ওমান এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম ২০২৪

বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন এয়ারলাইন্স চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ওমানের সালাম এয়ারলাইন্স। সালাম এয়ার এর টিকিট মূল্য কম থাকায়। এই এয়ারলাইন্স এর সাহায্যে অনেকেই বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। ওমান এয়ারলাইন্সের সাহায্যে ওমান সহ …

ওমান এয়ারলাইন্সের টিকিট চেক করার নিয়ম

বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন এয়ারলাইন্স চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ওমানের সালাম এয়ারলাইন্স। সালাম এয়ার এর টিকিট মূল্য কম থাকায়। এই এয়ারলাইন্স এর সাহায্যে অনেকেই বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। ওমান এয়ারলাইন্সের সাহায্যে ওমান সহ বিশ্বের অনেক দেশেই যাতায়াত করা যায়। আপনি যদি ইতিমধ্যে ওমান এয়ার টিকিট সংগ্রহ করে থাকেন। হতে পারে ট্যুরিস্ট ভিসার জন্য, ভিজিট ভিসার জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য। যে কারণেই হোক না কেন টিকিট চেক করা প্রয়োজন। কারণ অনেক এজেন্সি এবং দালাল গ্রাহকদের ঠকিয়ে থাকে। সতর্কতার জন্য টিকেট চেক করা জরুরী।

সালাম এয়ার টিকেট চেক অনলাইন। ওমান এয়ার টিকিট চেক অনলাইন। ওমান এয়ারলাইন্সের টিকিট চেক করা নিয়মাবলী এই পোস্টে উল্লেখ করা হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওমান টিকিট চেক করার জন্য। টিকিটের কিছু তথ্য প্রদান করার মাধ্যমে আপনার টিকিট সঠিক কিনা জেনে নিন।

ওমান টিকিট চেক

সালাম এয়ার এই সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। এর ফলে গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করে এবং টিকিট দাম কমানো হয়। সালাম এয়ার শুধু ওমান ভ্রমণ করা যায় এমন নয়। তাদের বহরে বিমান সংখ্যা ৬ টি এবং ত্রিশটি ডেস্টিনেশনে ফ্লাইট রয়েছে। যা ওমানের দোহায় থেকে ভ্রমণকারীদের সহযোগিতা করে যাচ্ছে।

ওমান এয়ার টিকিট চেক

ওমান এয়ার টিকেট চেক করার জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সার্চ বক্সে লিখুন SalamAir এবং সার্চ করুন। এরপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করুন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটের প্রবেশ করার পর টিকিটের তথ্য প্রদান করার মাধ্যমে টিকিট চেক করে নিন।

  • সর্বপ্রথম ওমান এয়ারলাইন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন https://www.omanair.com/en/before-you-fly
  • পরবর্তী ধাপে ম্যানেজ বুকিং অপশন সিলেক্ট করুন
  • এখন আপনার বুকিং রেফারেন্স লিখুন ও পাসপোর্ট এর লাস্ট নেম লিখুন
  • তারপর ম্যানেজ বুকিং অপশনে ক্লিক করুন
  • এখন আপনি আপনার ওমান এয়ারলাইন্সের টিকিটের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

সালাম এয়ার টিকিট চেক অনলাইন

সালাম এয়ার অনলাইন টিকিট চেক অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর। আপনাকে মেনেজ অপশনে ক্লিক করতে হবে বিস্তারিত দেখে নিন।

  • প্রথম ধাপ: https://www.salamair.com/en/ ওয়েব সাইটে প্রবেশ করার পর লক্ষ করুন manage booking এ ক্লিক করুন।
  • দ্বিতীয় ধাপ: এরপর একটি খালি বক্স আসবে এখানে booking reference number ও last name বসাতে হবে।
  • তৃতীয় ধাপ: আপনার টিকিটের বুকিং রেফারেন্স নাম্বার এবং নামের শেষের অংশ বসান।
  • চতুর্থ ধাপ: টিকিটের তথ্য প্রদান করার পর search এ ক্লিক করুন।

টিকিট যদি সঠিক হয়, তাহলে খুব সহজে এই পদ্ধতিতে চেক করে নিতে পারবেন। যদি কোন কারনে টিকিটের তথ্য না আসে। এক্ষেত্রে যার মাধ্যমে টিকিট তৈরি করেছেন তার সাথে যোগাযোগ করুন।

সালাম এয়ার টিকিট চেক

আপনি হয়তো কোন নির্দিষ্ট দেশে কোন কাজে গিয়ে থাকেন। এক্ষেত্রে টিকিট ছাড়া বিমানের প্রবেশ করতে পারবেন না। যে বিমান সংস্থা থেকে বিমানের টিকিট সংগ্রহ করবেন। হতে পারে এজেন্সি বা দালালের মাধ্যমে। এক্ষেত্রে টিকিট সঠিক কিনা জানার জন্য টিকিট চেক করা নেয়া জরুরি। যদি অন্য কারো মাধ্যমে টিকিট চেক করান। তাকে নির্দিষ্ট ফি দিতে হবে, এই পোস্টে থাকা পদ্ধতি মাধ্যমে আপনি খুব সহজেই টিকিট চেক করে নিতে পারবেন।

এখানে ওমান এয়ারলাইন্সের সালাম এয়ার এর অনলাইন টিকিট চেক করার পদ্ধতি দেখানো হয়েছে। আশা করা যায় খুব সহজেই দেখে নিতে পেরেছেন‌। সবার সাথে ওমান এয়ারলাইন্সের টিকিট চেক করার নিয়ম শেয়ার করুন।

আরও দেখুনঃ

ঢাকা টু সৌদি আরব বিমান ভাড়া কত ২০২৪

Leave a Comment