিম্ন প্রাইস এর টিকিট অথবা কম সময়ে যাওয়ার দামি টিকিট সিলেক্ট করুন।
  • ইকোনমি বা বিজনেস ক্লাস সিট সিলেক্ট করার পর। আপনার ডিটেইলস দিয়ে সাহায্য করুন।
  • আপনার পাসপোর্ট নাম্বার সহ যাবতীয় কন্টাক্ট ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করুন।
  • এখন আপনি আপনার পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট কমপ্লিট করুন।
  • পেমেন্ট কমপ্লিট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে মেইল করে টিকিট সহ যাবতীয় ইনফরমেশন দেওয়া হবে।

নোট: আপনার যেকোনো ধরনের সমস্যা অথবা টিকিট ক্যানসেল করার জন্য সাপোর্টে যোগাযোগ করুন।

দুবাই বিমান ভাড়া সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবো। যেকোনো এয়ারলাইন্স থেকে টিকিট ক্রয় বিক্রয় সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

আরও দেখুনঃ

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও কত বয়স লাগে

মালয়েশিয়া টিকিটের দাম কত | বাংলাদেশ টু মালয়েশিয়া টিকিটের দাম কত

1 thought on “দুবাই টু ঢাকা ও ঢাকা টু দুবাই বিমান ভাড়া কত ২০২৪”

  1. আমি ঢাকা টু দুবাই যেতে চাই, সম্ভাব্য তাং ১৯ এপ্রিল ২০২৪.কেমন ভাড়া আসবে।

    Reply

Leave a Comment